শীতে ওজন কমবে যে চার অভ্যাসে

জীবনযাপন ডেস্ক
জীবনযাপন ডেস্ক
শেয়ার
শীতে ওজন কমবে যে চার অভ্যাসে
সংগৃহীত ছবি

শীতের দিনে অনেকেরই অলসতা বেড়ে যায়। যার কারণে মানুষের হাঁটাচলা কমে যায় এবং দ্রুত ওজন বাড়তে থাকে। শীতের শেষের দিকে বেশিরভাগ মানুষের ওজন অনেকাংশে বেড়ে যায়। এই মৌসুমে ওজন নিয়ন্ত্রণ করা চ্যালেঞ্জের বিষয়।

বর্ধিত ওজন কমানো একটু কঠিন হলেও শীতের সময়ে তা আরো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে কিছু উপায় অবলম্বন করলে আপনিও শীতে স্থূলতা নিয়ন্ত্রণ করতে পারবেন। কী সেই উপায়, জেনে নিন—

খাবার নিয়ন্ত্রণ

শীতের মৌসুমে পুষ্টিসমৃদ্ধ ও উষ্ণ খাবার খান, তবে কতটুকু খাবেন সে বিষয়ে সতর্ক থাকুন। আপনি যখন খাচ্ছেন তখন কতটা খাচ্ছেন, সেদিকে যেমন নজর রাখতে হবে তেমনি তার পুষ্টিগুণের দিকে এবং ক্যালরির দিকেও খেয়াল রাখতে হবে।

শীতের সময়ে শক্তির মাত্রা বজায় রাখতে এবং স্বাস্থ্যের যত্ন নিতে পর্যাপ্ত পুষ্টির দিকে মনোনিবেশ করুন। খাবারের কতটা অংশ খাবেন, তা মেপে নিতে বড় প্লেটের পরিবর্তে ছোট প্লেট ব্যবহার করুন।

সক্রিয় থাকুন

ঠাণ্ডা আবহাওয়ায় শরীর আলস্যে ভরে ওঠে। যার কারণে শরীরের নড়াচড়া অনেকটাই কমে যায়।

আপনি যদি ওজন নিয়ন্ত্রণ করতে চান বা কমাতে চান, তাহলে আপনাকে সাহসের সঙ্গে বিছানা থেকে উঠতে হবে সঠিক সময়ে। যদি প্রতিদিন এটি করতে না পারেন তবে সপ্তাহে ৩-৫ দিন কিছু শারীরিক কার্যকলাপ করুন। এটি আপনার ক্যালরি বার্ন করতে সাহায্য করবে।

আরো পড়ুন
প্রথম আন্তর্জাতিক ভ্রমণে যে বিষয়গুলো মাথায় রাখবেন

প্রথম আন্তর্জাতিক ভ্রমণে যে বিষয়গুলো মাথায় রাখবেন

 

ফাইবার সমৃদ্ধ খাবার খান

শীতের মৌসুমে ভাজা খাবার খেলে পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সময়ে অনেক মৌসুমি ফল পাওয়া যায়, যেগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং কম ক্যালরি থাকে।

এই ফলগুলো খেলে আপনার পেট দীর্ঘ সময়ের জন্য ভরা থাকবে এবং সেই সঙ্গে অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকেও বিরত থাকবেন আপনি।

সুষম খাদ্য গ্রহণ

শীতকালে ক্ষুধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে মানুষ নাশতায় অস্বাস্থ্যকর জিনিস খেতে শুরু করেন, যা স্থূলতা বাড়ায়। এই সমস্যা এড়াতে পুষ্টিকর ও উচ্চ ফাইবার যুক্ত খাবার খান। ফাইবার দীর্ঘ সময়ের জন্য পেট পরিপূর্ণ রাখতে সাহায্য করে, ফলে খারাপ খাবার খাওয়ার তাগিদও কমায়। প্রতিদিনের খাবারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন এবং খাবারের আইটেমগুলো আগে থেকেই ঠিক করে রাখুন। এতে ভুল খাবার খাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারবেন।

