<p style="text-align:justify">ধানমণ্ডি ৩২ নম্বর নিয়ে সম্প্রতি বেশ কিছু পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। এবার কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্মৃতিবিজড়িত নুহাশপল্লী নিয়ে পোস্ট দিয়েছেন তিনি।</p> <p style="text-align:justify">বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্টটি দেন তিনি।</p> <p style="text-align:justify">পোস্টে নুহাশপল্লীকে জাতীয় সম্পদ বলে উল্লেখ করেন পিনাকী। নুহাশপল্লীকে জাতীয়করণ করার দাবি জানিয়ে তিনি লেখেন, ‘নুহাশপল্লী জাতীয় সম্পদ। নুহাশপল্লী জাতীয়করণ করে ওইখানে হুমায়ূন আহমেদ জাদুঘর করা হোক।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যেসব বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হলো শেখ মুজিব-হাসিনার নাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/06/1738824901-9bf4989c13221da464270f151d4201b2.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যেসব বিশ্ববিদ্যালয় থেকে মুছে ফেলা হলো শেখ মুজিব-হাসিনার নাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2025/02/06/1477581" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক পোস্টে শেখ হাসিনার পৈতৃক বাড়ি ধানমণ্ডি-৩২ নম্বরে মানুষকে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাতুড়ি, শাবল, গাঁইতি নিয়ে আসুন। ধানমণ্ডি ৩২ নম্বরে আসুন। ইতিহাসের দায় মোচন করতে আসুন। ফ্যাসিবাদের আঁতুরঘর নিশ্চিহ্ন করতে আসুন।’</p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, ‘গান গাইতে গাইতে আসুন, স্লোগান দিতে দিতে আসুন, সন্তানের হাত ধরে আসুন, প্রেমিক প্রেমিকাকে সাথে নিয়ে আসুন, মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসুন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপরে ছাত্র-জনতার বিজয় নিশান উড়াতে আসুন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হোয়াটসঅ্যাপে সহজেই কল রেকর্ড করবেন যেভাবে" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2025/02/05/1738732354-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হোয়াটসঅ্যাপে সহজেই কল রেকর্ড করবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/info-tech/2025/02/05/1477129" target="_blank"> </a></div> </div>