<p style="text-align:justify">আগামী এক মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি থানায় জাতীয় নাগরিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।</p> <p style="text-align:justify">শনিবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজ প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।</p> <p style="text-align:justify">নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আগামী মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে।’</p> <p style="text-align:justify">সবাইকে ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক ওই পোস্টে বলেন, ‘বাংলাদেশ পুনর্গঠন করুন।’</p> <p style="text-align:justify">এরইমধ্যে সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি, রামপুরা, চকবাজার, কামরাঙ্গীরচর ও লালবাগ থানায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার সন্ধ্যার দিকে পৃথক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।</p> <p style="text-align:justify">এর আগে, গত বুধবার রাজধানীর ভাটারা থানায় ১৭৫ সদস্যের ও কাফরুল থানায় ৬১ সদস্যের, ১২ নভেম্বর টাঙ্গাইল সদর ও মধুপুর উপজেলায় যথাক্রমে ৩৬ ও ৫৫ সদস্যের, ১০ নভেম্বর রাজধানী ঢাকার পল্লবী থানায় ১৩৭, ৯ নভেম্বর হাতিরঝিল থানায় ৫১ সদস্যের এবং ৮ নভেম্বর যাত্রাবাড়ী থানায় ৬১ সদস্যের কমিটি গঠন করে জাতীয় নাগরিক কমিটি।</p> <p style="text-align:justify">ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অন্যদিকে, ছাত্র-জনতার এই অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি।</p>