আরো পড়ুন
লিভার খারাপের প্রাথমিক লক্ষণ যেগুলো

লিভার খারাপের প্রাথমিক লক্ষণ যেগুলো

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য

সম্পর্কিত খবর

মাইগ্রেনে আক্রান্তরা রোজা রাখতে যা করবেন

শেয়ার
মাইগ্রেনে আক্রান্তরা রোজা রাখতে যা করবেন
সংগৃহীত ছবি

মাইগ্রেন এক বিশেষ ধরনের মাথাব্যথা। মাথার একদিক বা দুইদিক এ ব্যথা হতে পারে। মাইগ্রেনে মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনিগুলো আছে, সেগুলো মাথাব্যথার শুরুতে ফুলে যায়।

মাথাব্যথার সাথে বমি এবং বমি বমি ভাব রোগীর হতে পারে। 

যাদের মাইগ্রেন হবার প্রবণতা আছে তাদের শব্দ, আলো, গন্ধ এবং কিছু খাবার যেমন চকলেট, আঙুরের রস, পনির ইত্যদির প্রভাবে মাথাব্যথা শুরু হতে পারে। চিকিৎসকদের মতে, মাইগ্রেনের এখনো স্থায়ী কোন চিকিৎসা নেই। অর্থাৎ কোন ওষুধ দিয়ে মাইগ্রেন চিরতরে সারিয়ে তোলা সম্ভব নয়।

কিন্তু রোগীর উপসর্গ ভেদে ওষুধ সেবনের মাধ্যমে কিছু উপসর্গ কমিয়ে আনা যায়। যেমন, ব্যথার তীব্রতা এবং এতে আক্রান্ত হওয়ার হার কমে যায়।

যারা মাইগ্রেনে ভোগেন তারা তাদের দৈনন্দিন জীবনযাপনে অনেক পরিবর্তন আনেন, খাদ্যাভাসে পরিবর্তন আনেন। অনেকে নিয়ম করে সকালের নাস্তা করেন বা কফি পানের অভ্যাস গড়ে তোলেন।

আবার অনেকে নিয়মিত ওষুধ খেয়ে থাকেন। রমজান আসলে অনেকেই কিছুটা চিন্তায় পড়ে যান যে পরিবর্তিত রুটিনের সাথে কীভাবে তাল মিলিয়ে চলবেন। অনেকেই মাথাব্যথা থেকে বাঁচতে রোজা এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তি যদি রোজা রাখার প্রস্তুতি নিতে চান, তবে তাকে কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে।

লবণাক্ত এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন।

কারণ এগুলো মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়।

প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘণ্টা ভালো ঘুম হলে মাইগ্রেনের তীব্রতা কমে।

ডাল ও সবজি বেশি পরিমাণে খেতে পারেন। এগুলি ফাইবারে সমৃদ্ধ এবং শরীরকে সারা দিন হাইড্রেট রাখতে সাহায্য করে।

চিনি এবং কার্বোহাইড্রেটের পরিমাণ সীমিত করা ভালো। কারণ এগুলি রক্তে শর্করা স্তরের ওঠানামা করতে পারে, যা মাইগ্রেনের কারণ হতে পারে। প্রচুর পানি পান করুন।

রমজান মাসের আগে ধীরে ধীরে ক্যাফেইনের পরিমাণ কমিয়ে ক্যাফেইন ত্যাগ করার জন্য প্রস্তুতি নিন, যাতে ক্যাফেইন ছাড়ার কারণে মাইগ্রেন না হয়।

সূত্রঃ সৌদি জার্মান হেলথ

মন্তব্য

অতিরিক্ত লবণ খেলে কী হয়?

    অধিকাংশ মানুষ প্রয়োজনের তুলনায় দ্বিগুণ সোডিয়াম গ্রহণ করে থাকে
শেয়ার
অতিরিক্ত লবণ খেলে কী হয়?

