বিগত সরকারের আমলে বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না : ড. দেবপ্রিয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিগত সরকারের আমলে বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না : ড. দেবপ্রিয়

বিগত সরকারের আমলে বিদ্যা ও মেধার স্বীকৃতি ছিল না মন্তব্য করে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ও সেন্টার পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, চাটুকারদের বেশি মূল্যায়ন করা হয়েছে। তার বড় উদাহরণ সুপ্রিম কোর্ট। 

আরো পড়ুন
ক্যারিবীয় চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী বাংলাদেশের তরুণরা

ক্যারিবীয় চ্যালেঞ্জে আত্মবিশ্বাসী বাংলাদেশের তরুণরা

 

রবিবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত নাগরিক সম্মেলনে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকার বদল হলেই রাষ্ট্র পরিবর্তন হয় না। যেই মানুষগুলো কষ্টে আছে, তাদের কথা তুলে ধরলে এবং পরিবর্তন নিয়ে আসলেই শাসন ও ব্যবস্থার পরিবর্তন হয়। জুলাই বিপ্লবের প্রতি সম্মান জানাতে হলে আগের সরকারের সময়ের মতো পাচার লুটপাট বন্ধ করতে হবে। সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।

পিছিয়ে পড়া মানুষের মূল্যায়ন করতে হবে। 

আরো পড়ুন
কিরণকে বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা, ডিম ও জুতা নিক্ষেপ

কিরণকে বহনকারী প্রিজনভ্যানে ঝাড়ুপেটা, ডিম ও জুতা নিক্ষেপ

 

তিনি বলেন, সুবিধাবঞ্চিত মানুষদের আগামী দিনে এগিয়ে নেওয়া না হলে ৫ আগস্ট যারা প্রাণ দিয়েছে ও ত্যাগ করেছে, তা কোনো কাজে আসবে না।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, আমরা এক ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে সততার বদলে সততা, অধিকারের বদলে বঞ্চনা, বিচারের বদলে নিপীড়ন, আশ্রয়ের বদলে নির্যাতনকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখা হয়েছে।

অথচ এরকম রাষ্ট্র আমরা চাই না। ছাত্র-জনতার বিপ্লব নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর অপার সুযোগ করে দিয়েছে।

আরো পড়ুন
গ্রামীণ চরিত্র করতেই বেশি পছন্দ করি

গ্রামীণ চরিত্র করতেই বেশি পছন্দ করি

 

অনুষ্ঠানে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ বলেন, অন্যায় সেখানে হবে, সেখানে সোচ্চার হতে হবে। এসডিজিতে যে অগ্রগতি তুলে ধরা হয়েছে, টা পুনর্বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

মন্তব্য

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ছবি: কালের কণ্ঠ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে (১৯৭)।

তালিকায় এর পরেই রয়েছে মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৯২), মার্কিন দূতাবাস এলাকা (১৮১), শান্তা ফোরাম (১৭৭), আইসিডিডিআরবি (১৭৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৭২), কল্যাণপুর (১৭১), মাদানি এভিনিউ (১৬৯), গুলশান লেক পার্ক (১৬৯), পশ্চিম নাখালপাড়া সড়ক (১৬২) এলাকা। এসব এলাকায় আজ বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। 

আজ ২৪০ একিউআই স্কোর নিয়ে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ২১১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারায়েভো।

শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৭৯), পাকিস্তানের লাহোর (১৭৬) ও বাংলাদেশের ঢাকা (১৭২)। শহরগুলোর বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।  

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

মন্তব্য

প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম মারা গেছেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
প্রখ্যাত স্থপতি লাইলুন নাহার একরাম মারা গেছেন
সংগৃহীত ছবি

দেশের প্রখ্যাত স্থপতি ও এসেঞ্জ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক লাইলুন নাহার একরাম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

দেশের অনেক নান্দনিক ও গুরুত্বপূর্ণ ভবনের নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন স্থপতি লাইলুন নাহার একরাম।

এগুলোর মধ্যে ঢাকা নগর ভবন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আগারগাঁওয়ের এলজিআরডি ভবন ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন প্রকল্প উল্লেখযোগ্য। 

প্রাসঙ্গিক
মন্তব্য

উড়োজাহাজ টিকিটের দাম বৃদ্ধি রোধে সরকারের নতুন নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
উড়োজাহাজ টিকিটের দাম বৃদ্ধি রোধে সরকারের নতুন নির্দেশনা
প্রতীকী ছবি

উড়োজাহাজ টিকেটের অস্বাভাবিক দাম বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পরিপত্রে গতকাল মঙ্গলবার এ নির্দেশনা জারি হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রুপ-টিকিট বুকিংসহ যেকোনো প্রকার টিকিট বুকিংয়ের ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। বুকিং প্রদানের তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে টিকিট ইস্যু না হইলে উক্ত তিন দিন বা ৭২ ঘণ্টা উত্তীর্ণ হওয়ার সাথে সাথে এয়ারলাইন্স স্বয়ংক্রিয় পদ্ধতিতে ওই টিকিট বাতিলকরণ নিশ্চিত করবে।

এই পরিপত্র জারির তারিখ পর্যন্ত এয়ারলাইন্স/ট্রাভেল এজেন্সি কর্তৃক গ্রুপ-বুকিং এর মাধ্যমে ইতোমধ্যে ব্লককৃত টিকিট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণেচ্ছু যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের কপিসহ বিক্রয় নিশ্চিত করতে হবে। অন্যথায় পরবর্তী তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এই টিকিট স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাতিল নিশ্চিত করবে।

গ্রুপ-বুকিং এর ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রয়ের সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে অবহিত করবে এবং মন্ত্রণালয় নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।

এতে আরো বলা হয়, সকল ধরনের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবে এবং বিক্রয়কৃত টিকিটের মূল্য অনলাইনে এবং টিকিটের গায়ে লেখা থাকবে।

এমন আরো দশটি নির্দেশনা জারিয়ে করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে

ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে। 

আরো পড়ুন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

 

এতে আরো বলা হয়েছে, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল  ৯১ শতাংশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