ঢাকা, বুধবার ২২ জানুয়ারি ২০২৫
৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

ঢাকা, বুধবার ২২ জানুয়ারি ২০২৫
৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬

ভারত থেকে বিদ্যুৎ আমদানি: স্বচ্ছতা খতিয়ে দেখতে কমিটি

মো. জাহিদুল ইসলাম
মো. জাহিদুল ইসলাম
শেয়ার
ভারত থেকে বিদ্যুৎ আমদানি: স্বচ্ছতা খতিয়ে দেখতে কমিটি

ভারতের কাছ থেকে বিদ্যুৎ কেনার প্রক্রিয়া এখন প্রশ্নের মুখে। সরকার আদানি গ্রুপসহ ভারত থেকে আনা দুই হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুতের স্বচ্ছতা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এই বিদ্যুৎ আমদানি হলেও এ ক্ষেত্রে ভারত শুল্ক আইন মানেনি বলে সন্দেহ করা হচ্ছে। এযাবৎকালে কখনো বিল অব এন্ট্রিও জমা দেওয়া হয়নি বলেও প্রশ্ন উঠেছে।

তাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আট সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। এই কমিটি আগামী এক মাসের মধ্যে ভারত থেকে আনা বিদ্যুতের দায় শোধ, প্রতি ইউনিটের দাম, প্রযোজ্য শুল্ক-কর ও শুল্ক আইন মেনে আমদানি করার সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করাসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা খতিয়ে দেখবে। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য বলছে, বাংলাদেশ বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করে।

এসব চুক্তির আওতায় তিনটি পথে প্রায় দুই হাজার ৬৫৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ। এর মধ্যে কুষ্টিয়ার ভেড়ামারা, কুমিল্লা আর চাঁপাইনবাবগঞ্জ দিয়ে আসে বিদ্যুৎ। তবে মাত্র ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির জন্য শুল্ক-কর সংক্রান্ত ছাড়পত্র জারি হয়েছে। বাকি বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে শুল্ক-কর ছাড়ের কোনো তথ্য-প্রমাণ নেই।

এ ছাড়া আদানিসহ বিভিন্ন পথে যে বিদ্যুৎ আসছে, এর জন্য শুল্ক আইন মেনে বিভিন্ন শুল্ক স্টেশনে বিল অব এন্ট্রি জমা দেওয়ার কথা। কিন্তু কখনো বিল অব এন্ট্রি জমার তথ্য নেই কাস্টমসের কাছে।

এনবিআরের শুল্ক খাতের গোয়েন্দা সংস্থাটি এখন ভারতের সঙ্গে বিদ্যুৎ আমদানির সব তথ্য খতিয়ে দেখে যদি শুল্ক ফাঁকি দিয়ে থাকে তা-ও ধরবে বলে জানা গেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থার যুগ্ম পরিচালক এদিপ বিল্লাহকে। সদস্যসচিব করা হয়েছে উপপরিচালক মো. মিজানুর রহমানকে।

সংস্থার উপাপরিচালকসহ আরো ছয়জনকে রাখা হয়েছে কমিটির সদস্য হিসেবে।

জানা যায়, ভারতের বিতর্কিত শিল্পপতি গৌতম আদানির মালিকানাধীন বহুজাতিক কম্পানি আদানি গ্রুপের কাছ থেকে বাজারদরের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনার অভিযোগ রয়েছে। বাংলাদেশে বিদ্যুৎ আমদানির জন্য ভারতের পশ্চিবঙ্গের ঝাড়খণ্ড রাজ্যের গড্ডায় বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে আদানি গ্রুপ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থাভাজন হিসেবে পরিচিত গৌতম আদানি তাঁর উৎপাদিত বিদ্যুৎ বেচতে বাংলাদেশ থেকে বাড়তি দাম নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এটি বিদ্যুৎ কেনার অসম চুক্তি বলেও বেশ সমালোচনা রয়েছে।

