পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না : প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না : প্রধান উপদেষ্টা
সংগৃহীত ছবি

পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, টাকা দিলেই জন্মসনদ মিলবে- এটা হতে পারে না। সব সেবা অনলাইনে দিতে হবে। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না।

আরো পড়ুন
শহিদ আবু সাঈদ হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

শহীদ আবু সাঈদ হত্যা মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

 

রবিবার তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। 

ড. ইউনূস বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান বিবেচনা। এর ওপরই নির্ভর করে সরকারের সফলতা-ব্যর্থতা। আর সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

আজ থেকে শুরু হওয়া এবারের জেলা প্রশাসক সম্মেলন চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্মেলনে বিভিন্ন অধিবেশন, প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দিকনির্দেশনা গ্রহণ এবং সমাপনী অনুষ্ঠানসহ মোট ৩৪টি কার্য ও অধিবেশন থাকবে।

আরো পড়ুন
এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

এম এ জি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ

 

মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে প্রতিবছর সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে এবারের সম্মেলনে উপদেষ্টা-সচিবদের উপস্থিতিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে ডিসিদের দেওয়া প্রস্তাব নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা প্রশাসকরা সরকারের মাঠ পর্যায়ের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন। ফলে সরকারের নীতিনির্ধারণী বিষয় ছাড়াও উন্নয়ন কর্মসূচিসহ অন্যান্য বিষয় মাঠপর্যায়ে বাস্তবায়নে জেলা প্রশাসকরা সমন্বয়কের দায়িত্ব পালন করে থাকেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব

এক দশকের বেশি সময় পর ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব। আগামী ১৭ এপ্রিল দেশটির পররাষ্ট্রসচিব আমনা বেলোচ ঢাকায় পৌঁছবেন বলে জানা গেছে। 

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকায় পাকিস্তান হাইকমিশন সূত্রে তা জানা গেছে। এ সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন।

জানা যায়, আমনা বেলোচের এ সফর মূলত দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বা ফরেন সেক্রেটারি লেভেল কনসালটেশনের অংশ হিসেবে হচ্ছে। এ সফর দুই দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় ও বাণিজ্য সংশ্লিষ্ট নানা ইস্যু নিয়ে আলোচনা হবে।

সূত্রটি উল্লেখ করে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে।

দীর্ঘ সময় পর এ ধরনের দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ অনুষ্ঠিত হচ্ছে বলেও জানায় হাইকমিশনের সূত্রটি।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চলতি মাসেই ঢাকা সফরে আসছেন। তিনি বলেন, তাদে সফর নিশ্চিত হয়েছে। কয়েক দিনের মধ্যেই তার সফরের তারিখ জানাতে পারব।

উল্লেখ্য, ইসহাক দারের এই ঢাকা সফর হবে ২০১২ সালের পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর।


 

মন্তব্য

যে তিনটি পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসীরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
যে তিনটি পদ্ধতিতে ভোট দিতে পারবেন প্রবাসীরা
সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং ব্যবস্থা চালুর লক্ষে তিনটি সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছে। কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সম্প্রতি এক ব্রিফিংয়ে জানিয়েছেন, পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং - এই তিন পদ্ধতির মধ্যে থেকে বাছাই করা হবে। তবে কোন একটি পদ্ধতিতে নয়, বরং মিশ্র পদ্ধতি অনুসরণ করা হতে পারে।

আরো পড়ুন
বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেও

বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেও

 

প্রবাসীদের ভোটিং প্রক্রিয়া শুরুর জন্য প্রথমেই তাদেরকে নিজ নিজ অবস্থানরত দেশ থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

বাংলাদেশে অবস্থানরত প্রবাসীরা এই সুবিধার আওতায় পড়বেন না। নির্বাচন কমিশন ইতিমধ্যে পদ্ধতিগুলোর কার্যকারিতা যাচাই করতে মব টেস্টিং শুরু করেছে। এ বিষয়ে একটি এডভাইজরি পরিষদ গঠন করা হবে, যারা প্রতিটি পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক দিক বিশ্লেষণ করবে।

