খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা বললেন ডা. জাহিদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা বললেন ডা. জাহিদ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসকরা বাসায় গিয়ে দেখে এসেছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বেগম জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, লন্ডনের চিকিৎসকরা যেদিন উনাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন উনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনি তিনি দেশে ফিরবেন।

আরো পড়ুন
‘কোনো সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান’

‘কোনো সমন্বয়ক নয়, জুলাই বিপ্লবের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান’

 

ডা. জাহিদ বলেন, আপনারা জানেন খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন। এ মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর পেট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডা. জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে।

চিকিৎসকরা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। উনার শারীরিক অবস্থা এ মুহূর্তে স্থিতিশীল। আপনারা উনার সুস্থতার জন্য দোয়া করবেন।

পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, সৈয়দা শামিলা রহমান ও তিন নাতনী ব্যারিস্টার জাইমা রহমান, জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ।

মন্তব্য

সম্পর্কিত খবর

কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) দুপুরে জুমার নামাজ শেষে নগরীর ঝাউতলা ছাতি মসজিদ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার নেতাকর্মীদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিন্দিরপাড় পূবালী চত্বরে এসে শেষ হয়। পরে পূবালী চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব ইয়াসিন আরাফাত হিমু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম ভূঁইয়া, মুখ্য সংগঠক আরাফ ভূঁইয়া, মোস্তফা জিহান ও জাভেদ আহমেদ ভুঁইয়া। 

এ সময় বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগের স্থান এই বাংলাদেশে হবে না। কুমিল্লা থেকেই আওয়ামী লীগের বিচার শুরু হবে। গত ১৭ বছর যারা মানুষের ওপর অত্যাচার নির্যাতন করেছে তাদের বৈধতার প্রশ্ন আবার কীভাবে আসতে পারে।

তাদের বৈধতার প্রশ্ন তো গত ৫ ই আগস্টেই শেষ হয়ে গেছে। সুতরাং আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।’

মন্তব্য

গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
গাজায় ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

কয়েকদিন ধরে চলা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলায় অসংখ্য ফিলিস্তিনি জনগণ ও শিশু হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘পবিত্র রমজান মাসেও ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর চলছে মানবতাহীন নিষ্ঠুর বর্বরতা। গাজা উপত্যকাকে বধ্য ভূমিতে পরিণত করা হয়েছে।

আন্তর্জাতিক রীতি-নীতি উপেক্ষা করে নির্বিচারে বিমান হামলায় নারী ও কোলের শিশুসহ হাজারেরও অধিক ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বৎসরাধিক কাল ধরে চলা ইসরায়েলের অবিরাম হামলায় ফিলিস্তিনের উপত্যকাটি যেন প্রাণহীন উষর মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে, উপত্যকাটি যেন এখন এক ভয়াল মৃত্যুপুরী।’

তিনি বলেন, ‘যুদ্ধ বিরতির পরও নতুন করে এই হামলা বেআইনি ও মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। গাজা উপত্যকায় রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ইসরায়েলের এই ভয়াবহ রক্তাক্ত আগ্রাসন ফিলিস্তিন জাতিকে নিশ্চিহ্ন করার একটি সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। বিশ্ব জনমতের কোন তোয়াক্কা না করে দখলদার শক্তি ইসরায়েলিরা আধিপত্য বজায়ের খেলায় মেতে রয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের সম্প্রসারণবাদী আগ্রাসন বন্ধ করে সেখানে জনগণের জানমালের নিরাপত্তাসহ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিশ্ব সম্প্রদায়কে আরও বেশি সোচ্চার হতে হবে।’

এ সময় ইসরায়েলি সামরিক হামলায় নিহত ফিলিস্তিনিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের নিকটজনদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

মন্তব্য

ইসরাইলের পণ্য বয়কেটর আহ্বান হেফাজত নেতাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
ইসরাইলের পণ্য বয়কেটর আহ্বান হেফাজত নেতাদের