এমন প্রেক্ষাপটে আদানির কাছ থেকে কেনা বিদ্যুৎসহ অন্য যেসব চুক্তি রয়েছে, তাতে বাংলাদেশের রাজস্ব ক্ষতি হয়েছে কি না, কত দামে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হয়েছে, শুল্ক-কর ছাড় নিয়েছে কি না, না নিয়ে থাকলে প্রকৃত চিত্র কী—এসব নানা প্রশ্নের জবাব খুঁজবেন এনবিআরের শুল্ক-গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ভারত থেকে কয়েকটি পথে বিদ্যুৎ আসে। দেশে বিদ্যুৎ আমদানি নিয়ে কিছু সমালোচনাও রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কাস্টমসের ক্ষেত্রে সব আইনকানুন মানা হয়েছে কি না, সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে কি না, এ পর্যন্ত কত শুল্ক-কর দিয়েছে ইত্যাদি তথ্য খতিয়ে দেখা হবে। এমনকি এই বিদ্যুৎ আমদানির জন্য যে এইচএস কোড দেওয়া হয়েছে, সেটি উপযুক্ত কি না—এসব বিষয়ও দেখা হবে।

কাস্টমস সূত্র জানায়, ভারত থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ এলেও মাত্র ২৫০ মেগাওয়াট বিদ্যুতের ক্ষেত্রে শুল্ক-কর ও ভ্যাট ছাড়ের প্রমাণপত্র রয়েছে। বাকি বিদ্যুতের বিষয়ে কোনো তথ্য নেই। কাস্টমস আরো জানায়, যদি কাস্টমস আইন মেনে বিল অব এন্ট্রি জমা না দিয়ে অব্যাহতভাবে বিদ্যুৎ আমদানি হয়ে থাকে, তবে তা স্মাগলিংয়ের সমতুল্য। আর বিদ্যুতের দায় শোধের বিষয়টিও কতটা স্বচ্ছতার সঙ্গে করা হয়েছে—এ বিষয়টিও সামনে এসেছে।

বাংলাদেশের কাস্টমস গোয়েন্দারা এমন এক সময়ে আদানিসহ ভারতের কাছ থেকে কেনা বিদ্যুতের স্বচ্ছতা যাচাইয়ের কাজটি শুরু করতে যাচ্ছেন, যখন সদ্য আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশটির পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সেই দেশের আশ্রয়ে আছেন।

মন্তব্য

বোমা হামলার হুমকি : তল্লাশিতে বিমানে মেলেনি তেমন কিছুই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বোমা হামলার হুমকি : তল্লাশিতে বিমানে মেলেনি তেমন কিছুই
ছবি : ফোকাস বাংলা

ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়েছে। তবে ওই বিমানের বোমা বা বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ও যাত্রীদের ব্যাগ তল্লাশি শেষে আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোটা বিমান তল্লাশি করে কোনো বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি।

যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি। থ্রেট ও তল্লাশির বিষয়ে পরে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন
পদ ছাড়ার কারণ জানালেন সারজিস আলম

পদ ছাড়ার কারণ জানালেন সারজিস আলম

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয়, ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে।

এ অবস্থায় সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানের যাত্রীদের নামিয়ে চালানো হয় তল্লাশি।

সতর্কতা জারি করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বন্ধ রাখা হয় ইমিগ্রেশন।

প্রাসঙ্গিক
মন্তব্য

জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন : ইসি মাছউদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছে কমিশন : ইসি মাছউদ
সংগৃহীত ছবি

জাতির সামনে সবথেকে বড় ফোকাস সংসদ নির্বাচন। মাননীয় প্রধান উপদেষ্টা ২০২৫ সালের শেষে, নয়তো ২০২৬ সালের প্রথম দিকে ভোট অনুষ্ঠিত হওয়ার একটি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরের কাশিপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে নির্বাচন কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় আব্দুর রহমানেল মাছউদ বলেন, 'সুষ্ঠু, সুন্দর নির্বাচন নিয়ে আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ। এতদিন ভোট সম্পর্কে মানুষের মাঝে অনীহা ছিল বা অতটা মনযোগ ছিল না। আবার গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে একটি সঠিক ও সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

আর আমরা সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।'

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে তিনি বলেন, 'ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম চলমান রয়েছে। এখানে নতুন ভোটারদের সংযুক্ত করার পাশাপাশি মৃতদের নাম তালিকা থেকে কর্তন করা হবে। আর ভুয়া ভোটারদের বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি রোহিঙ্গাসহ ভিন দেশি নাগরিক যাতে ভোটার না হতে পারে তার ব্যবস্থা নেয়া হবে।

আর তালিকায় ভুয়া ভোটার কেউ থেকে থাকলে যাচাই করে সেটি সরাসরি বাদ দেয়া হবে।

আরো পড়ুন

‘গুণ্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ, কী করবে তারা?

