<p>লোকসানের কারণে একদিন চলাচলের পরই 'কৃষিপণ্য স্পেশাল ট্রেন' বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ঢাকায় চলাচল করত। গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে ট্রেনটি চলাচল বন্ধ হয়ে গেছে।</p> <p>গত বুধবার রাতে বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) চিফ কমার্শিয়াল ম্যানেজার সুজিত কুমার বিশ্বাস এই তথ্য সকল স্টেশনকে নিশ্চিত করেন। </p> <p>তিনি জানিয়েছেন, ট্রেনটি চালুর পর কৃষক বা কৃষিপণ্য ব্যবসায়ী ও কৃষকের কোনো সাড়া পাওয়া যায়নি। তারা ট্রেনে কৃষিপণ্য পরিবহনে আগ্রহী নন। সেজন্য ট্রেনটি বন্ধ করে দেওয়া হয়েছে।</p> <p>রেলওয়ে কর্মকর্তারা জানান, ২৪ অক্টোবর পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ঢাকামুখী যাত্রা শুরু করে কৃষিপণ্য স্পেশাল ট্রেন। সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি বৃহস্পতিবার ট্রেনটি পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলাম স্টেশন থেকে ঢাকা রুটে চলাচল করার কথা ছিল। কিন্তু গত বুধবার রাতে রেলওয়ে নিয়ন্ত্রণ কক্ষ থেকে ট্রেনটি আর চলবে না বলে জানিয়ে দেওয়া হয়।</p> <p>গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার ট্রেনটির প্রথম যাত্রায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন,ঠাকুরগাঁও স্টেশন, দিনাজপুর স্টেশন, জয়পুরহাট স্টেশনসহ অন্যান্য জেলাস্টেশনগুলো থেকে ঢাকায় কোনো কৃষি পণ্য পায়নি। ফলে খালি ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।</p> <p>জানা গেছে, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ঢাকার দূরত্ব ৫৯০ কিলোমিটার। এ দূরত্বে ট্রেন পরিবহনে খরচ হয় প্রায় ১৫ লাখ  টাকা। যে একদিন ট্রেনটি চলেছে, সেদিন কোনো কৃষিপণ্য বুকিং হয়নি। অর্থাৎ এ দিনে লোকসান হয়েছে ১৫ লাখ টাকা।</p>