প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন।
শনিবার (২৬ এপ্রিল) ইতালির রোমে প্রধান উপদেষ্টার হোটেল রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা আজ ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রয়াত পোপ ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে কফিনের সামনে নীরবে দাঁড়িয়ে ছিলেন তিনি। এরপর বিশ্বের ১৩০টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিকতায় যোগ দেন।
অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এবং প্রার্থনা শেষে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো, মন্টেনিগ্রোর প্রেসিডেন্ট ইয়াকভ মিলাতোভিচ, গ্র্যান্ড ডিউক ও গ্র্যান্ড ডাচেস অব লুক্সেমবার্গসহ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এর মধ্যে আরো আছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া, পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, হন্ডুরাসের প্রধানমন্ত্রী রালফ গনসাল্ভেস, আইসল্যান্ডের প্রেসিডেন্ট হাল্লা টোমাসদোত্তির, পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং রানী ম্যাথিল্ড, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার, মোনাকোর প্রিন্স আলবার্ট, নরওয়ের প্রিন্স ও প্রিন্সেস, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী সারা জাফারানি, লিচেনস্টাইনের যুবরাজ ও রাজকন্যা, বিশ্বস্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেয়াসুস, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আইওসির প্রেসিডেন্ট টমাস বাখ, শ্রীলঙ্কা, বাহরাইন ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রমুখ।