আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে দুষ্কৃতকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস এবং ঈদের সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অষ্টম সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ এবং রাজধানীসহ সারা দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে এই সভায় বিস্তারিত আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টা। এছাড়া পুলিশ, র্যাব, বিজিবি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালযের অধিনস্থ সকল বাহিনী ও বিভিন্ন সংস্থার প্রধানগণ।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাহাঙ্গীর চৌধুরী বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করবে তাদের গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আবাসিক হোটেল ও বস্তিতে পুলিশের নজরদারি থাকবে।
এছাড়া সড়ক পথ, রেলপথ, নৌ পথে ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে ও চাঁদাবাজি ছিনতাই রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, সারা দেশে নারী ও শিশু নির্যাতন মামলাগুলোর তালিকা তৈরি করে গুরুত্ব সহকারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঈদের সময় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সড়কের শৃঙ্খলা রক্ষায় পুলিশ অধিদপ্তর এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক কন্ট্রোলরুম স্থাপন করতে হবে। সকল কন্ট্রোল রুমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেন্দ্রীয় জয়েন্ট অপারেশন সেন্টারের (০১৩২০০০১২২৩) সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এরসাথে কন্ট্রোল রুমের সংযোগ স্থাপনপূর্বক সড়কের শৃঙ্খলা রক্ষায় সমন্বয় জোরদার করতে হবে।
তিনি বলেন, যমুনা সেতু, পদ্মা সেতু এবং ফ্লাইওভারসহ টোলপ্লাজাসমূহে যানজট নিরসনে ইটিসিসহ দ্রুত টোল আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গার্মেন্টস ও অন্যান্য শিল্পের মালিক পক্ষ অর্থাৎ বিজিএমইএ, বিকেএমইএ এবং শিল্প পুলিশ একত্রে বসে ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতাদি, বোনাস ইত্যাদি পরিশোধের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হবে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে চেকপোস্ট বসানো হবে।
তিনি আরো বলেন, টাকা স্থানান্তরে মানি এস্কর্ট প্রদান, জাল টাকার বিস্তার রোধ ও শনাক্তকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে বাস, ট্রেন ও লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় না করা, লঞ্চ-ফেরি ঘাটসমূহে অনিয়ম ও অবৈধ সিরিয়াল প্রদানের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করার নির্দেশ দেয়া হয়েছে।