অবশেষে সেঞ্চুরি হাঁকাল সালমানের সিনেমা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অবশেষে সেঞ্চুরি হাঁকাল সালমানের সিনেমা
সংগৃহীত ছবি

অ্যাকশন সিনেমায় বরাবরই অপ্রতিরোধ্য সালমান খান। তবে এবার যেন নিজের অনুরাগীদের মনে জায়গা করতে পারল না ‘সিকান্দার’। ৭ দিন পর অবশেষে সেঞ্চুরি হাঁকিয়েছে তার সিনেমা, পার হলো ১০০ কোটির গণ্ডি। 

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ‘সিকান্দার’ মুক্তির ৮ম দিনে ৪.২৫ কোটি রুপি আয় করেছে এবং ৮ দিনে মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১০২ কোটি রুপি (নেট)।

সপ্তাহান্তে এই আয় কিছুটা বেড়েছে। 

‘সিকান্দার’ ২৬ কোটি ওপেনিং দিয়ে মুক্তি পেয়েছিল, যা ভিকি কৌশলের ‘ছাবা’র (২০২৫-এর এখনও অবধি সবচেয়ে বড় হিট) ৩১ কোটি রুপির তুলনায় অনেক কম। প্রথম সপ্তাহের শেষে সালমানের সিনেমাটি ৯০.২৫ কোটি আয় করেছিল।

এদিকে, বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সিকান্দার’ ২০০ কোটির ক্লাবের দিকে এগিয়ে চলেছে।

‘সিকান্দার’-এর প্রযোজনা সংস্থা নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী, ছবিটি মুক্তির ৭ দিনে বিশ্বব্যাপী ১৮৭.৮৪ কোটি রুপি (গ্রস) আয় করেছে।

সিকান্দার প্রথম দিন আয় করে ২৬ কোটি, ২য় দিন ২৯ কোটি, তৃতীয় দিন ১৯.৫ কোটি, চতুর্থ দিন ৯.৭৫ কোটি, পঞ্চম দিন ৬ কোটি, ষষ্ঠ দিন ৩.৫ কোটি, সপ্তম দিন ৪ কোটি, অষ্টম দিন ৪.৫০ কোটি (প্রাথমিক প্রতিবেদন) এবং মোট সংগ্রহ - ১০২.২৫ কোটি (প্রাথমিক প্রতিবেদন)।

এ আর মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এ সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। এ ছাড়াও এই ছবিতে দেখা গেছে প্রতীক বাব্বার, সত্যরাজ, কাজল আগারওয়াল, শারমিন যোশি প্রমুখকে।

মন্তব্য

সম্পর্কিত খবর

অভিনয় ছেড়ে এখন শাড়ি বিক্রি করেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
অভিনয় ছেড়ে এখন শাড়ি বিক্রি করেন এই অভিনেত্রী
সংগৃহীত ছবি

স্বপ্নের টানে কত মানুষই দূর দূরান্ত থেকে শহরে আসেন। কেউ কেউ সেটা পূরণ করতে পারেন আবার বেশিরভাগই সাফল্য থেকে থাকেন বহু দূরে।অনেকেই বলে থাকেন, স্বপ্ন বিকোয় বিনামূল্যে! স্বপ্নের শহরে টিকে থাকা আবার বেশ ব্যয়বহুল। আর তাই মুম্বাই শহর ছেড়েছেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ, অভিনেত্রী চারু আসোপা।

তিনি প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের ভাইয়ের প্রাক্তন স্ত্রী।

মুম্বাই ছেড়ে নিজের হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে গেছেন তিনি। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় তার সালোয়ার কামিজ এবং শাড়ি বিক্রি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যে ভিডিও দেখে বহু নেটিজেনই বিস্মিত হয়ে লিখেছেন, ‘সুস্মিতা সেনের এক্স-বৌদি অনলাইনে পোশাক বেচে সংসার চালাচ্ছেন!’।

