ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
শেয়ার
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ
ছবি: কালের কণ্ঠ

ফিলিস্তিনে ইজরাইলের বর্বর গণহত্যা ও যুদ্ধের প্রতিবাদে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

আরো পড়ুন
গাজাবাসীর জন্য মন কাঁদছে বাংলাদেশি ক্রিকেটারদেরও

গাজাবাসীর জন্য মন কাঁদছে বাংলাদেশি ক্রিকেটারদেরও

 

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড গোরচত্বর এলাকায় অবস্থান নেয়।

সেখানে কিছুক্ষণ অবস্থানের পর মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র চৌরাস্তা অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। মিছিলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

নেত্রকোনা

ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৮

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
শেয়ার
ছাগলে ধান খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৮
সংগৃহীত ছবি

নেত্রকোনার মদনে ছাগলে ধান ক্ষেত খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ইমাম হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ দুই পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন।

গতকাল শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নায়েকপুর ইউনিয়নের আখাশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আখাশ্রী গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

আরো পড়ুন
হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত তৌহিদ মিয়া ও ক্বারী ইসলামের অবস্থা আশঙ্কাজনক থানায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় পল্লী চিকিৎসকের চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আখাশ্রী গ্রামের কৃষক সোনাতন মিয়ার একটি বোরো ক্ষেতের ধান খাচ্ছিল একই গ্রামের আকবর মিয়ার ছাগল।

এ নিয়ে গতকাল শনিবার বিকেলে দুই কৃষকের মধ্যে তর্কবিতর্ক হয়। এ পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে দুই পক্ষের ১৮ জন আহত হন। এর মধ্যে আহত ইমাম হোসেনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গতকাল শনিবার রাতে সেখানেই মারা যান তিনি।

আরো পড়ুন
বিমানে হেনস্তার শিকার গায়িকা ইমন চক্রবর্তী

বিমানে হেনস্তার শিকার গায়িকা ইমন চক্রবর্তী

 

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, ‘আখাশ্রী গ্রামে সংঘর্ষে একজন মারা গেছেন। নিহতের মরদেহ এখনো ময়মনসিংহ মর্গে রয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য
চাঁদপুর

বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, পরিকল্পিত দাবি পরিবারের

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর প্রতিনিধি
শেয়ার
বাড়ি থেকে ডেকে নিয়ে খুন, পরিকল্পিত দাবি পরিবারের
ছবি: কালের কণ্ঠ

চাঁদপুরের কচুয়ায় রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার বিতারা গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নুরুল হক একই গ্রামের মৃত. সুলতান মিয়ার ছেলে।

এ ঘটনায় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান, কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম ও ওসি তদন্ত জিয়াউল হক এবং ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্র জানায়, পরকীয়া সংক্রান্ত একটি ঘটনা নিয়ে একই গ্রামের ওমান প্রবাসী শুক্কর আলীর সঙ্গে নুরুল হকের বিরোধ ছিল। শনিবার রাতে একই এলাকার জাহাঙ্গীর ও জালাল নামে ২ যুবক কৌশলে নুরুল হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে শুক্কর আলী একাই নূরুল হকের শরীরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়।

 

এসময় রক্তাক্ত নূরুল হকের ডাক চিৎকারে পরিবারের সদস্য ও এলাকাবাসী ছুটে ঘটনাস্থলে ছুটে আসে। সেখানেই কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হয় নুরুল হকের।

নিহতের স্ত্রী জাহানারা বেগম, শ্বশুর আমির হোসেন ও ছেলে জহিরুল ইসলাম জানান, শনিবার রাতে বিতারা গ্রামের জাহাঙ্গীর ও জালাল মুঠোফোনে তাকে (নুরুল হক) ডেকে নিয়ে যায়। কিন্তু তাদের পূর্ব পরিকল্পিতভাবে হত্যার পরিকল্পনা ছিল।

যা নুরুল হক বুঝতে পারেনি। শত্রুতার জেরে একই এলাকার শুক্কর আলী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এতে ঘটনাস্থলে মারা যান নুরুল হক। এ ঘটনায় হত্যাকারী এবং ডেকে নেওয়া লোকদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

নিহতের বোন জুলেখা বেগম,রাশিদা ও তাছলিমা জানান, পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।

তাই এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ঘটনা সম্পর্কে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ)  লুৎফুর রহমান জানান, একাধিক বিয়ে করা ওমান প্রবাসী শুক্কুর আলী নামে এক ব্যক্তি তার প্রথম স্ত্রী'র সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে। এমন সন্দেহ থেকে নূরুল হককে হত্যা করা হয়। আর এই ঘটনা শুক্কুর আলী একাই করে গাঢাকা দিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। তবে হত্যাকান্ড সম্পর্কে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কচুয়ার ওসি আজিজুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকান্ড নিয়ে রোববার দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। 

মন্তব্য

লালমাইয়ে অস্ত্রসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
লালমাইয়ে অস্ত্রসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান ও দেশে তৈরি অস্ত্রসহ সালাউদ্দিন সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রবিবার (১৩ এপ্রিল) সকালে লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার সুমন লালমাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সামছুল হক চেয়ারম্যানের ছেলে।

আরো পড়ুন

তিন মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

তিন মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁও গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে আটক করে।

আটকের সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগানের বুলেট, ৫টি দেশে তৈরি অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল (বৈধ কাগজপত্রবিহীন) জব্দ করা হয়েছে।

ভুশ্চি বাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আমিনুর রহমান বলেন, ‘লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও ভুশ্চি বাজার পুলিশ তদন্তকেন্দ্রের যৌথ অভিযানে শনিবার গভীর রাতে অবৈধ এয়ারগান ও দেশে তৈরি অস্ত্রসহ সালাউদ্দিন সুমন নামের একজনকে আটক করা হয়েছে। তিনি এয়ারগান দিয়ে স্থানীয় বিভিন্ন মানুষকে ভয় দেখাতেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার এয়ারগানের ভয়ে পেছনে যেতে গিয়ে এক ব্যক্তির দুই পা ভেঙেছে বলেও অভিযোগ রয়েছে।

আরো পড়ুন

পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক : প্রধান উপদেষ্টা

পহেলা বৈশাখ আমাদের সম্প্রীতির অন্যতম প্রতীক : প্রধান উপদেষ্টা

 

লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার সালাউদ্দিন সুমনের হেফাজত থেকে একটি অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগান বুলেট, ৫টি দেশীয় অস্ত্র ও একটি ২২০ সিসির পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মন্তব্য

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাম গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর প্রতিনিধি
শেয়ার
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাম গ্রেপ্তার
সংগৃহীত ছবি

মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট মহা. আব্দুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (১৩ এপ্রিল) দিবাগত মধ্যরাতে শহরের বড়বাজার তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

অ্যাডভোকেট মহা. আব্দুস সালাম কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ছিলেন। তাকে বর্তমানে মেহেরপুর সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

আরো পড়ুন
টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

 

মেহেরপুর সদর থানার ওসি মেছবাহ উদ্দিন বলেন, ‘ডিবি পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