সাত কলেজ ইস্যু

জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা
সংগৃহীত ছবি

সাত কলেজের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনাসভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জরুরি এ সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান উপস্থিত রয়েছেন।

বৈঠক শেষে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ কালের কণ্ঠকে বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছিলেন।

অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের জন্য পজিটিভ কিছু আসছে। আমরা ওয়ার্ক আউট করছি। আগামী দুইদিন পর এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবো।

মন্তব্য

সম্পর্কিত খবর

অবৈধ বিদেশিদের করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অবৈধ বিদেশিদের করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন
সংগৃহীত ছবি

দেশে অবৈধভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্কফোর্স গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের বহিরাগমন শাখা থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (নিরাপত্তা ও বহিরাগমন) ১১ সদস্যের এই টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি টাস্কফোর্সের সদস্যসচিব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের যুগ্ম সচিবকে (বহিরাগমন-২ অধিশাখা)।

এ ছাড়া নবগঠিত এই টাস্কফোর্সের সদস্য হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (কনস্যুলার), জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (রাজনৈতিক-১ অধিশাখা), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপুলিশ মহাপরিদর্শক (ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক (অপারেশন উইং), প্রধান উপদেষ্টার কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক (বহিঃসম্পর্ক সংযোগ উইং) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের পরিচালককে (এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড লিয়াজোঁ ব্যুরো) রাখা হয়েছে।

টাস্কফোর্সের কর্মপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে গৃহীত সার্বিক কার্যক্রমের সমন্বয় সাধন ও পরামর্শ প্রদান করবে। পাশাপাশি কমিটি এসংক্রান্ত বিষয়গুলোর ওপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান ও প্রয়োজনবোধে সুপারিশ প্রণয়ন করতে পারবে। এ ছাড়া কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা অথবা ব্যক্তিকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাতে পারবে এবং প্রয়োজনে কো-অপ্ট করতে পারবে।

মন্তব্য

সাবেক পররাষ্ট্রমন্ত্রী যার বাসায় আছেন বলে ধারণা করছেন পিনাকী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাবেক পররাষ্ট্রমন্ত্রী যার বাসায় আছেন বলে ধারণা করছেন পিনাকী
সংগৃহীত ছবি

লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন যদি তার বোন ডা. শায়লা খাতুনের বাসায় থাকে পুলিশকে আহ্বান করছি অভিযান চালিয়ে গ্রেপ্তার করুন। অন্তত এই অভিযোগ সত্য কি না সেটা ভেরিফাই করে বিবৃতি দিন। 

নয়তো জনতা অভিযান চালাবে। চট্টগ্রামে দেখছেন ছোট করে, এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা দেখবেন।

পুলিশের অভিযান লাইভ করবেন।

আরো পড়ুন
এলপি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতের

এলপি গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জামায়াতের

 

উল্লেখ্য যে আসিফ মাহতাব তার এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের মোবাইলের আইএমআই লোকেশন ঢাকার আশপাশে দেখাচ্ছে। 

আরো পড়ুন
আ. লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল : জামায়াত আমির

আ. লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল : জামায়াত আমির

 

এর আগে, এক পোস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও (ফোনালাপ) হাতে পেয়েছেন বলে দাবি করেন পিনাকী ভট্টাচার্য। ওই অডিওতে আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেন তিনি।

মন্তব্য

সুষ্ঠু নির্বাচন দিতে কমিশন দায়বদ্ধ : ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সুষ্ঠু নির্বাচন দিতে কমিশন দায়বদ্ধ : ইসি সানাউল্লাহ
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, এ কমিশন দায়িত্ব গ্রহণ করেছে সত্যিকার অর্থে একটি অবাধ, নিরপেক্ষ, উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। যেসব কারণে জুলাই-আগস্টের অবতারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটের অধিকার হারিয়ে যাওয়া। বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচনব্যবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। অপরপাশে রয়েছে সন্তানদের রক্ত।

কাজেই একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য এ কমিশন দায়বদ্ধ।

আরো পড়ুন
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ ৩ দিনের রিমান্ডে

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ ৩ দিনের রিমান্ডে

 

সোমবার সকালে রাজশাহীতে ভোটার তালিকা হালনাগাদ কাজের তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও এতদিন যারা ভোট দিতে পারেননি, তারাও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। কাজেই কোনো নাগরিক উপযুক্ত হওয়ার পরও ঐচ্ছিক কাগজপত্র বা সামান্য জটিলতার কারণে যেন ভোটার হওয়া থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

আরো পড়ুন
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল

সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়ে যা জানা গেল

 

নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া কথা জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, চলতি বছরের ডিসেম্বর অথবা ২০২৬ সালের জুনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে আমরা একটা ধারণা পাই, তিনি বলেছেন, ‘সংস্কার কার্যক্রম যদি সংক্ষিপ্ত আকারে করতে হয়, রাজনৈতিক দলগুলো যদি সেই পর্যায়ে গিয়ে দাঁড়ায় তাহলে আগামী ডিসেম্বর। আর সংস্কার কার্যক্রম যদি আরেকটু দীর্ঘ করতে দেওয়া হয় সেক্ষেত্রে ২০২৬ সালের জুনে নির্বাচন করা সম্ভব। 

এক প্রশ্নে ইসি বলেন, বিগত সময়ে ১৮ থেকে ২৪ লাখ মৃত মানুষ ভুয়া ভোটার তালিকায় ছিল।

সেই ক্ষেত্রে ১৮ থেকে ২৪ লাখ মৃত মানুষ ভোটার তালিকা থেকে বাদ যাবে।

আরো পড়ুন
শেখ পরিবারের ঘনিষ্ঠ আহসান আকবরের রঙ বদল, এবার ‘বিপ্লবী’ সেজে মাঠে!

শেখ পরিবারের ঘনিষ্ঠ আহসান আকবরের রঙ বদল, এবার ‘বিপ্লবী’ সেজে মাঠে!

 

পর্দার বিষয় নিয়েও অনেক নারী ছবি তুলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে চায় না জানিয়ে তিনি বলেন, আইনি বাধ্যবাধকতায় ছবি ছাড়া ভোটার নিবন্ধনের সুযোগ নেই। এ ব্যাপারে ইসলামিক স্কলাররা অবশ্যই জাতীয় প্রয়োজনে ছবি তোলার পক্ষেয় কথা বলবেন। কারণ ছবি ছাড়া ভোটার নিবন্ধন হওয়ার কোনো সুযোগ নেই। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এ ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারে।

তিনি আরো বলেন, একটি ভালো এবং সুষ্ঠু ভোটের পূর্ব শর্তই হচ্ছে একটি সুষ্ঠু ও নির্ভুল ভোটার তালিকা। বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম সভাতেই আমরা সিদ্ধান্ত নেই, এবারের ভোটার তালিকাটি আমরা হালনাগাদ করব। বাড়ি বাড়ি যাওয়ায় বাধ্যবাধকতা নেই এবং ভবিষ্যতে আর কখনো বাড়ি বাড়ি যাব কি না আমরা জানি না। কারণ এই সেবাটি সারা বছর সব সময় উন্মুক্ত।

তিনি বলেন, আজকে বাড়ি বাড়ি যাওয়ার দিন শেষ কিন্তু আগামীকাল থেকে যারা এখনো নিবন্ধন করতে পারেননি, তারা যেকোনো সময় অনলাইনে নিবন্ধন করতে পারবেন। আমরা বোধ করি, আমাদের এই শত চেষ্টার পরও কিছু মানুষ বাইরে থেকে যাবেন।

আরো পড়ুন
প্রথমবার সিনেমায় জুটি যিশু-শ্রাবন্তী, থাকছেন দেবও?

প্রথমবার সিনেমায় জুটি যিশু-শ্রাবন্তী, থাকছেন দেবও?

 

স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের নয় জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেয় না। নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা। আমাদের অতিরিক্ত দায়িত্বের অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তথা সরকার যখন সিদ্ধান্ত নেয় তখন আমরা সেই নির্বাচন অনুষ্ঠান করে দিই। সুতরাং স্থানীয় সরকার নির্বাচন হবে কি হবে না, কবে হবে, এটা সরকারই সিদ্ধান্ত নেবে। যখন সিদ্ধান্ত নিবে তখন আমরা জানতে পারবো।

বিগত বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্বে থাকা কর্মকর্তাদের ব্যাপারে এক প্রশ্নে তিনি বলেন, নির্বাচন ব্যবস্থাপনায় কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়। আমরা যারা বর্তমানে দায়িত্ব পালন করছি আমরাও আইনের ঊর্ধ্বে নই। তাই কেউ যদি নিজে সুপরিকল্পিতভাবে এবং নিজে সংশ্লিষ্ট থেকে কোনো অপরাধ করে থাকে তাকে আইন আদালতের সামনে যেতে হতেই পারে। এটা নির্বাচন কমিশনের বিষয় নয়, আইন এবং আদালতের বিষয়।
 

মন্তব্য

শেখ পরিবারের ঘনিষ্ঠ আহসান আকবরের রংবদল, এবার ‘বিপ্লবী’ সেজে মাঠে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ পরিবারের ঘনিষ্ঠ আহসান আকবরের রংবদল, এবার ‘বিপ্লবী’ সেজে মাঠে!
লিট ফেস্ট ও অন্য একটি অনুষ্ঠানে আহসান আকবর। সঙ্গে আছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও। অন্য ছবিতে টিউলিপের সঙ্গে পেছনের সারিতে টিউলিপের প্রচারণায় রয়েছেন তিনি।