যদিও আবার অনেকেই এতে কোনও ভুল দেখছেন না। চারুর এই নতুন উদ্যোগকে সমর্থন করেছেন বহু নেটিজেন। কেউ কেউ আবার তার আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

চারু জিয়ানা
মেয়ে জিয়ানার সঙ্গে অভিনেত্রী চারু

হিন্দুস্তান টাইমসকে চারু বলেন, ‘মুম্বাই ছেড়ে আমি আমার হোমটাউন রাজস্থানের বিকানেরে চলে এসেছি।

বর্তমানে আমি আমার বাবা-মার সঙ্গেই থাকছি।’

মুম্বাই ছাড়া প্রসঙ্গে চারু বলেন, ‘মুম্বাইতে থাকা সহজ নয়, অনেক টাকা লাগে। আমার মাসিক খরচ ১-১.৫ লক্ষ টাকা পর্যন্ত হতো, ভাড়া এবং সবকিছু মিলিয়ে, যা মোটেও সহজ ছিল না। আর এছাড়াও, নাগাওঁ (মুম্বাই) তে শুটিং করার সময় জিয়ানাকে (সন্তান) একা ন্যানির সাথে রেখে যেতে হতো, যেটা আমি চাইনা। এটা অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল।

বাড়ি ফিরে নিজের কিছু শুরু করা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। এটি কোনোও তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত ছিল না।’

তিনি আরো বলেন, ‘এমন নয় যে আমি কোনো বড় প্রজেক্টের শুটিং করছিলাম। কারণ, এই মুহূর্তে আমি দৈনিক ধারাবাহিক না করাই ভালো মনে করি কারণ আমি জিয়ানার উপর মনোযোগ দিতে চেয়েছিলাম। আমি এখান থেকে ডিজিটাল কন্টেন্ট শুট করতে পারি। যদি আমাকে শুটিংয়ের জন্য যেতেও হয়, তাহলেও আমি জিয়ানাকে ওর দাদু-দিদার কাছে রেখে যেতে পারব, ন্যানির চেয়ে সেটা ভালো।’

Charu Asopa Confirms Leaving Mumbai With Daughter Ziana Owing High Living  Expenses | Bollywood Bubble

‘আমি বিকানেরে একটি বাড়ি কেনার পরিকল্পনা করছি। এদিকে, জিয়ানা এবং আমি আমার বাবা-মার সঙ্গে থাকছে। আগামীকাল, আমি আমার বাকি জিনিসপত্র আনতে মুম্বাই ফিরে যাচ্ছি।’-যোগ করেন চারু। 

তার আর্থিক অবস্থা নিয়ে, তাকে এবং তার ব্যবসাকে নিয়ে লোকজনের নানান প্রশ্ন ও সমালোচনা প্রসঙ্গে ট্রলকারীদের উদ্দেশ্যে চারু বলেন, ‘যখন আপনি নতুন কিছু শুরু করেন, তখন এমনই করেন। আমার ক্ষেত্রে নতুন কী আলাদা? আমি সবকিছু নিজেই করছি, অর্ডার নেওয়া থেকে শুরু করে প্যাকেজ পাঠানো এবং স্টক সংগ্রহ পর্যন্ত। যখন আমি অভিনয়ের জন্য মুম্বাই এসেছিলাম তখনও তা সহজ ছিল না। আমি নিজের নাম প্রতিষ্ঠার জন্যও অনেক লড়াই করেছি এবং সফলও হয়েছি। এখন, আমি এই ব্যবসা শুরু করেছি যাতে আমি আমার সন্তানের উপর বেশি মনোযোগ দিতে পারি এবং আমার মনে হয় এটা ভুল নয়।’

প্রসঙ্গত, এর আগে চারু এবং তার প্রাক্তন স্বামী রাজীব সেন তাদের ডিভোর্সের খবরের কারণে চর্চায় ছিলেন। তাদের ৩ বছরের মেয়ে রয়েছে, নাম জিয়ানা। 

