<p>রাজিবপুরে নদীভাঙনকবলিত মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাইকান্টারি ও বল্লবপাড়ায় বসুন্ধরা শুভসংঘর উদ্যোগে রাজিপুর সরকারি কলেজ শাখার আয়োজনে ৫০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।</p> <p>বসুন্ধরা শুভসংঘের ত্রাণসামগ্রী গতকাল বৃহস্পতিবার রাতে শুভসংঘের বন্ধুরা প্যাকেটজাত করে পরে আজ শুক্রবার সকাল ৭টায় নৌকাযোগে বন্যাকবলিত কোদালকাটি ইউনিয়নের বল্লবপাড়ায় ও পাইকান্টারিপাড়ায় নদীর তীরে নিয়ে যান। ত্রাণ বিতরণ করার খবর আগেই মানুষদের জানিয়ে দেওয়া হয়েছিল। সেখানে আগে থেকে বন্যার্ত মানুষজন ভিড় করেন। ত্রাণের নৌকা দেখে বন্যার্ত মানুষ কেউ কেউ পানি ভেঙে নদীর তীরে জড়ো হন। পরে উপস্থিত বন্যার্ত মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।</p> <p>বল্লভপাড়া গ্রামে নদীতে বিলীন হওয়া মানুষের জন্য ২৫ প্যাকেট ও পাইকান্টারিপাড়ায় ২৫টিসহ মোট ৫০টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেট পেয়ে ওই গ্রামের সাইফুল ইসলাম বলেন, ‘হামার ৩টি ঘর মাটির নিছত ডেবে গেছেব হামার খুব দুঃখ কেউ হামাক কিছু দেয়নি বান হউক আর নদী ভাঙুক, হামার পাশে কাইও না থাকলে বসুন্ধরা থাকে। বানের সময় সউগ চরে ত্রাণ দুইবার, তিনবার করি গেইছে। হামার চরে কাইও আসে না। বসুন্ধরা ছাড়া আর কাইও নাই। বসুন্ধরা এই চাল আজকাই রান্না করি খামু, ত্রাণ পায়া হামার বাপের মতো উপকার হইল।’</p> <p>হুইলচেয়ারে করে এসেছেন একাত্তর বছর বয়সের আয়নাল হক। স্ট্রোক করার কারণে চলাফেরা করতে পারেন না আর এক দিন নদী ভেঙে গেলে নিজের মাথা গোঁজার জায়গাটুকু হারিয়ে ফেলবেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আজকে দুপুরে কী খামু সে খাওনটুকু নাই, তোমরা (বসুন্ধরা) হামাক যে চাল দিলা বাহে তাই খামু, অসুখ মানুষ কোনঠে যামু জায়গায় নাই, আল্লাহ তোমার ভালো করুক।’</p> <p>সাইফুল আয়নালের মতো প্রত্যেকের জীবনেই একেকটা ঘটনা রয়েছে। ভাঙনকবলিত সেসব মানুষকে খুঁজে বের করে ৫০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, বিস্কুট ও শিশুদের জন্য চকোলেট বিতরণ করা হয়েছে।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ রাজিবপুর-রৌমারী প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন, রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘর সভাপতি আশিক মাহমুদ, সাধারণ সম্পাদক শামিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, সহসভাপতি মাসিদুল ইসলাম ও সাইদুর রহমান, ক্রীড়া সম্পাদক মিশকাতুল মিরাজ, প্রচার সম্পাদক সাজ্জাদ, কোদালকাটি ইউনিয়ন শুভসংঘের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক সাকিব, দপ্তর সম্পাদক আকাইদ প্রমুখ।</p>