বিগত আওয়ামী সরকারের শাসনামলে ছিলেন তাদের ছত্রচ্ছায়ায়। ছিলেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ঘনিষ্ঠ একজন বন্ধুও। টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সঙ্গেও ছিল বেশ সখ্য। নানাবাড়ি গোপালগঞ্জে হওয়ায় সব সময় আওয়ামী ভাব ধরতেন।

পরিচয় দিতেন শেখ পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে। 

ওয়াসার বিতর্কিত এমডি তাকসিনও তার আত্মীয়। আর সেই ব্যক্তিই এবার হঠাৎ করে ভোল পাল্টে গত ৫ আগস্টের পর হয়ে গেছেন বড় ‘বিপ্লবী’। নাম তার আহসান আকবর।

 

গত ২৬ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সফট পাওয়ার, হার্ড অ্যাবিউজ : দ্য মিডিয়া মাফিয়া অব আওয়ামী লীগ’ শিরোনামে একটি সেমিনার আয়োজন করেন এই আহসান আকবর। কথিত সেই সেমিনারের পরপরই সাংবাদিক মহলে কৌতূহল জাগে আহসান আকবর সম্পর্কে।

খোঁজ নিয়ে জানা যায় বেশ কিছু চমকপ্রদ তথ্য। ওই সেমিনারে অংশ নেওয়া একাধিক সাংবাদিকের দাবি, সেমিনারের শিরোনাম দেখে মনে হয়েছিল— গোটা মিডিয়ার অপব্যবহার নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হবে।

যদিও সেমিনারটি ছিল মূলত আহসান আকবরের ব্যক্তিগত আক্রোশের জেরে কুৎসা রটানোর একটি সংবাদ সম্মেলন।

সেমিনারটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার।

সেদিনের সেই সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা আহসান আকবরকে আ. লীগের শীর্ষ লোকজনের সঙ্গে তার সুবিধা নেওয়ার প্রসঙ্গে বেশ কিছু প্রশ্ন করেন।
মূলত সেসব প্রশ্নের মুখে টিউলিপ সিদ্দিক ও রাদওয়ানের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন কথিত এই ‘বিপ্লবী’। 

আহসান আকবর জানান, তিনি টিউলিপের ক্যাম্পেইনে ছবি তুলেছিলেন।

আর তার কারণ- সেটা দেখিয়ে যাতে জেমকন গ্রুপের কর্ণধারদের কাবু করা যায়। 

সূত্রের বরাতে জানা যায়, আহসান আকবর আসলে টিউলিপের বিভিন্ন নির্বাচনে নিয়মিত ও জোরাল ক্যাম্পেইন করেছিলেন। এমনকি টিউলিপের স্বামী ক্রিসকে বাংলা শেখানোর কাজটিও তিনিই করেছেন। 
আহসান আকবর ঢাকা লিট ফেস্টে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে অতিথি হিসেবে নিয়ে যান। আর সেখানে সিআরআই থেকে প্রকাশিত শেখ মুজিবুর রহমানের ছোটবেলার জীবনী নিয়ে একাধিকবার বিশেষ আলোচনা ও স্টল রাখা হয়।
সূত্রের বরাতে প্রাপ্ত নথিতে পাওয়া যায়, ঢাকা লিট ফেস্ট আয়োজন করত যাত্রিক নামে একটি প্রতিষ্ঠান। আর ওই প্রতিষ্ঠানের কর্ণধার সাদাফ সাযও লিট ফেস্টের অন্যতম একজন পরিচালক। 

লিট ফেস্টের অপর পরিচালক কাজী আনিস আহমেদ। তার পরিবার সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠান লিট ফেস্টে ব্যাপক স্পন্সর করে। কিন্তু আহসান আকবর ও সাদাফ সাযের ভূমিকা ছিল ভিন্ন– শুধুই টাকা তোলা। 
আহসান আকবর ও সাদাফ সায যৌথভাবে লিট ফেস্ট পরিচালনার নামে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক ও আওয়ামী লীগ সরকার থেকে কোটি কোটি টাকা স্পন্সর হিসেবে আদায় করতেন। তবে লিট ফেস্টের নামে তোলা টাকা, এমনকি সরকারি অনুদানও যেত যাত্রিক নামের একটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে। 