প্রাসঙ্গিক
মন্তব্য

ঈদের পর বৈশাখী উৎসবেও রঙ ছড়াবেন ইস্তি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ঈদের পর বৈশাখী উৎসবেও রঙ ছড়াবেন ইস্তি
সংগৃহীত ছবি

সদ্য সমাপ্ত হওয়া ঈদুল ফিতরে ইউটিউবে বেশ সাড়া ফেলেছে তানিম রহমান অংশু পরিচালিত এক ঘণ্টার ফিকশন ‘খালিদ’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। আর এই ফিকশনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এতে ব্যবহৃত ‘আসো না’ গানের সুর ও সংগীত করেছেন ই কে মজুমদার ইস্তি। 

‘খালিদ’ নিয়ে নেটিজেনদের আলোচনার পাশাপাশি এতে ইস্তির করা বিজিএম এবং একমাত্র গানটিও বেশ প্রশংসা কুড়িয়েছে।

অনেকেই বলছেন গল্পের সঙ্গে একাকার হয়ে ইস্তির করা সময়োপযোগী ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং পার্টি মুর্ডের গানটি এই ফিকশনকে ভিন্নমাত্রা দিয়েছে। 

রবিউল ইসলাম জীবনের লেখা ‘আসো না’ গানটির দুটি ভার্সন তৈরি করেছেন ইস্তি। যার একটিতে কণ্ঠ দিয়েছেন শাফাত শামস। যেটি ইউটিউবে প্রমোশনাল হিসেবে প্রকাশিত হয়েছে।

এছাড়া মূল কনটেন্টে থাকা গানটিতে কণ্ঠ দিয়েছেন আয়েশা মৌসুমী। 

‘খালিদ’ এর কাজ প্রসঙ্গে ই কে মজুমদার ইস্তি বলেন, ‘এই কাজটি আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণটা হলো গল্প। যারা এটি দেখেছেন তারা জানেন এই গল্পটা কতটা টান টান উত্তেজনার মধ্যে এগিয়েছে।

আমি চেষ্টা করেছি কাজটিতে বর্তমান সময়ের মিউজিক এবং সাউন্ড আনতে। এক সপ্তাহের মধ্যে প্রায় ৪০ লাখ বার খালিদ দেখা হয়েছে। সবার কাছে আমার মিউজিক ও গানটি পৌঁছেছে, এটা আমার জন্য অনেক ভালো লাগার একটা অনুভূতি। সবচেয়ে বড় কথা কাজটির জন্য অনেকের কাছ থেকে ইতিবাচক কমেন্ট পাচ্ছি। যা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে।
’ 

এটি ছাড়াও ঈদের তিনটি নাটকে শোনা গেছে ইস্তির বিজিএম। এগুলো হলো- এ কে পরাগ পরিচালিত মুশফিক আর ফারহান-সাদিয়া আয়মান অভিনীত ‘লাইজু’, একই নির্মাতার পরিচালনায় মুশফিক আর ফারহান-সাফা কবির অভিনীত ‘হাউকাউ’ এবং ইসতিয়াক আহমেদ রুমেল পরিচালিত জিয়াউল হক পলাশ-পারসা ইভানা অভিনীত ‘হোসেন এর গল্প’। 

এদিকে, পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল ‘বঙ্গ’তে আসছে ইস্তির বিজিএম করা ‘ননসেন্স’। রাকেশ বসুর পরিচালনায় এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, আইশা খান, শহিদুল আলম সাচ্চু প্রমুখ। এই কাজটি নিয়ে বেশ আশাবাদী তরুণ এই সংগীত পরিচালক।  

মন্তব্য

৬ ঘণ্টার আড্ডা ও টেইলর সুইফট-এড শিরানের বন্ধুত্ব

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
৬ ঘণ্টার আড্ডা ও টেইলর সুইফট-এড শিরানের বন্ধুত্ব
সংগৃহীত ছবি