খাবারের স্বাদ বাড়াতে সাধারণত লবণ ব্যবহৃত হয়। তবে অতিরিক্ত লবণ খাওয়ার কিছু গুরুতর স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। লবণের প্রধান উপাদান সোডিয়াম, যা অতিরিক্ত গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনি রোগ, গ্যাস্ট্রিক ক্যান্সার, হাড়ক্ষয়ের মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, পূর্ণ বয়স্কদের জন্য প্রতিদিন ২০০০ মিলিগ্রাম সোডিয়াম বা ৫ গ্রাম লবণ খাওয়া উচিত।

তবে অধিকাংশ মানুষ প্রয়োজনের তুলনায় দ্বিগুণ সোডিয়াম গ্রহণ করে থাকে। যার ফলে প্রায় ১৮ লাখ ৯০ হাজার মানুষের মৃত্যুর জন্য অতিরিক্ত সোডিয়াম দায়ী।

হার্ভার্ড ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, ১৪ বছর বয়সের উপরে ও গর্ভবতী নারীদের জন্য দৈনিক সোডিয়ামের পরিমাণ ১৫০০ মিলিগ্রাম হওয়া উচিত। অতিরিক্ত লবণ গ্রহণে উচ্চ রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়।

এজন্য লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা জরুরি, যাতে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি কমানো যায়।

প্রাসঙ্গিক
মন্তব্য

বাতব্যথায় যা খাবেন

    যাদের বাতের ব্যথা আছে, তাদের উচিত খাবারের বেলায় কিছু সতর্কতা অবলম্বন করা।
শেয়ার
বাতব্যথায় যা খাবেন

বর্তমান যুগে বাতব্যথা বা আর্থ্রাইটিস পরিচিত একটি রোগ। বিভিন্ন বয়সের মানুষের রোগটি হতে পারে। পায়ের পাতা, হিপ জয়েন্ট, হাত, কোমরের জয়েন্ট বা মেরুদণ্ডে হয়ে থাকে বাতের ব্যথা।
রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, গাউট, জুভেনাইল আর্থ্রাইটিস, স্পনডাইলো আর্থ্রাইটিস সবচেয়ে বেশি দেখা যায়।

যেকোনো ধরনের ব্যথাতেই জীবনযাপন ও খাদ্যাভ্যাসের ভূমিকা আছে। যাদের বাতের ব্যথা আছে, তাদের উচিত খাবারের বেলায় কিছু সতর্কতা অবলম্বন করা।  

চলুন জেনে নেওয়া যাক বাতের ব্যথায় কি কি খেলে মিলতে পারে উপকার।

দুধ ও দুগ্ধজাত খাবার: দুধজাত খাবারে যেমন দুধ, দই ও পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থাকে।

এগুলো হাড় শক্তিশালী করে। 

মাছ: রুই, টুনা ও স্যামন মাছে রয়েছে প্রদাহনাশক ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। বিশেষজ্ঞদের মতে সপ্তাহে অন্তত ২ দিন ৮৫ থেকে ১১৩ গ্রাম এ ধরনের মাছ খাওয়া প্রয়োজন।

সয়াবিন: এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, লো ফ্যাট, উচ্চমানের প্রোটিন ও ফাইবার।

। সয়াবিন প্রদাহ কমাতে সহায়ক। 

বাদাম: আখরোট, পেস্তা ও কাঠবাদামে রয়েছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক, ভিটামিন-ই ও ফাইবার। অস্টিওআর্থ্রাইটিস ও আর্থ্রাইটিস উভয়ের জন্যই এসব বাদাম বেশ উপকারী।

শিমের বীজ: শিমের বীজে রয়েছে প্রোটিন, আয়রন, জিংক ও পটাশিয়াম।

বাতের কারণে ফোলাভাব কমাতে এটি খুবই ভালো কাজ করে।

লেবুজাতীয় ফল: কমলালেবু, পাতিলেবু, মুসম্বি ও আঙুরে রয়েছে প্রচুর ভিটামিন সি। আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা নিয়মিত এসব ফল খেলে ব্যথা থেকে অনেকটাই মুক্তি পান। হাড়ের ক্ষতি অনেকটাই কম হয়।

গ্রিন টি: পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ গ্রিন টি। এটি ব্যথা কমায় ও তরুণাস্থির ক্ষতির মাত্রা কমায়। এর অ্যান্টি-অক্সিডেন্ট রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষতিকর প্রভাব থেকে হাড়কে সুরক্ষা দেয়।

ব্রকলি: ব্রকলি অনেক রোগের ক্ষেত্রে খুব ভালো একটি খাবার। উচ্চমানের ভিটামিন রয়েছে এতে। বিশেষজ্ঞদের মতে এটি অস্টিওআর্থ্রাইটিস হওয়ার আশঙ্কা কমায়।

