<p style="text-align:justify">যশোরের অভয়নগরে মাদক বিক্রির টাকা ভাগাভাগির সময় রবিউল ইসলাম (৪০) নামে এক মাদক করাবারি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) রাতে নওয়াপাড়া রেলস্টেশন সংলগ্ন গরুহাটা এলাকায় এ হামলা হয়। </p> <p style="text-align:justify">আহত রবিউল ইসলাম উপজেলার বুইকারা গ্রামের গরুহাটা এলাকার মজিবর রহমানের ছেলে।  </p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৭ টার দিকে স্থানীয় মাদক কারবারি রবিউল ইসলাম, তার সহযোগি গরুহাটা এলাকার রাঙ্গা মোল্যার ছেলে শহিদুল ইসলাম ওরফে ডেভিট ও মোহাম্মদ বাবুর ছেলে শাহিন হোসেনের মধ্যে ঝগড়া শুরু হয়। মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে শুরু হওয়া ঝগড়ার এক পর্যায়ে ডেভিট ও শাহিন রবিউলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী রবিউলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।</p> <p style="text-align:justify">উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মরিয়াম মুনমুন বলেন, ছুরিকাঘাতে আহত রবিউল নামে এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হামলাকারিদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।</p>