টেইলর সুইফটের সঙ্গে দীর্ঘ প্রায় ১০ বছরের বন্ধুত্ব এড শিরানের। সম্প্রতি ‘কল হার ড্যাডি’-তে দেওয়া এক সাক্ষাৎকারে তার সঙ্গে বন্ধুত্ব নিয়ে অনেক কিছু শেয়ার করেছেন গ্র্যামিজয়ী এই গায়ক-গীতিকার। সেই সঙ্গে ২০১৩ সালের রেড ট্যুরে একসঙ্গে সময় কাটানো এবং দুজনের ব্যস্ততা থাকা সত্ত্বেও কীভাবে তারা ঘনিষ্ঠ থাকতে পেরেছিলেন সে সম্পর্কেও স্মৃতিচারণ করেছেন তিনি।

টেইলর সুইফট বর্তমানে ট্র্যাভিস কেলসের সাথে ডেটিং করছেন।

তাতেও শিরানের সঙ্গে দশ বছরে বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরেনি টেইলরের। ব্যস্ততা এবং খ্যাতির মধ্যে থাকলেও যোগাযোগের মাধ্যমে দুজনেই সেটা মেইনটেইন করেছেন।

কল হার ড্যাডি পডকাস্টে উপস্থিত হয়ে সুইফটের সঙ্গে ঘনিষ্টতা প্রসঙ্গে এড শিরান বলেন, ২০১৩ সালের রেড ট্যুরের সময় আমাদের একসঙ্গে কাটানো সেই অভিজ্ঞতাগুলো মনে পড়ে। 

Ed Sheeran makes a rare revelation about his friendship with Taylor Swift:  'I literally spent every single day with her for six months...'

তিনি জানান যে, বছরের পর বছর তারা ব্যস্ত সময়সূচী এবং কঠোর ক্যারিয়ারের মধ্যেও তাদের বন্ধন বজায় রাখতে পেরেছেন।

বন্ধুত্বের প্রথম দিনগুলো সম্পর্কে বলতে গিয়ে, এড শিরান টেইলর সুইফটের সঙ্গে ভ্রমণে তারা কতটা সময় একসঙ্গে কাটিয়েছেন তা তুলে ধরেন।

‘আমি আক্ষরিক অর্থেই প্রায় ছয় মাস তার সঙ্গে প্রায় প্রতিটি দিন কাটিয়েছি,’ বলেন তিনি। ‘আমি এবং সে ন্যাশভিলে থাকতাম এবং আমরা একসঙ্গে গিগগুলোতে যাতায়াত করতাম।’

সেই সময়ের কথা মনে করিয়ে দেওয়ার সময় তাদের মধ্যে দৃঢ় বন্ধন ছিল, উল্লেখ করেন এড শিরান।

সেই সময়ের পুরানো বার্তা এবং ভয়েস রেকর্ডিংগুলো দেখে তিনি ‘আবেগপ্রবণ’ হয়ে গিয়েছিলেন।  

Ed Sheeran Spills The Tea On His Friendship With Taylor Swift! | SPIN1038

রেড ট্যুর উভয় সঙ্গীতশিল্পীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এবং তারা যে অভিজ্ঞতাগুলো শেয়ার করেছিলেন তা এখনও শিরানের জন্য অর্থ বহন করে।

আমি মনে করি সেই সময়টাতে, আমি জানি, আমি যখন তাকে দেখি তখন তাকেই দেখি, বললেন এড। তার সঙ্গে আমার বছরে চারবার দেখা হয়। প্রতিবার আমরা যা বলি ঠিক তাই করি, যেমন দুজনের একসঙ্গে বসা, ৬ ঘণ্টার ক্যাচ-আপ ইত্যাদি।

আমি মনে করি এটি সত্যিই একটা চমৎকার উপায়।

শিরান প্রায়শই তাদের সম্পর্ক কতটা সহজ এবং অকৃত্রিম তা তুলে ধরেন। যদিও তারা এখন ভিন্ন শহরে বাস করে এবং তাদের দুজনেরই ব্যস্ততা রয়েছে, তবুও তারা সাক্ষাতের জন্য সময় বের করে নেয়, প্রায়শই যখনই তারা পুনরায় মিলিত হয় তখন ঘন্টার পর ঘন্টা কথোপকথনে সময় পার করেন।

