<p>রসালো ফল আঙুরে রয়েছে বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই আঙুর বিভিন্ন রকমের হয়ে থাকে—সবুজ, কালো, লাল ইত্যাদি। বিভিন্ন রঙের আঙুরের উপকারিতাও ভিন্ন।</p> <p>তবে অনেকেই ভেবে থাকেন, কোন আঙুর বেশি উপকারী। আর তা নিয়েই এ প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক—</p> <p><strong>সবুজ আঙুর</strong></p> <p>সবুজ আঙুরে থাকা ক্যাটেকিনস অ্যান্টি-অক্সিড্যান্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে বিদ্ধমান ভিটামিন কে, ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। সবুজ আঙুরে এমন উপাদান থাকে, যা হজমশক্তি বাড়ায়। এর ভিটামিন কে হাড়ের গঠন মজবুত করতে পারে। ভিটামিন সি জীবাণু সংক্রমণ থেকে বাঁচায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টেবিল ল্যাম্পের আলোয় বই পড়া কি ভালো?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/01/1738394175-f05cab89d837f890c12f91f23a4d3949.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টেবিল ল্যাম্পের আলোয় বই পড়া কি ভালো?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/02/01/1475479" target="_blank"> </a></div> </div> <p><strong>কালো আঙুর</strong></p> <p>কালো আঙুরে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং পটাশিয়াম ও ম্যাঙ্গানিজের মতো খনিজ উপাদান থাকে। বুদ্ধির বিকাশে এই আঙুর কিন্তু খুবই উপকারী। অ্যালঝেইমার্সের রোগীদের কালো আঙুর খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কালো আঙুরে থাকা রেসভেরাট্রল ইনসুলিন রক্তে শর্করার মাত্রা কমাতে পারে। ডায়াবেটিক রোগীদের জন্য কালো আঙুরই বেশি উপকারী।</p> <p>কালো আঙুর রক্তে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে, যা রক্তনালির প্রতিবন্ধকতা দূর করে। ফলে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে অনেকাংশে। চোখের জন্যও ভালো কালো আঙুর। লাল বা সবুজ আঙুরের তুলনায় এতে বেশি পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। ত্বক ভালো রাখতেও খুব উপকারী কালো আঙুর।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="রোদে পোড়া ত্বকের ট্যান দূর করবে যে সবজি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/01/1738398481-c79efa290c7b74457e62476d1d1d04c6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>রোদে পোড়া ত্বকের ট্যান দূর করবে যে সবজি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/02/01/1475503" target="_blank"> </a></div> </div> <p><strong>লাল আঙুর</strong></p> <p>জুস, কিশমিশ বা জেলি তৈরি করার জন্য লাল আঙুরই বেশি ব্যবহার করা হয়। লাল আঙুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ থাকে। এই আঙুর শরীরে প্রদাহজনিত সমস্যা কমাতে পারে ও রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। লাল আঙুরে মিষ্টির মাত্রা বেশি থাকে, তাই ডায়াবেটিক রোগীদের জন্য এই আঙুর উপযোগী নয়।</p> <p><strong>সতর্কতা</strong></p> <p>অনেক উপকার থাকলেও অতিরিক্ত আঙুর খেলে হতে পারে ডায়েরিয়া। বেশি সবুজ ও লাল আঙুর খেলে আবার রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই শরীরে কোনো রোগ থাকলে আঙুর বুঝেশুনে খাওয়াই উচিত। এ ছাড়া কোনো সন্দেহ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার পরই আঙুর খাওয়া উচিত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টানা ১০ দিন মেকআপ না করলে কী হবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/01/1738400084-19d8cc279b51a9d784dcf6f46425f76a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টানা ১০ দিন মেকআপ না করলে কী হবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2025/02/01/1475515" target="_blank"> </a></div> </div> <p>সূত্র : আনন্দবাজার</p>