ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

ঢাকা, বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
২৭ ফাল্গুন ১৪৩১, ১২ রমজান ১৪৪৬

রং মিশিয়ে বাসি-পচা মাংস করা হচ্ছে ‘টাটকা’

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
রং মিশিয়ে বাসি-পচা মাংস করা হচ্ছে ‘টাটকা’

রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে রং মেশানো গরু ও মহিষের মাংস অরিজিন্যাল গরুর মাংস বলে বিক্রির অভিযোগে তিন জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে রং মেশানো ৬ মণ গরুর মাংস জব্দ করাসহ ২টি দোকানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে ভেজালবিরোধী অভিযানে এই অভিযোগের প্রমাণ পান সংশ্লিষ্টরা। ঘটনাস্থলে গিয়ে তারা দেখতে পান দুই থেকে তিনদিন আগের মাংসে রং মিশিয়ে তাজা রক্তের মতো করে বিক্রি করছে দোকানদাররা।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সাংবাদিকদের বলেন, অভিযানকালে কাঁচাবাজারের মাংসের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, ফ্রিজে মজুত রাখা হয়েছে মাংস। দীর্ঘদিন আগের মাংস মজুত রাখায় ফ্যাকাসে রং ধারণ করেছে। ওইসব মাংস বের করে তাতে রং লাগিয়ে টাটকা দেখানোর চেষ্টা করেছে অসাধু ব্যবসায়ীরা।

অভিযানকালে দেখা যায়, পানির জারে রাখা হয়েছে রং মেশানো পানি।

মাংস বের করে তাতে রং মিশিয়ে রক্তবর্ণে পরিণত করা হচ্ছে। ক্রেতারা এসব বাসি মাংস কিনে প্রতারিত হচ্ছেন।

মন্তব্য

বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন স্থানে আগামী তিন দিন বৃষ্টি ঝরতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় দেশজুড়ে তাপমাত্রা বাড়তে পারে বলেও সংস্থাটি জানিয়েছে। 

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আরো পড়ুন
কম খরচে আমেরিকান মেডিক্যাল ডিগ্রি নেওয়ার সুযোগ

কম খরচে আমেরিকান মেডিক্যাল ডিগ্রি নেওয়ার সুযোগ

 

এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে— এমন অবস্থায় আজ বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ দিন দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পরদিন শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আরো পড়ুন
ধর্ষণবিরোধী মিছিলে যুবকের বাধা, 'জয়বাংলা' স্লোগান দিতে বলে উত্যক্ত

ধর্ষণবিরোধী মিছিলে যুবকের বাধা, ‘জয় বাংলা’ স্লোগান দিতে বলে উত্ত্যক্ত

 

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা থাকলেও রাতে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতি ও পরদিন শুক্রবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 

বর্ধিত পাঁচ দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

মন্তব্য

‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করল সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করল সরকার
সংগৃহীত ছবি

দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে পত্রিকাটির ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে।

পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান ‘যায়যায়দিন’ পত্রিকা প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগের আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নেয়।

অফিস আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকাটি প্রকাশের জন্য যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়াসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পাওয়ায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লেয়ারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।

আরো পড়ুন
এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

এবার ২০ বছরের যুবককে ডেকে নিয়ে ধর্ষণ, থানায় মামলা

 

আদেশ অনুযায়ী, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রকাশে ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩ এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে 'দৈনিক যায়যায়দিন' পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে যে ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে।

মন্তব্য

তামাক পণ্যের কর কাঠামো সংস্কারে প্রায় ৬৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
তামাক পণ্যের কর কাঠামো সংস্কারে প্রায় ৬৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব

তামাক পণ্যের কর কাঠামো সংস্কার হলে প্রায় ৬৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব। এরমাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা বাড়তি আয় করা সম্ভব।

আজ বুধবার রাজধানীতে আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর কর ও মূল্য বৃদ্ধি বিষয়ক সাংবাদিক কর্মশালাতে এসব তথ্য জানানো হয়েছে। 

কর্মশালায় বলা হয়, দেশের ২৫ লাখ মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত।

ইতিমধ্যে ৯২ শতাংশ শিশুর মধ্যে নিকোটিনের উপস্থিতি পাওয়া গেছে। তাই প্রয়োজন। তাই তামাক পণ্যের কর কাঠামো সংস্কার প্রয়োজন। তা করা গেলে ৪১ লাখ ধূমপায়ী কমানো সম্ভব।
তা ছাড়া সাড়ে ১৭ লাখ জনগোষ্ঠির অকাল মৃত্যুরোধ করা সম্ভব।

ডরূপ ও ইকোনমিক রিপোর্টারস ফোরাম যৌথভাবে এ আয়োজন করে। ইকোনমিক রিপোর্টারস ফোরাম এর সাধারণ সম্পাদক আবুল কাশেম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দৌলত আকতার মালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডরূপ এর উপ-নির্বাহী পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সদস্য (মূসক নীতি) ড. মো. আবদুর রউফ, বিসিআইসির সাবেক চেয়ারম্যান ও লিড পলিসি অ্যাডভাইজার, সিটিএফকে বাংলাদেশ মো. মোস্তাফিজুর রহমান, ডরূপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব) মোহাম্মদ শফিকুল আলম।


 

মন্তব্য

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি
সংগৃহীত ছবি

১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ মার্চ বেলা ১১টায় তাদের নিয়ে একটি ‍উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে সাংবিধানিক এই সংস্থাটি। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। 

সম্প্রতি ইসির জারি করা এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

ইতিমধ্যে তাদের আমন্ত্রণও জানানো হয়েছে। 

আরো পড়ুন
মেঘনায় মা-মেয়ের লাশ, জামাইসহ ৩ জনের নামে হত্যা মামলা

মেঘনায় মা-মেয়ের লাশ, জামাইসহ ৩ জনের নামে হত্যা মামলা

 

ইসির আদেশে জানা যায়, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আরো পড়ুন
আইনজীবী সহকারী সমিতির সম্পাদককে বিএনপি নেতার মারধর

আইনজীবী সহকারী সমিতির সম্পাদককে বিএনপি নেতার মারধর

 

যেসব দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