পাঁচ শতাধিক যাত্রী রেখে পালালেন ট্রেনচালক

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
শেয়ার
পাঁচ শতাধিক যাত্রী রেখে পালালেন ট্রেনচালক
সংগৃহীত ছবি

মোহনগঞ্জ থেকে ঢাকাগামী আন্ত নগর হাওর এক্সপ্রেস ট্রেনের চালক ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ট্রেন ফেলে পালিয়ে যাওয়ায় পাঁচ শতাধিক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ লোকোমাস্টার, গার্ড ও টিটিইদের মাইলেজ সুবিধা পুনর্বহালের দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতির ডাক দেয়।

 

আরো পড়ুন
ট্রেন বন্ধের খবর জানত না অনেক যাত্রী, স্টেশনে দুর্ভোগ

ট্রেন বন্ধের খবর জানত না অনেক যাত্রী, স্টেশনে দুর্ভোগ

 

এর মধ্যেই মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়। তবে ট্রেনটি সেখান থেকে আর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। ট্রেনের চালক ট্রেন রেখে পালিয়ে যান, যার ফলে যাত্রীরা স্টেশনেই আটকা পড়ে।

এক যাত্রী জুবায়ের আহমেদ বলেন, ‘ফুপা অসুস্থ, তাই তাকে ঢাকায় নেওয়ার জন্য হাওর এক্সপ্রেসে উঠেছিলাম।

কিন্তু ট্রেনটি ময়মনসিংহে থেমে গেছে এবং চালক পালিয়ে গেছেন। আমরা খুব বিপাকে পড়েছি।’

আরেক যাত্রী হাসানুল হক বলেন, ‘যদি ট্রেনটি ঢাকা না যায়, তবে মোহনগঞ্জ থেকে ছাড়ল কেন? এখন টিকিটের টাকাও ফেরত পাচ্ছি না। তাই স্টেশন সুপারকে অবরুদ্ধ করেছি।

সমাধান না হওয়া পর্যন্ত তাকে ছাড়া হবে না।’

আরো পড়ুন
ফেব্রুয়ারি থেকে ৩০ টাকা দরে ওএমএসের চাল দেবে সরকার

ফেব্রুয়ারি থেকে ৩০ টাকা দরে ওএমএসের চাল দেবে সরকার

 

এদিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ‘যাত্রীরা আমাকে অবরুদ্ধ করেছে। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু চালকের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।

তিনি আমাকে ফাঁসিয়ে পালিয়ে গেছেন।’

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, বিক্ষুব্ধ যাত্রীদের নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রীদের বিকল্প ব্যবস্থায় ঢাকায় পাঠানোর বিষয়ে আলোচনা করা হচ্ছে। 

উল্লেখ্য, ট্রেনটিতে প্রায় ৫০০ যাত্রী ছিল, যারা এই ঘটনায় চরম ভোগান্তির শিকার হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

পুলিশকে অনলাইনে মামলা রুজুর ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পুলিশকে অনলাইনে মামলা রুজুর ব্যবস্থা চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার
সংগৃহীত ছবি

সারা দেশে পুলিশকে মামলা দায়েরের জন্য অনলাইন ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। 

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বর্তমানে নিকটবর্তী থানায় যাওয়ার পরেই এফআইআর করা যায়।

পদ্ধতিটি জটিল এবং অপব্যবহারের সুযোগ থেকে যায়।’

তিনি বলেন, ‘পুলিশের উচিত ৯৯৯ নম্বরের মতো একটি বিশেষ ব্যবস্থা তৈরি করা, যাতে অভিযোগকারীরা দেশের যেকোনো প্রান্ত থেকে মামলা করতে পারেন।’

যত তাড়াতাড়ি সম্ভব অনলাইনে এফআইআর করার জন্য একটি নতুন ফোন নম্বর চালু করতে পুলিশ প্রধান বাহারুল আলমকে নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘এটি মামলা করতে গিয়ে মানুষ যে ঝামেলার মুখোমুখি হয়, তা হ্রাস করবে।’

প্রধান উপদেষ্টা অনলাইনে মামলা করার বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি নিবেদিত কল সেন্টার স্থাপন করতেও পুলিশ প্রধানকে নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, ‘যারা অনলাইনে মামলা করতে হিমশিম খাবেন, তারা সহজেই যেন কল সেন্টারের সহায়তা নিতে পারেন।’

মন্তব্য

সমন্বয়ক সারজিস আলমের দাদা মারা গেছেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সমন্বয়ক সারজিস আলমের দাদা মারা গেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের দাদা মারা গেছেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়ন বামনকুমার গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

দাদা মারা যাওয়ার বিষয়টি ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন সারজিস আলম নিজেই। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন।

আমার প্রিয় দাদা...।’

প্রাসঙ্গিক
মন্তব্য

অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অবৈধ বিদেশিদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন
সংগৃহীত ছবি

দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) ১১ সদস্যের এই টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি টাস্কফোর্সের সদস্যসচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের যুগ্ম সচিবকে (বহিরাগমন-২ অধিশাখা)।

এ ছাড়া নবগঠিত এই টাস্কফোর্সের সদস্য হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-১ অধিশাখা), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালককে (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজোঁ ব্যুরো) রাখা হয়েছে।

টাস্কফোর্সের কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। পাশাপাশি কমিটি এসংক্রান্ত বিষয়গুলোর ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। এ ছাড়া কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা অথবা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজনে কো-অপ্ট করতে পারবে।

মন্তব্য

সাবেক পররাষ্ট্রমন্ত্রী যার বাসায় আছেন বলে ধারণা করছেন পিনাকী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাবেক পররাষ্ট্রমন্ত্রী যার বাসায় আছেন বলে ধারণা করছেন পিনাকী
সংগৃহীত ছবি

লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যদি তার বোন ডা. শায়লা খাতুনের বাসায় থাকে পুলিশকে আহ্বান করছি অভিযান চালিয়ে গ্রেপ্তার করুন। অন্তত এই অভিযোগ সত্য কি না সেটা ভেরিফাই করে বিবৃতি দিন। 

নয়তো জনতা অভিযান চালাবে। চট্টগ্রামে দেখছেন ছোট করে, এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখবেন।

পুলিশের অভিযান লাইভ করবেন।

আরো পড়ুন
এলপি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতের

এলপি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতের

 

উল্লেখ্য যে আসিফ মাহতাব তার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের মোবাইলের আইএমআই লোকেশন ঢাকার আশপাশে দেখাচ্ছে। 

আরো পড়ুন
আ. লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল : জামায়াত আমির

আ. লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল : জামায়াত আমির

 

এর আগে, এক পোস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও (ফোনালাপ) হাতে পেয়েছেন বলে দাবি করেন পিনাকী ভট্টাচার্য। ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেন তিনি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