মাথায় টাক আছে বলেই বাংলার মানুষ আদিকাল থেকে এ পাখিকে মদনটাক বলে আসছে। অতিকায় এ পাখির পুচ্ছ ও ডানায় বৈঠার মতো বড় বড় পালক থাকলেও মাথা প্রায় পালকহীন। কিন্তু মাথার এই টাক কিন্তু মদনটাকের জন্য কোনো সমস্যা নয় এবং টাক সমস্যার কোনো সমাধান চায় না এই টেকো পাখি। বল্লমের মতো বিরাট চঞ্চু কাদাপানির গভীরে ঢুকিয়ে খাদ্য খুঁজতে হয় বলে মাথায় পালক না থাকাই বরং ওদের জন্য সুবিধার।
পাখি
মদনটাকের সমস্যা কী
- ইনাম আল হক

ভারতবর্ষ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনাকীর্ণ দেশেই ছিল মদনটাকের বসবাস। প্রায় শত বছর ধরে এসব দেশে মানুষ বেড়েছে হুড়মুড় করে এবং ক্রমাগত কমে গেছে মদনটাকের মতো অতিকায় পাখির সংখ্যা। অনন্য এই পাখিটিকে বিজ্ঞানীরা তাই স্থান দিয়েছেন বিশ্বের বিপন্ন পাখির তালিকায়।
পাঁচ শ বছর আগে লেখা জীবনীগ্রন্থে মদনটাক নিয়ে সম্রাট বাবরের একটি মজার কথা আছে। সম্রাটের কথায় : ‘পাখিটি বেশ পোষ মেনেছিল এবং মাংস ছুড়ে দিলে তা ধরে খেত। তার চঞ্চু থেকে কিছুই ফসকে যেত না। একবার সে একটি পাদুকা গিলে ফেলল; তারপর গিলল পালকসমেত আস্ত একটি মুরগি।‘ মৃগচর্মে তৈরি রাজকীয় পাদুকার সঙ্গে অনায়াসে উদরে কুক্কুটের স্থান দিয়েছিল যে পাখি, ভারতবর্ষে তার ছানার ছানার ছানাদের একদিন আহার্যের অভাব হবে এ কথা সম্রাট বাবরের জন্য নিশ্চয়ই ছিল অভাবনীয়।
শত বছর আগেও এ দেশের মানুষ মদনটাকের মতো অতিকায় অনেক পাখিকে প্রজনন ঋতুতে জোড়া বেঁধে বিলের পারে হাঁটতে দেখেছেন। তাই কাব্য করে তাঁরা এদের বলতেন ‘মানিকজোড়’। আজও তাই এসব পাখির পারিবারিক নাম মানিকজোড়; যাকে ইংরেজিতে বলা হয় ‘স্টর্ক’। বাংলাদেশে সে আমলে আট প্রজাতির মানিকজোড় ছিল; আজ বড়জোর তার ছয়টি প্রজাতির দেখা পাবেন। তার মধ্যে একমাত্র শামখোল ছাড়া বাকি সবাই এ দেশে বিরল অথবা অতিবিরল আখ্যায়িত হয়েছে।
সম্পর্কিত খবর

ডেইলি মেইলের প্রতিবেদন
ফ্ল্যাট নিয়ে পার্লামেন্টে মিথ্যাচারের অভিযোগ টিউলিপের বিরুদ্ধে
কালের কণ্ঠ ডেস্ক

যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশে একটি ফ্ল্যাটের মালিকানা নিয়ে ব্রিটিশ পার্লামেন্টকে অসত্য তথ্য দিয়েছেন কি না, সে ব্যাপারে প্রশ্ন তোলা হয়েছে ডেইলি মেইলের প্রতিবেদনে। গুলশানের ওই অ্যাপার্টমেন্ট সম্পর্কে লেবার এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশেও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। ডেইলি মেইলকে তিনি বলেছেন, ২০০২ সালে মা-বাবার কাছ থেকে উপহার হিসেবে ফ্ল্যাটটি পেয়েছিলেন।
কিন্তু ডেইলি মেইল বলছে, সম্প্রতি ঢাকার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনুসন্ধান চালিয়ে ভিন্ন তথ্য পেয়েছে তারা।
চলতি বছরের ১০ মার্চ দুদকের পক্ষ থেকে বলা হয়, টিউলিপ সিদ্দিক তাঁর বোনকে গুলশানের ফ্ল্যাটটি হস্তান্তরে যে নোটারি ব্যবহার করেছেন, তদন্তে তা ‘ভুয়া’ প্রমাণিত হয়েছে।
টিউলিপ ওই ফ্ল্যাটের মালিকানা রূপন্তীকে ‘হেবা’ করে দেন। হেবা দলিলটি হয় ২০১৫ সালের ৯ জুন।
দলিল অনুযায়ী, ২৩ লাখ ৬৮ হাজার টাকায় কেনা গুলশানের ফ্ল্যাটটি আজমিনা সিদ্দিককে দেওয়া হয়। দলিলে ফ্ল্যাটের সম্পূর্ণ মালিকানা, স্বত্ব, অধিকার এবং একটি পার্কিং স্পেস হস্তান্তরের কথা বলা রয়েছে। সেই দলিল অনুযায়ী ফ্ল্যাটের অবস্থান, গুলশান রেসিডেনশিয়াল মডেল টাউনের ১১ নম্বর প্লটে।
টিউলিপ সিদ্দিকের আইনজীবী বলেছেন, যথাযথভাবেই হেবা সম্পন্ন করা হয়েছিল এবং টিউলিপ পরিবারের সদস্যের সঙ্গে যৌথভাবে ফ্ল্যাটের মালিকানায় থাকার কথা ঘোষণাও করেছিলেন, যেহেতু ফ্ল্যাটের ভাড়া তাঁর বোনই পেতেন।

নাটোরে দৈনিক ‘প্রান্তজন’ সম্পাদকের দুই হাত ভেঙে দিল দুর্বৃত্তরা
- বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা
নাটোর ও বগুড়া প্রতিনিধি

নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজন পত্রিকার সম্পাদক সাজেদুর রহমান সেলিমের ওপর হামলা চালিয়ে তাঁর দুই হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে দুর্বৃৃত্তরা তাঁর ওপর হামলা চালায়।
অন্যদিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে জলেশ্বরীতলার জেলখানা মোড়ে একটি জুস বারের সামনে এ ঘটনা ঘটে।
নাটোরে আহত সেলিম সদর উপজেলা পণ্ডিত গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। তিনি চন্দ্রকলা কলেজের প্রভাষক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা সেলিমের মোটরসাইকেলের গতিরোধ করে। তারা সেলিমকে পাশের একটি চায়ের স্টলে নিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে হকিস্টিক ও বাটাম দিয়ে ব্যাপক মারধর করে ফেলে রেখে যায়। ওই সময় তাঁর মোটরসাইকেলও ভাঙচুর করা হয়। হামলাকারীরা চলে যাওয়ার আগে সেলিমকে আর কলেজে না আসার হুমকি দেয়।
আহত সেলিম জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে আব্দুল ওহাব ছাড়া অন্যদের তিনি চেনেন না। হামলায় তাঁর দুই হাত ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
নাটোর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পলাশ কুমার সাহা জানান, এক্স-রে রিপোর্টে দেখা যায় আহত সেলিমের দুই হাত ভেঙে গেছে। পরে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁর দুই ভাঙা হাতে প্লাস্টার করা হয়। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান গণমাধ্যমকে জানান, সেলিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
আহত সেলিমকে গতকাল অক্সিজেন দিয়ে রাখা হয়েছে বলে নাটোর সদর হাসপাতালের চিকিৎসক পলাশ কুমার সাহা জানান।
অন্যদিকে বগুড়ায় হামলার শিকার সাংবাদিক খোরশেদ আলম বলেন, ‘বিকেল ৩টার দিকে আমরা জুস পান করতে যাই। জুস পান করে বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একদল কিশোর বয়সী বখাটে সন্ত্রাসী এসে প্রথমে সাংবাদিক নিয়নকে ঘিরে ধরে। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা মারধর শুরু করে। মাথায় কিল-ঘুষি দেয়। এরপর ছুরিকাহত করতে গেলে নিয়ন আমাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা তাঁকেও রাস্তায় ফেলে মারধর করতে থাকে। এ সময় নীরব নামের একজন আহত হন।’
সাংবাদিক নিয়ন বলেন, ‘হামলাকারীদের চিনি না। তবে এর মধ্যে একজন পূর্বপরিচিত। সম্ভবত এরা আগে থেকে আমাদের অনুসরণ করছিল। জুস বার থেকে বের হওয়ার সময় কয়েকজন আমাকে ঘিরে ধরে নাম-ঠিকানা জিজ্ঞেস করে। আমি পরিচয় দিয়ে বাইরে বের হওয়ার সময় তারা পেছন থেকে আমাকে আক্রমণ করে। আমার মাথায় ও চোখে অনেক কিল-ঘুষি মারতে থাকে। আমি ডান চোখে আঘাত পেলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিই। আমাকে রক্ষা করতে গিয়ে খোরশেদ আলম ও নীরব আহত হয়েছেন। কী কারণে তারা আমাদের মেরেছে, বিষয়টি এখনো পরিষ্কার হতে পারিনি।’
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা সাংবাদিকদের বলেন, বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একজন অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের আটক করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এই হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে জামায়াত নেতাসহ নিহত ৩
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার

