সচরাচর দেখা যায় না কাস্তেচড়া বক পাখি। খাল-বিল শুকিয়ে যাওয়ায় তৈরি হয়েছে তাদের খাদ্য সংকট। তাই এখন তারা দল বেঁধে বিচরণ করছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ধানক্ষেতে। ঘাড় থেকে ঠোঁট পর্যন্ত কুচকুচে কালো, পা দুটিও কালো। সাদা পালকের নিচে লুকিয়ে আছে রক্তিম আভা। সম্প্রতি গোদাগাড়ী উপজেলার কদম শহর এলাকার বিলে। ছবি : সালাহ উদ্দিন