কমিশনার সানাউল্লাহ স্পষ্ট করেছেন, ‘আমাদের লক্ষ হচ্ছে প্রবাসী ভোটিং ব্যবস্থার সূচনা করা।

শুরু করতে পারলেই ধীরে ধীরে এটি পরিপক্ব হবে। তবে আমরা এমন কোন ঝুঁকিপূর্ণ পদ্ধতি চালু করব না যাতে প্রক্রিয়াটি প্রথমেই ব্যর্থতার মুখ দেখে। প্রতিটি পদক্ষেপই আমরা গভীরভাবে বিবেচনা করে নেব।’

আরো পড়ুন
সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

 

এডভাইজরি পরিষদের রিপোর্ট পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে।

এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে প্রায় ১.২ কোটি প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই উদ্যোগ সফল হলে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মন্তব্য

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৯

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৯
সংগৃহীত ছবি

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে মাগুরা সদর থানার অন্তর্গত পারলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাহিনীর অধিনায়ক লে. কর্ণেল আনন্দ মোস্তফা মিশুর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মাগুরা সদর ও মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা অংশগ্রহণ করেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার পারলা গ্রামের মো. ফরিদ হাসান খান (৫৬), বন্যাতৈল গ্রামের, মো. সোহেল রেজা (৩৮), শহরের হাসপাতাল পাড়ার মো. নূহুদারুল হুদা (৫৯), আবালপুর গ্রামের মো. আব্দুল জলিল জুয়েল (৩৫), মো. শাহিন শেখ (২৮), গ্রামের নাম অজ্ঞাত, ভায়না গ্রামের কাজী আরিফুল হক ওরফে পাভেল (৪৫), শ্রীপুর উপজেলার রাখেরা গ্রামের মো. আইনূল হোসাইন (৪৪), পটুয়াখালী সদর উপজেলার জামুরা গ্রামের মো. ইলিয়াছ খান (৩৩) ও ঢাকা মোহাম্মদপুরের সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮)।

জেলা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের আস্তানা থেকে ১টি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, ১টি ম্যাগাজিন, ১টি এয়ার গান, ২৭৬ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি, ২টি চাইনিজ কুড়াল, ৬টি চাপাতি, ২ বোতল মদ, নগদ দেড় লাখ টাকা ও ১১টি  মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।

জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, আজ ভোর ৬টার দিকে সেনাবাহিনী অস্ত্র ও ৯ জনকে সদর থানায় হস্তান্তর করেছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
বিয়ে ও তালাক নিবন্ধন করা যাবে অনলাইনেও
সংগৃহীত ছবি

‘মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯’ এর সংশোধন করেছে সরকার। এর মাধ্যমে বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতেও সম্পাদন করা যাবে। এই সংশোধনী এনে সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, সরকার মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ এর অধিকতর সংশোধন করল।

অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে বা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যাবে।

আরো পড়ুন
সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

 

নিকাহ্ ও তালাক নিবন্ধন পদ্ধতি প্রসঙ্গে প্রজ্ঞাপনে জানানো হয়, নিকাহ্ ও তালাক নিবন্ধন ম্যানুয়ালি বা অনলাইন পদ্ধতিতে সম্পাদন করা যাবে।

এতে আরো জানানো হয়, অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে ফরম ‘ঘ’ তে যেসব ব্যক্তির স্বাক্ষর প্রয়োজন তারা সরকার থেকে নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে বা সরাসরি স্বাক্ষর এবং নিরক্ষর ব্যক্তির ক্ষেত্রে টিপসই দেবেন।

আরো পড়ুন
ছবিতে প্রেসসচিবের বারবারি মাফলার না পেয়ে হতাশ তাসনিম জারা

ছবিতে প্রেসসচিবের বারবারি মাফলার না পেয়ে হতাশ তাসনিম জারা

 

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিয়ে ও তালাক নিবন্ধন ম্যানুয়ালির পাশাপাশি অনলাইন পদ্ধতিতে সম্পাদন করার বিষয়ে আইনি জটিলতা কেটেছে।

এখন এ বিষয়ে সফটওয়্যার তৈরিসহ অন্যান্য কাজ সম্পাদন করা হবে। এরপর অনলাইন পদ্ধতি চালু হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