<p>আমেরিকান স্কাউটসে সুযোগ করে নিলেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত আবুল কাশেম রাকিব। তার বাড়ি লক্ষ্মীপুর পৌর শহরের ১১ নম্বর ওয়ার্ডের আটিয়াতলিতে। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রাজ্জাক। </p> <p>তথ্যটি নিশ্চিত করে আবুল কাশেম রাকিব বলেন, এখানকার প্রক্রিয়াটি বেশ জটিল। আমেরিকান স্কাউটসে যুক্ত হতে হলে অনেক ধাপ অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে অতীতের কাজের খুব নিখুঁত ভেরিফিকেশন হয়। প্রক্রিয়া সম্পন্ন হবার পর আমাকে আমেরিকান স্কাউটসের জর্জিয়া স্টেটের আটলান্টায় যুক্ত করা হয়। </p> <p>আবুল কাশেম রাকিব ২০১৮ সালে বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান। রোভারিংয়ের সাথে যুক্ত হয়ে দেশের বিভিন্ন প্রান্তের ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। এ ছাড়া শিকাগোতে ক্যাম্প স্টাফ প্রোগ্রাম- ২০১৮, ভারতে ২০তম আন্তজার্তিক অ্যাডভেঞ্চার প্রোগ্রাম-২০১৮, নেপালে ৩য় জাতীয় স্কাউট জাম্বুরি এবং ফিলিপাইনে ৯ম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট ইয়ুথ ফোরাম এবং ২৬তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্স-২০১৮-তে অংশগ্রহণ করেছেন।</p> <p>তিনি শহরের লাহারকান্দি ফরিদিয়া রেজিস্ট্রি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, সদরের জকসিনের আবিরখিল ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে দাখিল এবং যাদৈয়া ইসলামিয়া ফাজিল (বি.এ) মাদরাসা থেকে আলিম এবং ঢাকা কলেজ থেকে মাস্টার্স শেষ করেন।</p> <p>স্কাউটিংয়ে সম্পৃক্ততা সম্পর্কে রাকিব বলেন, আমার জীবনে স্কাউটিং অনেক বেশি ভূমিকা রেখেছে। বলতে গেলে এটি আমার জীবনকে একেবারে বদলে দিয়েছে। আমেরিকান স্কাউটসে যোগদান করা আমার জীবনে বড় আরেকটি সাফল্য।</p>