‘গুণ্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ, কী করবে তারা?

 

এ লক্ষ্যে গত সোমবার থেকে তথ্য সংগ্রহকারীরা সারাদেশে ছড়িয়ে পড়েছেন এবং তারা বাড়িতে বাড়িতে যাবেন। এ কার্যক্রম ফেব্রুয়ারি মাসের ৩ তারিখ পর্যন্ত চলবে। আর এ কাজটি প্রচারের জন্য সাংবাদিকদের সহযোগিতার সাথে সাথে; দেশবাসীকে তথ্য সংগ্রহকারীদের সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। সেইসাথে পরবর্তী ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিন।

'

আরো পড়ুন

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও

 

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, বরিশাল ও বরিশাল জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

‘গুণ্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ, কী করবে তারা?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
‘গুণ্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ, কী করবে তারা?
ফাইল ছবি

‘গুণ্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ করতে যাচ্ছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গঠিত টাস্কফোর্স। সরকারি সেবা পেতে ঘুষ আদান-প্রদান এবং মাঠঘাটে চাঁদাবাজি বন্ধ করতে এই স্কোয়াড কাজ করবে। চলতি সপ্তাহে এই টাস্কফোর্সের প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।

খসড়ায় বলা হয়েছে, অনলাইনে রেল টিকিট কেনা, পাসপোর্ট করার মতো সরকারি সেবা পেতে অনেক সময় ঘুষ দিতে হয়।

সরকারি সেবার বাইরেও বাজারঘাট, ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন, নির্মাণ খাতের মতো বেসরকারি প্রতিষ্ঠানকেও ঘুষ ও চাঁদাবাজির শিকার হতে হয়। এসব খাতে চাঁদাবাজি বন্ধে গুণ্ডা, মাস্তান ও সন্ত্রাসীদের প্রতিরোধে কাজ করবে গুণ্ডা প্রতিরোধ স্কোয়াড। তারা কীভাবে কাজ করবে তা-ও বলা হয়েছে খসড়া প্রতিবেদনে। সরকারি সংস্থার সদস্যদের দিয়ে কিংবা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মীদের দিয়ে এই স্কোয়াড গঠন করা যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

টাস্কফোর্স সূত্রে জানা গেছে, ঘুষ ও চাঁদাবাজির কারণে ব্যবসার খরচ ও পণ্যের দাম বৃদ্ধি পায়। বিষয়টিকে গুরুত্ব দিয়ে চাঁদাবাজি ও ঘুষ লেনদেন বন্ধে একটি স্বাধীন ও স্বতন্ত্র ‘গুণ্ডা প্রতিরোধ স্কোয়াড’ গঠনের সুপারিশ করতে যাচ্ছে টাস্কফোর্স। 

মন্তব্য

ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বৈঠক করেন তারা।

বৈঠকে তারা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।

আরো পড়ুন
পদ ছাড়ার কারণ জানালেন সারজিস আলম

পদ ছাড়ার কারণ জানালেন সারজিস আলম

 

এ সময় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের এমন পৃথিবী দরকার যা হবে আইনের শাসনভিত্তিক।

অধ্যাপক ইউনূস ফিনল্যান্ডের প্রেসিডেন্টকে অন্তর্বর্তীকালীন সরকার গৃহীত সংস্কার কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। আলেক্সান্ডার স্টাব বলেন, ‘আমি আপনাদের জন্য শুভকামনা জানাই।’

প্রেসিডেন্ট স্টাব গ্লোবাল সাউথের দেশগুলোকে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আরো সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ লুটপাট ও দুর্নীতি হয়েছে।

আরো পড়ুন
আমার বাঁচার সম্ভাবনা একদমই কম ছিল

আমার বাঁচার সম্ভাবনা একদমই কম ছিল

 

তিনি বলেন, প্রায় ১৭ বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে লুট করা হয়েছে।

অধ্যাপক ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যার মাধ্যমে শরণার্থীদের দুর্দশা আবারো বৈশ্বিক আলোচনায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