এই আলোচনাগুলোকে থেরাপিউটিক হিসাবে বর্ণনা করে শিরান বলেছেন যে, টেইলর হলেন সেই কয়েকজনের মধ্যে একজন যারা সত্যিই তাদের সাফল্যের সঙ্গে আসা চাপ এবং বিচ্ছিন্নতা বোঝেন। 

Taylor Swift Praises Ed Sheeran's Upcoming 'Bops & Classics' Album

তাদের বন্ধুত্ব কেবল আড্ডা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। টেইলর-শিরান ‘এভরিথিং হ্যাজ চেঞ্জড’, ‘এন্ড গেম’ এবং ‘দ্য জোকার অ্যান্ড দ্য কুইন’ এর মতো বেশ কয়েকটি গানে একসঙ্গে কাজ করেছেন। এই প্রজেক্টগুলো তাদের সৃজনশীল রসায়ন এবং একে অপরের শৈল্পিকতার প্রতি আস্থা প্রতিফলিত করে।

এর বাইরে শিরান সুইফটের কাজের নীতির প্রশংসাও করেছেন, তাকে তার পরিচিত সবচেয়ে প্রতিভাবান ব্যক্তিদের একজন বলেও অভিহিত করেছেন।

মন্তব্য

এবারের মেট গালায় শাহরুখ ‘চমক’!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
এবারের মেট গালায় শাহরুখ ‘চমক’!
সংগৃহীত ছবি

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা-য় ইতিহাস তৈরি করতে যাচ্ছেন শাহরুখ খান। তার ম্যানেজার পূজা দাদলানির এক ইঙ্গিতেই জল্পনার সূত্রপাত। শাহরুখ এই মুহূর্তে তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। উপরন্তু আইপিএল-এর মৌসুমে শাহরুখের আলাদা ব্যস্ততা থাকে।

এমন আবহেই বলিপাড়ার অন্দরে কানাঘুষা, মেট গালার রেড কার্পেটে সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে হাঁটবেন বলিউড বাদশা। 

জল্পনার সূত্রপাত, ‘ডায়েট সব্য’র অ্যাকাউন্টের একটি পোস্ট থেকে। যেখানে লেখা- “অসম্ভব ঘটনা ঘটতে চলেছে। ভারতীয় বিনোদুনিয়ার দুই মহীরুহ এবার নিজেদের শৈল্পিক দক্ষতার মেলবন্ধন ঘটাতে চলেছে।

একজন বলিউডে সেরা সুপারস্টার, অন্যজন ভারতের বর্তমান প্রজন্মের সব থেকে বড় ফ্যাশন ডিজাইনার। ২০২৫ সালের মেট গালার জন্য জুটি বাঁধতে চলেছেন তাঁরা। আর এই বলিউড আইকন নিজের কেয়ারলেস সাজপোশাক নিয়ে এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করতে চলেছেন।” 

Shah Rukh Khan pic ahead of IIFA event grabs fans' attention - India Today

ক্যাপশনে উল্লেখ- ‘এবারের মেট গালা উত্তেজনাপূর্ণ হতে চলেছে।

’ ব্যস এরপর থেকেই শাহরুখের মেট গালায় যোগ দেওয়ার গুঞ্জন শুরু। তবে সেই জল্পনায় ঘৃতাহূতি পড়ে পোস্টে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির এক লাইকে! 

গতবার সব্যসাচীর পোশাকে রেড কার্পেটে মাতিয়েছিলেন আলিয়া ভাট। এবার কি তবে শাহরুখ খানের পালা? অনুরাগীদের কৌতূহল তুঙ্গে। যদিও এমন জল্পনায় এখনো কোনও প্রতিক্রিয়া দেননি শাহরুখ। 

ভারতীয় সুন্দরীরা বেশ অনেক বছর আগে থেকেই ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন।

২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই সংশ্লিষ্ট ফ্যাশন ইভেন্ট দেশটিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। 

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