<p>ঋণখেলাপি মামলায় কুষ্টিয়ার বৃহত্তম চালের মোকাম খাজানগরের রশিদ এগ্রো ফুডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।</p> <p>রাজশাহীর ইনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বাস্তবে নেই, ফেসবুকে পাওয়া যাচ্ছে আ. লীগ নেতাদের" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/16/1731772380-51d839ee44d418902d5d820f34b4fa02.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বাস্তবে নেই, ফেসবুকে পাওয়া যাচ্ছে আ. লীগ নেতাদের</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/16/1447352" target="_blank"> </a></div> </div> <p>ওসি জানান, আব্দুর রশিদ ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। রশিদ এবং তার পরিবারের সদস্যদর বিরুদ্ধে খেলাপি ঋণের দায়ে আদালতে ৬৮টি মামলা রয়েছে। সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ দেশের বেশ কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষ তার ও তার পরিবারের বিরুদ্ধে এসব মামলা করে। মামলার কারণে দুই বছরের বেশি সময় ধরে তিনি পরিবার নিয়ে আত্মগোপনে ছিলেন। </p> <p>স্থানীয় সূত্র জানায়, আব্দুর রশিদ দেশের শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি। বিগত আওয়ামী লীগ শাসনামলে কতিপয় নেতাদের সাথে যোগসাজস করে ইচ্ছা মতো চালের দাম বাড়িয়ে শত শত কোটি টাকা কামানোর অভিযোগ রয়েছে এই আব্দুর রশিদের বিরুদ্ধে।</p>