ফিলিস্তিনের গাজায় ট্রাম্পের মদদে ইসরাইলের বর্বর হামলা ও ভারতে মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। সমাবেশে ইসরাইলের পণ্য বয়কট করার আহ্বান জানান হেফাজত নেতারা।

শুক্রবার (২১ মার্চ) চট্টগ্রামের বাদ জুমা আন্দরকিল্লা শাহি জামে মসজিদের উত্তর গেইটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা, অনতিবিলম্বে ফিলিস্তিনের ওপর ইসরাইলের হামলা বন্ধ এবং নেতানিয়াহুসহ সব হামলাকারীদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের দাবি জানানো হয়।

 বিক্ষোভ সমাবেশে ভারতের মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করার জোর দাবি জানানো হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েব আমির মাওলানা আলী ওসমান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাসির উদ্দিন মনির, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা সায়েমউল্লাহ, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-অর্থ সম্পাদক মাওলানা ফয়সাল, কেন্দ্রীয় সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, বাইজিদ থানা সভাপতি মাওলানা নুরুন্নবী,জাহেদ হাসান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করেন। 
 

মন্তব্য

ক্ষমতায় গেলে কেও সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না: মুন্না

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ক্ষমতায় গেলে কেও সন্ত্রাসী কার্যক্রম করতে পারবে না: মুন্না
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগ গত তিনটি নির্বাচন ভোটবিহীন করেছে। দিনের ভোট রাতে করিয়েছে। ডামি ভোট করেছে আর দেশে গুন্ডাতন্ত্র চালু করেছিল। শুক্রবার (২১ মার্চ) শহরের সরকারি গার্লস স্কুল মাঠে আসন্ন ঈদ উপলক্ষ্যে গরীব ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী এবং শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন

লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

 

মোনায়েম মুন্না বলেন, 'এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীরা যে অত্যাচার করেছে, শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজামসহ তাদের দোসররা এই এলাকায় যে গুন্ডামি করেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এরকম সন্ত্রাসী কার্যক্রম কেও করতে পারবে না। আওয়ামী লীগের ফ্যাসিস্ট, সহযোগী সন্ত্রাসী, ক্যাডার বাহিনী যারা এখনও নারায়ণগঞ্জে অবস্থান করছেন তাদেরকে  অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'

আরো পড়ুন

হিথ্রো বিমানবন্দর বন্ধ : মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

হিথ্রো বিমানবন্দর বন্ধ : মাঝপথ থেকে ফিরল বিমানের ফ্লাইট

 

আওয়ামী লীগের অনুপ্রবেশকারী বিষয়ে কঠোর নির্দেশনা দিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মুন্না বলেন, 'বিএনপি তথা অঙ্গ সংগঠনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাওকে কোনো প্রকার প্রবেশের সুযোগ দেওয়া যেই চিহ্নিত হবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কারো ক্ষমা নেই। কেউ যদি গোপনে অন্যায়ভাবে ফ্যাসিস্টদের সহযোগিতা করতে চায় তারা অবশ্যই চিহ্নিত হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।
এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। জনগণের জন্য রাজনীতি, জনগণের জন্যেই কাজ করতে হবে।'

মোনায়েম মুন্না আরো বলেন, 'বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মানুষের কল্যাণে কাজ করছেন। যেখানেই দুর্ঘটনা ঘটছে সেখানেই যোগাযোগ রাখছেন, তাদের পাশে থাকার চেষ্টা করছেন। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এমনটি থাকবে না।

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে, তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলে, তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেও পার পাবে না। কোনো অন্যায়কারী পার পাবে না।'

আরো পড়ুন

হিমালয়ে বরফ গলা বৃদ্ধিতে হুমকি বাড়ছে বাংলাদেশে

হিমালয়ে বরফ গলা বৃদ্ধিতে হুমকি বাড়ছে বাংলাদেশে

 

জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেকের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