কভিড আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা তেমন সুবিধার নয়। দুর্বলতা কাটছেই না। মাঝেমধ্যেই ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে।
কভিড আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা তেমন সুবিধার নয়। দুর্বলতা কাটছেই না। মাঝেমধ্যেই ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে।
আবুল মাল আবদুল মুহিতের ঘনিষ্ঠ একাধিক আওয়ামী লীগ নেতা কালের কণ্ঠকে জানিয়েছেন, সাহিত্য ও সংস্কৃতিচর্চার প্রতি বরাবরই ঝোঁক মুহিতের। যত কাজের চাপই থাকুক না কেন, নিয়মিত পত্রিকা ও বই পড়েন। বরাবরই সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডেও যুক্ত থাকতেন মুহিত। তাঁর ব্যক্তিগত সংগ্রহে আন্তর্জাতিক বহু জার্নাল ও বিশাল বইয়ের ভাণ্ডার রয়েছে।
আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, অসুস্থ ভাইকে দেখতে শনিবার ঢাকা সিএমএইচে যেতে চেয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। কিন্তু কভিড আক্রান্ত হাসপাতালে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ বিধায় সেখানে যাওয়া হয়নি তাঁর। পরে তিনি ভিডিও কলে ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছে মুহিতের শারীরিক অবস্থার বিস্তারিত জানেন।
জানতে চাইলে গতকাল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন কালের কণ্ঠকে বলেন, ‘উনি (মুহিত) বলছিলেন, চিকিৎসা তো সব ঠিক আছে। কিন্তু এখানে পত্রিকা তো নাই, বইও নাই। সঙ্গে সঙ্গে আমি বললাম, তোমার ওখানে বই চলে যাবে। শেলফে যে বইগুলো ছিল সেগুলোই পাঠিয়ে দিয়েছি। তখন (শনিবার) উনার শারীরিক অবস্থা কিছুটা ভালো ছিল। ফলে তিনি বই, পত্রিকা চেয়েছিলেন।’
আব্দুল মোমেন বলেন, ‘এমনিতে উনার অভ্যাস হলো সকালবেলা ঘুম থেকে উঠে সব পত্রিকা পড়া। উনি যেখানে চিকিৎসাধীন, সেখানে পত্রিকা সরবরাহ করা হয় না। উনি বলার পর আমরা নিজেদের উদ্যোগে পত্রিকা, বই পাঠিয়েছি। চার-পাঁচটি বই হাতের সামনে ছিল, সেটাই তাত্ক্ষণিকভাবে পাঠিয়ে দিয়েছি।’
মুহিতের অবস্থার কথা জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘উনার শারীরিক অবস্থা ভালো না। এখন (গতকাল সকালে) ইনজেকশন দিয়ে উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। খাওয়াদাওয়া খুব একটা করেন নাই। শনিবার রাতে আমি জানতে চাইলাম, কী খেয়েছ। উনি বললেন, স্যুপ আর আপেলের একটা টুকরা খেয়েছেন। রুটি, ভাত কিছুই ছুঁয়েও দেখছেন না। রবিবার সকালেও তেমন কিছুই খান নাই। উনি খিচুড়ি, ডিম খেতে পছন্দ করেন। সকালে সেটা দেওয়া হয়েছিল। কিন্তু উনি খান নাই। খুবই দুর্বল হয়ে গেছেন।’
আব্দুল মোমেন বলেন, ‘উনি কভিড ভ্যাকসিনের দুই ডোজই নিয়েছেন। এটার জন্যই আমরা কিছুটা অভয় পাচ্ছি। উনার বাসায় মোটামুটি সবারই কভিড হয়েছে। একজন ছাড়া সবাই অসুস্থ। সে কারণে আমরা উনাকে বাসায় রাখিনি। তবে উনার ফুসফুসের সংক্রমণও আছে। ওটা নিয়ে আমরা চিন্তিত। আর উনার বয়সও তো হয়েছে। এমনিতে উনি কিন্তু খুবই স্পোর্টিং একজন মানুষ। কিন্তু কভিড উনাকে কিছুটা কাহিল করে ফেলেছে।’
৮৭ বছর বয়সী মুহিতের জন্ম ১৯৩৪ সালে। ছাত্রজীবন থেকেই মেধাবী শিক্ষার্থী হিসেবে খ্যাতি ছিল মুহিতের। তিনি সিলেটের এমসি কলেজ থেকে ১৯৫১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইরেজি বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। অক্সফোর্ড ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন মুহিত। পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে আমলা হিসেবে কাজ করেছিলেন। পরবর্তীকালে স্বাধীন বাংলাদেশে প্রায় সব সরকারেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করাসহ ৭ দফা দাবিতে সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকের সামনে আজও অবস্থান নিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা এই অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এদিকে গত কয়েকদিন ধরেই তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।
তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে হবে। তাদের শিক্ষাজীবন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিও সরকার আন্তরিক এবং দায়িত্বশীল। এই মুহূর্তে হয়ত অনেক কিছু করা সম্ভব না।
আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশার কারণে নৌ, বিমান ও সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমে শীত বাড়তে পারে বলে আভাস দিয়েছে সংস্থাটি।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি বলছে, আগামী তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, আগামীকাল মঙ্গল ও পরদিন বুধবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময় তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এদিকে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
ইজতেমার প্রথম ধাপের মোনাজাতের সময় ড্রোনের ধাক্কায় বেলুন ফেটে আতঙ্ক সৃষ্টি হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করীম খান।
তিনি বলেন, প্রথম ধাপের ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আজ থেকে দ্বিতীয় ধাপ শুরু হল। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আগের মতোই আছে।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশী খিত্তার পাশে স্থাপিত জিএমপির নিয়ন্ত্রণ কক্ষে এক প্রেস ব্রিফিং করে জিএমপি কমিশনার এসব কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, গতকাল মোনাজাতের সময় পাবলিকের ড্রোনের ধাক্কায় বেলুন ফেটে আতঙ্ক তৈরি হয়। তাই ড্রোন ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
প্রথম ধাপে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি দ্বিতীয় ধাপেও সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় পুলিশ কমিশনারের সাথে জিএমপির অতিরিক্ত কমিশনার সহ উপকমিশনার বৃন্দ এবং সংশ্লিষ্ট থানার ওসি ও আয়োজক কমিটির পক্ষে শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান উপস্থিত ছিলেন।
গতকাল রবিবার আখেরী মোনাজাতের সময় ড্রোন আতঙ্কে হুড়োহুড়ি করে শতাধিক মুসল্লি আহত হয়।
শুরায়ে নেজামের অধীনে গতকাল রবিবার সকাল ৯টা ১১ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত ২৪ মিনিটের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব-ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। আজ সোমবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর দেশের বিভিন্ন স্থানে বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসময় ১৭ লাখ টাকা জরিমানা ও ৪টি ইটভাটা বন্ধ করা হয়েছে।
আজ বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে বাগেরহাট, রংপুর, কিশোরগঞ্জ, নীলফামারী, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও পঞ্চগড় জেলায় ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২০টি মামলার মাধ্যমে ১৩ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের বনানী ও মালিবাগ এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১০টি মামলার মাধ্যমে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চট্টগ্রাম, নীলফামারী ও বাগেরহাট জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করার দায়ে তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পাঁচটি মামলার মাধ্যমে ১৫,৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সমগ্র দেশে আনুমানিক ৩০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ঢাকা মহানগরের পল্লবীতে মোবাইল কোর্ট পরিচালনা করে। এসময় চারটি মামলার মাধ্যমে নয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১০টি পরিবহনের চালককে সতর্ক করা হয়।