<p>চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কি না ভারত তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা জানিয়েছেন, ভারত সরকার অনুমতি দিলে তবেই পাকিস্তানে আইসিসির টুর্নামেন্টটি খেলতে যাবে ভারত।</p> <p>বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন হরভজন সিং। সঙ্গে সাবেক অফস্পিনার জানিয়েছেন, ভারতের জন্য নিরাপদ নয় পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলা। ইন্দো-এশিয়ান নিউজ এজেন্সিকে তিনি বলেছেন, ‘পাকিস্তানে কেন যাওয়া উচিত ভারতের? পাকিস্তানে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিস্থিতি এমন যে প্রতিদিন পাকিস্তানে কিছু না কিছু ঘটনা ঘটছে। আমি মনে করি না, সেখানে খেলতে যাওয়াটা নিরাপদ।’</p> <p>খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে ভারতের হয়ে তিন সংস্করণে ৭১১ উইকেটের মালিক হরভজন বলেছেন, ‘বিসিসিআইয়ের সিদ্ধান্ত একদম সঠিক। খেলোয়াড়দের জীবনের নিরাপত্তার চেয়ে আর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়। বিসিসিআইয়ের সিদ্ধান্তের পক্ষে আছি।’</p> <p>তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নানাভাবে ভারতকে আশ্বস্ত করার চেষ্টা করে যাচ্ছে। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরে ভারতের সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার কথা জানিয়েছে পিসিবি। সঙ্গে স্টেডিয়ামের পাশের হোটেলেই ভারতীয় ক্রিকেটারদের থাকার কথাও জানিয়েছে তারা। যেন প্রতিবেশীদের কঠোর নিরাপত্তা দিতে পারে পুরো টুর্নামেন্টে।</p>