মাত্র সাত শতক জমির বিরোধ নিয়ে পারিবারিক সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড আমিরসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পশ্চিম পাড়া গ্রামে গতকাল রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি আরিফ হোসেন ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশের দুটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতের আমির ও কুতুপালং বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৫), তাঁর জ্যাঠাতো ভাই আবদুল মান্নান ও জ্যাঠাতো বোন শাহীনা বেগম (৩৮)।
নিহতদের প্রতিবেশী রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হেলাল উদ্দিন ঘটনার বিবরণ দিয়ে কালের কণ্ঠকে জানান, ঘটনার সময় চাচাতো-জ্যাঠাতো ভাইদের পরিবারের সদস্যরাই ছুরি, দা ও লাঠি নিয়ে একে অপরের ওপর হামলে পড়ে।
ইউপি মেম্বার জানান, মাত্র সাত শতক (স্থানীয় মাপে ১৪ কড়া) ভিটি জমি নিয়ে মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুনের সঙ্গে জ্যাঠাতো ভাই আবদুল মান্নানের বিরোধ চলে আসছিল। গতকাল সকালে মাওলানা মামুন জমিতে ঘেরা দেওয়ার কাজ শুরু করলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়।
অন্যদিকে প্রতিপক্ষ জ্যাঠাতো ভাই আবদুল মান্নান ও তাঁর বড় বোন শাহীনাকে গুরুতর আহত অবস্থায় পাশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁরা মারা যান।
এমএসএফ হাসপাতালে পরিবারের আরো চারজনকে আহত অবস্থায় নেওয়া হয়। পরে তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি ও পানছড়ি প্রতিনিধি জানান, গতকাল রাতে এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের ডুমবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অমর জীবন চাকমা ডুমবিল এলাকার সত্যপ্রিয় চাকমার ছেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় কয়েকজন অস্ত্রধারী এসে বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহত অমর জীবন চাকমা ইউপিডিএফ ছেড়ে সম্প্রতি ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলে যোগ দিয়েছিলেন।
ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা জানিয়েছেন, নিহত ব্যক্তি ইউপিডিএফের সাবেক সদস্য। দলবদল শেষে বর্তমানে স্বাভাবিক জীবনে ছিলেন। জনসংহতি সমিতির সদস্যরা তাঁকে হত্যা করেছে বলে শোনা গেছে।
পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর শোনা গেলেও লাশের সন্ধান মেলেনি। তবে লাশ উদ্ধারের চেষ্টা চলছে। তিনি বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশে মা ও নবজাতকের স্বাস্থ্যের অগ্রগতি নেই
শিমুল মাহমুদ

