<p>বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ারের শুরু। এরপর নাটক এবং শেষে সিনেমা; অভিনেতা আফরান নিশোর ক্যারিয়ার গ্রাফটি বরাবরই উজ্জ্বল। প্রায় একযুগ ধরে ছোট পর্দায় কাজ করার পর গত ঈদুল ফিতরে তিনি ‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। রায়হান রাফীর পরিচালনায় ছবিটি ব্যবসায়িকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে।</p> <p>তবে এরপর থেকে শুধু সিনেমার গুঞ্জনেই সীমাবদ্ধ এই অভিনেতা। নিশো ভক্ত ও সিনেপ্রেমীরা ভেবেছিলেন এরপর থেকে হয়তো তাকে সিনেমায় নিয়মিতই পাওয়া যাবে। অবশ্য তিনিও সিনেমায় অভিনয়ের পর থেকেই নাটকের কাজ ছেড়ে দিয়েছেন। কিন্তু সুড়ঙ্গ’র পর এক বছর পার হয়ে গেলেও নতুন কোনো সিনেমায় অভিনয় শুরু করতে পারেননি এ অভিনেতা। শুধু তাই নয়, মিডিয়া থেকেও নিজেকে আড়ালে রেখেছেন। কিছুদিন আগে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার তথ্য জানালেও সেগুলো খবরেই রয়ে গেল। শুরু হয়নি একটিরও কাজ। নেই কোনো অগ্রগতি। মাঝে তার সেই দুই সিনেমার নাম ও পরিচালক নিয়ে মিডিয়াপাড়ায় নানা গুঞ্জন শোনা যায়। যার কোনো সঠিক তথ্য প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নিশো, কেউই দিচ্ছেন না।</p> <p>বলা যায়, একরকম গুঞ্জনের মধ্যেই চলছে নিশোর সিনেমা জীবন। এদিকে সম্প্রতি আবারও একটি খবর চাউর হয়েছে, নিশোর দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘দাগী’। ভারতের এসভিএফ ও বাংলাদেশের আলফা আই যৌথভাবে সিনেমাটি বানাবেন। পরিচালনা করবেন শিহাব শাহীন। আগামী বছরের ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে নভেম্বর থেকে এর শুটিং শুরু হবে বলেও নানা মাধ্যমে শোনা যাচ্ছে। কিন্তু এবারও আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া গেল না। প্রযোজনা প্রতিষ্ঠান ও আফরান নিশো, কেউ এ বিষয়ে কিছু বলতে চাইছেন না।</p> <p>কিছুদিন আগে ‘ওসিয়ত’ নামে আরও একটি সিনেমার খবর শোনা গিয়েছিল। যেখানে তমা মির্জাকে নিশোর বিপরীতে দেখা যাবে বলে জানা গেছে। নির্মাণ করবেন রায়হান রাফি। কিন্তু সেটিও খবরের মধ্যে সীমাবদ্ধ। সংশ্লিষ্টরা কোনো বক্তব্য দেননি। স্বভাবতই নিশোর সিনেমা ক্যারিয়ার নিয়ে এখন আলোচনার চেয়ে সমালোচনাই বেশি। কেউ কেউ বলছেন, তার সিনেমা ক্যারিয়ার খবরের মধ্যেই আটকে আছে।</p> <p>এদিকে নিশো ভক্তরাও দীর্ঘদিন ধরেই এ অভিনেতার নতুন সিনেমার জন্য অপেক্ষায় আছেন। কিন্তু পাচ্ছেন না সুস্পষ্ট কোনো খবর। ফলে বিভ্রান্তিতে পড়ছেন ভক্তরা। প্রযোজনা প্রতিষ্ঠান তাদের স্বার্থ সিদ্ধির জন্য সিনেমা নির্মাণ করার আগেই অভিনেতার নাম ব্যবহার করে হাইপ তোলার চেষ্টা করছেন বলেও দাবি করছে একটি মহল।</p>