<p>নিজেদের তৈরি পিক্সেল ফোনে ত্রুটি খুঁজে পেলেই লাখ লাখ ডলার পুরস্কার দেবে গুগল। এ জন্য  নিজেদের ‘বাগ বাউন্টি’ প্রগ্রামে পুরস্কারের পরিমাণও বৃদ্ধি করেছে তারা। এ প্রগ্রামের আওতায় অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে থাকা কোনো নিরাপত্তা ত্রুটি বা তথ্য ফাঁস হওয়ার আশঙ্কার কথা গুগলকে জানালেই দুই লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ ডলার পর্যন্ত উপহার মিলবে। </p> <p>ত্রুটির গুরুত্ব যত বেশি হবে, পুরস্কারের অর্থমূল্যও তত বাড়বে। যেকোনো ব্যক্তি যতবার খুশি এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনের তুলনায় পিক্সেল ফোনকে নিরাপদ করতেই এ উদ্যোগ নিয়েছে গুগল।</p> <p>সূত্র : ইন্টারনেট</p>