<p style="text-align:justify">দেশের প্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতি। ৩০০ বিঘা জমির ওপর স্থাপিত স্টেশনটি আকারে ছোট হলেও রয়েছে সমৃদ্ধ ইতিহাস। শুক্রবার (১৫ নভেম্বর) এই স্টেশনটির ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিদিন এই স্টেশনের ওপর দিয়ে চার জোড়া আন্ত নগরসহ ৮ জোড়া ট্রেন চলাচল করে। তবে কর্তৃপক্ষ স্টেশনটি পরিত্যক্ত ঘোষণা করেছে।</p> <p style="text-align:justify">জগতি স্টেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা স্টেশনটির ঐতিহ্য ধরে রাখতে পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এজন্য স্টেশনের কার্যক্রম চালু করাসহ সেখানে অন্তত একটি ট্রেনের যাত্রা বিরতির দাবি জানানো হয়।</p> <p style="text-align:justify">জগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্তন প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুর রহমান, জেলা টাস্কফোর্সের ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহামুদসহ স্থানীয়রা বক্তব্য দেন।</p> <p style="text-align:justify">এসময় বক্তারা বলেন, ১৫০ বছরের বেশি পুরাতন এই স্টেশনটি অনেক কিছুই দেখেছে। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকারের শাসন-শোষণ দেখেছে। দেখেছে সে কালের মানুষের আর্থ-সামাজিক অবস্থা ও জীবনযাত্রা। এ কালেরও দেখছে। এর সব কিছুর সাক্ষী হয়ে রয়েছে এই স্টেশন ভবনটি। বিগত বিভিন্ন সরকারের সময়ে দেশে অনেক উন্নয়নকাজ হলেও এ দেশে স্থাপিত প্রথম রেলওয়ে স্টেশনটির কোনো উন্নয়ন হয়নি। অযত্ন-অবহেলা আর সংস্কারের অভাবে বর্তমানে জগতি রেলস্টেশনের দোতলা ভবনের ছাদ ধসে পড়েছে। দেশের প্রথম রেলস্টেশন হিসেবে এর স্মৃতি সংরক্ষণে কুষ্টিয়ার জগতি স্টেশনটির উন্নয়ন প্রয়োজন।</p> <p style="text-align:justify">অনুষ্ঠান শেষে এলাকাবাসী বিকেল সাড়ে ৪টায় স্টেশনের ১৬২ বছর পূর্তির কেক কাটেন। তারা স্টেশন অবরোধ করে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। তাদের দাবি না মানা পর্যন্ত ট্রেনটি চলতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ট্রেনটি জগতি স্টেশনে অবস্থান করছিল। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আটকে যাওয়ার কারণে এই রুটের আরো চারটি ট্রেন আটকে রয়েছে।</p> <p style="text-align:justify">কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়েছি এবং স্থানীয়রা যাতে ট্রেনটি ছেড়ে দেয় সেই ব্যবস্থা নিচ্ছি।’</p> <p style="text-align:justify">এ অঞ্চলে প্রথমবারের মতো ১৮৬২ সালের ১৫ নভেম্বর পশ্চিমবঙ্গের রানাঘাট থেকে কুষ্টিয়ার দর্শনা ও পোড়াদহ হয়ে জগতি পর্যন্ত ব্রডগেজ রেলপথের উদ্বোধন করা হয়। একই দিনে জগতি স্টেশনও উদ্বোধন হয়। এটিই বাংলাদেশের প্রথম রেলস্টেশন।</p>