 

সূত্র: হেলথলাইন

মন্তব্য
রাশিফল

আজ ৩ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আজ ৩ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৩ মার্চ ফেব্রুয়ারি, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার কোনো কাজ অন্যের মনে ছাপ ফেলবে। কোনো প্রচেষ্টার ফল পেতে পারেন।

পূর্বের কোনো সমস্যার সমাধান হব। বাড়িতে শুভকিছু ঘটতে পারে। ভালো ব্যবহার দিয়ে সবার মন জয় করুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে): নির্জনতায় থাকতে পছন্দ করতে পারেন।

ব্যয় বাড়বে, আর্থিক সহযোগিতার আশ্বাস পাবেন। সম্ভব হলে কর্মপদ্ধতিতে পরিবর্তন আনুন। বাক্য প্রয়োগ ও সমালোচনায় সচেতন হোন। ভালো থাকুন।

আরো পড়ুন
সালাতুত তাসবিহর তাসবিহগুলো সশব্দে পড়ে ফেললে নামাজ আদায় হবে?

সালাতুত তাসবিহর তাসবিহগুলো সশব্দে পড়ে ফেললে নামাজ আদায় হবে?

 

মিথুন (২১ মে-২০ জুন): আজ নিজের চেয়ে অন্যের জন্য কাজ করে আনন্দ পাবেন। পরিবেশ পক্ষে থাকবে। কোনো প্রচেষ্টা সফল হবে। বিনিয়োগ করলে ভালো ফল পাবেন। পেশাগত কাজে উদ্বেগ পরিহার করুন।

কর্কট (২১ জুন-২০ জুলাই): কোনো সুখবর পেতে পারেন। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। মানসিকভাবে ভালো বোধ করবেন। কোনো উদ্যোগ সফল হতে পারে। ভবিষ্যতের জন্য একটি সৃজনশীল পরিকল্পনা করুন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): আপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গতি পাবে। পূর্বের কোনো সমস্যার সমাধান হবে। বিদেশযাত্রার পরিকল্পনায় অগ্রগতি হবে। আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। ঋণ গ্রহণের প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে। তাড়াহুড়া করে আবেগের বসবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। সম্পর্কের ক্ষেত্রে সমন্বয় বজায় রাখতে হবে।

আরো পড়ুন
ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই এনজিও কর্মী আহত

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই এনজিও কর্মী আহত

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) : অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। কর্মস্থলে কাজের চাপ বাড়তে পারে। যৌথ কাজে সাফল্য পাবেন। কোনো ইতিবাচক প্রস্তাব পেতে পারেন। কাছের মানুষের পরামর্শ গ্রহণ করবেন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): দিনটি কাজের দিক থেকে ভালো যাবে। আজ পরিকল্পনা করুন কী করণীয় কী বর্জনীয়। ব্যবসার জন্য বাড়তি অর্থের প্রয়োজন হতে পারে। কোনো আত্মীয় বা বন্ধু সহযোগিতার হাত বাড়াবে।

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে। বন্ধুর পরামর্শ কাজে লাগবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। নিজের বুদ্ধিবলে কাজ সম্পন্ন করুন।

আরো পড়ুন
ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই এনজিও কর্মী আহত

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় দুই এনজিও কর্মী আহত

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): আপনার কোনো সিদ্ধান্ত পরিবারের কাছে গ্রহণযোগ্য হতে পারে। কোনো উদ্যোগ নিজের ও অন্যের কল্যাণ বয়ে আনবে। কাজে বাধা এলেও দীর্ঘস্থায়ী হবে না। ভুল সিদ্ধান্ত থেকে সতর্ক থাকবেন।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): নতুন যোগাযোগ উৎসাহিত করবে। কাজে আশার আলো দেখতে পাবেন। অনেক দিন থেকে পরে থাকা কোনো কাজের অগ্রগতি হবে। প্রেম-প্রণয়ে অশান্তির মধ্যেও আনন্দ পাবেন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক অবস্থার উন্নতি হবে। প্রিয়জনের ভালোবাসা ও সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে কাজ করুন।

আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ। যোগাযোগ: ০১৭১১০৫৭৩৭৭. ই-মেইল: amasud9995@gmail.com, www.astrologerahmedmasud.com

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