নাম প্রকাশ না করার শর্তে লিট ফেস্টের ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, এত টাকা তোলার পরও প্রতিবছরই ভেন্ডরদের পেমেন্ট বাকি থাকত। এ রকম কেন হয়েছে— বিষয়টি তদন্তের দাবি রাখে, যেহেতু এখানে সরকারের তথা জনগণের টাকাও অনুদান হিসেবে ছিল। এখানে আরো উল্লেখ্য যে আহসান আকবর ও সাদাফ সায দুজনই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের অনুবাদ সংক্রান্ত সাব-কমিটির কো-অপ্ট সদস্য ছিলেন। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা লিট ফেস্টে বিদেশ থেকে যেসব অতিথি আনা হতো, তাদের ভিন্ন ভিন্ন পরিচয়ে আনা হয়েছিল। যাতে সরকারের কোষাগারে কর দিতে না হয়। কর ফাঁকি ছাড়াও অতিথিদের উচ্চ অঙ্কের সম্মানির খাত দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে আহসান আকবর। এমনটাই অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক লিট ফেস্টের একজন সাবেক কর্মী। এই সূত্র মতে- সেই টাকা আহসান আকবর লন্ডনেও পাচার করেছেন। 

সূত্র আরো জানায়, আহসান আকবর দীর্ঘদিন লন্ডনের টিটুলিয়া টি ইউকের সিইও হিসেবে কর্মরত ছিলেন। আহসান আকবরের অদক্ষতা ও প্রতিষ্ঠানের অর্থ নিয়ে নয়ছয় করার কারণে বছর দুয়েক আগে প্রতিষ্ঠানটি নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয়। এ সময় থেকে পূর্বপরিচয়ের সূত্র ধরে জেমকন গ্রুপের কর্ণধারদের কাছে নানা অছিলায় টাকা চাইতে শুরু করেন আহসান আকবর। 
একপর্যায়ে সাত লাখ ৩০ হাজার পাউন্ড ‘ক্ষতিপূরণ’ দাবি করে বসেন। লিখিত সেই দাবির ই-মেইল এই প্রতিবেদক দেখেছেন। 

জেমকনের কর্ণধাররা এ রকম উদ্ভট দাবিতে সম্মতি না জানালে আহসান আকবর তাদের নানা ধরনের হুমকি দিতে শুরু করেন। আর সেই হুমকি দেওয়া ই-মেইলও এ প্রতিবেদক দেখেছেন। একপর্যায়ে জেমকনের মালিকরা বাধ্য হয়ে যুক্তরাজ্যে আদালতের দ্বারস্থ হন। 

পরবর্তীকালে আদালত জরিমানাসহ আহসান আকবরের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। মূলত এর পর থেকেই আহসান আকবর বাংলাদেশে জেমকনের মালিকদের বিরুদ্ধে কুৎসা রটনার ক্যাম্পেইনে নামেন।  
সাহিত্য অঙ্গনের একজন জানান, সব জায়গায় নিজেকে কবি এবং লেখক হিসেবে দাবি করলেও বাজারে আহসান আকবরের একটি মাত্র কবিতার বই রয়েছে। আর তার সেই বইটিও জেমকন গ্রুপের পরিচালক কাজী আনিস আহমেদের প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গল লাইটস থেকেই ছাপা। তা-ও আবার ২০১৩ সালে।

আহসান আকবরের সাম্প্রতিক ‘সেমিনার’ নিয়ে আরো সন্দেহ জাগে মিডিয়াকর্মীদের। কেননা সেখানে তিনি আ. লীগের সাফাই গাওয়ারও চেষ্টা করেন। 
নিজের বক্তব্যে তিনি বলেছিলেন, ঢাকা লিট ফেস্ট প্ল্যাটফরমেও অপব্যবহার করেছে আওয়ামী লীগ।

সেখানে তার দাবি ছিল, শেখ হাসিনার ভাগ্নের নেতৃত্বে প্রচার সংস্থা সিআরআই স্থানীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফরমগুলোকে প্রভাবিত করেছে। যেমন— ঢাকা লিট ফেস্ট প্যানেলের অপব্যবহার, যথাযথ নির্বাচন ছাড়াই পেন বাংলাদেশ দখল এবং স্থানীয় সাংবাদিকদের সহায়তায় গণমাধ্যমকে প্রভাবিত করেছে তারা।

সংবাদ সম্মেলনে নিজের বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, আওয়ামী লীগের সবাই খারাপ নয়। ওপরের লোকজন খারাপ হলেও মাঠের অনেকেই ভালো। 

মূলত তার এই বক্তব্যে অনেকের ধারণা— আহসান আকবর বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে বিপ্লবী সেজে আওয়ামী লীগের বিষয়ে সফট ধারণা তৈরির জন্য মাঠে নেমেছেন।
এ ধরনের ব্যক্তিগত ও মিশ্র উদ্দেশ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে আশরাফ কায়সারের মতো ব্যক্তিত্বের অংশগ্রহণে উপস্থিত অনেক সাংবাদিকও বিস্মিত হয়েছেন ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