দেশে গত দুই দশকে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতির পর তা থমকে গেছে। এতে নবজাতক ও মাতৃমৃত্যু একই জায়গায় অবস্থান করছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পূরণে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
সর্বশেষ বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশে এক লাখ শিশু জন্ম দিতে গিয়ে ১২৩ জন মায়ের মৃত্যু হয়েছে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে এবং নবজাতক মৃত্যুর হার ১২ জনের নিচে নামিয়ে আনতে হবে।
মা ও নবজাতক নিয়ে মাঠ পর্যায়ে কাজ করা কয়েকজন বিশেষজ্ঞ বলেন, ‘এখনো অনেক হাসপাতালে মিডওয়াইফ নেই, জরুরি ওষুধ নেই, কোনো কোনো সময় রোগী আনার মতো অ্যাম্বুল্যান্স নেই, এমনকি চিকিৎসক থাকলেও প্রয়োজনীয় সরঞ্জাম থাকে না। এই চিত্র শুধু অব্যবস্থাপনাই নয়, এটি আমাদের জাতীয় অগ্রাধিকার ও মূল্যবোধের নগ্ন প্রতিফলন। যার ফলে মাতৃমৃত্যুতে অগ্রগতি হচ্ছে না।’
তাঁরা বলছেন, দেশে পাঁচ বছরের কম বয়সে শিশুমৃত্যুর মধ্যে প্রায় অর্ধেক মারা যায় জন্মের ২৮ দিনের মধ্যে, অর্থাৎ নবজাতক অবস্থায়।
এমন পরিস্থিতির মধ্যে আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’। দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য বিষয়ে কাজ করে এমন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো নানা কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন।
বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভের (বিডিএইচএস) সর্বশেষ সমীক্ষা বলছে, নানা সংকটের কারণে মাতৃমৃত্যুর ৪৮ ভাগই হচ্ছে সরকারি হাসপাতালে। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে নিতে গিয়ে মারা যাচ্ছে ১৯ শতাংশ। এ ছাড়া বেসরকারি হাসপাতালে মারা যায় ১৩ শতাংশ।
আইসিডিডিআরবির মা ও শিশু স্বাস্থ্য বিভাগের বিজ্ঞানী আহমদ এহসানূর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘একজন মা যদি নিরাপদে সন্তান জন্ম দিতে না পারেন, যদি একটি নবজাতক প্রথম সপ্তাহেই মারা যায়, তাহলে অন্য যে উন্নয়নের গল্পই বলা হোক না কেন, সেই উন্নয়ন অসম্পূর্ণ। উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনের প্রতি যত্ন ও সম্মানকে কেন্দ্রে রাখে। এই মৃত্যু শুধু একটি পরিবারকে নাড়া দেওয়া হয় না, বরং পুরো জাতির বিবেককে নাড়া দেওয়া উচিত।’
সম্প্রতি প্রকাশিত প্রসব-পরবর্তী সেবা ও প্রসব-পরবর্তী পরিবার পরিকল্পনা বৃদ্ধিতে বহুদেশীয় গবেষণামূলক প্রকল্প ‘সংযোগ’-এর ফলাফলে দেখা গেছে, ৪৩ শতাংশ মা সন্তান ধারণ করছেন ১৮ বছর বয়সে। ৩১ শতাংশ নারীর (১৫ থেকে ১৯ বছর) দুই সন্তানের মধ্যে ব্যবধান ১৭ মাস। প্রসূতিদের ৪৭ শতাংশ প্রসব-পরবর্তী সেবা গ্রহণ করছেন না।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর কালের কণ্ঠকে বলেন, ‘এবার বিশ্ব স্বাস্থ্য দিবসে মাতৃ ও শিশু স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের কার্যক্রম পুরো বছর পরিচালিত হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সবার জন্য সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এর প্রধান লক্ষ্য হলো প্রাথমিক স্বাস্থ্যসেবা। প্রাথমিক স্বাস্থ্যসেবার মূল উদ্দেশ্য হলো রোগ প্রতিকার নয়, প্রতিরোধ করা।
ডা. জাফর বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন করতে হলে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার ৭০-এর নিচে এবং নবজাতক মৃত্যুর হার ১২ জনের নিচে নামিয়ে আনতে হবে। আমরা এ লক্ষ্য নিয়ে কাজ করছি।’
তিনি বলেন, ‘আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি মাতৃ স্বাস্থ্য, নবজাতক স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও কিশোর স্বাস্থ্য। আমরা মনে করি, মা সুস্থ থাকলে বাচ্চা সুস্থ থাকবে, জাতি সুস্থ থাকবে। মা যদি দুর্বল হয়, শিশু পুষ্টিহীনতায় ভুগবে, শিশুর ওজন কম হবে, সময়ের আগে জন্মাবে। এসব শিশুর নানা সংক্রমের ঝুঁকি থাকে। নানা রোগে ভোগে। তাই নবজাতক ও মাতৃ স্বাস্থ্যের অগ্রগতির জন্য সরকারের পাশাপাশি এনজিও ও জনগণকে এগিয়ে আসতে হবে।’