<p>কুমিল্লা-বাঙ্গড্ডা পাকা সড়কের ভেতরে সুড়ঙ্গ তৈরি হয়েছে। এ ছাড়া সড়কটির দুই পাশে ভাঙন দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে। স্থানীয়দের আশঙ্কা অতিরিক্ত লোডের কোনো মালবাহী ট্রাক পারাপার হলে ধসে যেতে পারে সড়কটি।</p> <p>শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমাই উপজেলার ভুশ্চি বাজারের দক্ষিণে সড়কের দুই পাশে ভাঙনের স্থানে খুঁটিতে লাল কাপড় টানিয়ে দিয়েছে স্থানীয়রা। সড়কের নীচ দিয়ে বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে। সুড়ঙ্গের দুই দিকে সড়কের কিছু অংশ ভেঙে গেছে।</p> <p>মোটরচালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন বলেন, নীচ দিয়ে সুড়ঙ্গ হওয়ায় পাকা সড়কটি ভেঙে যাচ্ছে। ওই স্থানদিয়ে যাওয়ার সময় আমরা ভয়ে থাকি। বিশেষ করে কোনো যাত্রীবাহী বাস ও ট্রাক যখন ভাঙনের স্থান দিয়ে যায় তখন আতঙ্কিত হয়ে পড়ি।</p> <p>ভুশ্চি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি মাকসুদুর রহমান মাসুদ বলেন, বন্যার পানি সড়কের নীচ দিয়ে গিয়ে সুড়ঙ্গ তৈরি হয়েছে। খুব দ্রুত সড়কের ভাঙা স্থানে একটি ব্রিজ নির্মাণ করতে হবে।  </p> <p>লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এহসান মুরাদ বলেন, সড়কের যে অংশে ভাঙন দেখা দিয়েছে সেখানে একটি ব্রিজ করার উদ্যোগ নিতে সড়ক বিভাগে চিঠি দেওয়া হয়েছে। </p>