<p style="text-align:justify">নাগপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন সোনু সুদের স্ত্রী সোনালি সুদ। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।</p> <p style="text-align:justify">জানা গেছে, সোমবার গভীর রাতে মুম্বাই-নাগপুর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়েন সোনালি। তাদের গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। </p> <p style="text-align:justify">নাগপুরে ওই দুর্ঘটনার সময়ে গাড়িতে সোনালি এবং তার বোন ছাড়াও ছিলেন আরেক মহিলা। চালকের আসনে ছিলেন সোনালি সুদের বোনপো। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন তিনজনই। </p> <p style="text-align:justify">এদিকে খবর পেয়েই মাঝরাতে তড়িঘড়ি মুম্বাই থেকে নাগপুরের উদ্দেশে রওনা হন সোনু সুদ। মঙ্গলবার সকালে হাসপাতালে পৌঁছেছেন অভিনেতা তথা সমাজকর্মী।</p> <p style="text-align:justify">সোনু জানিয়েছেন, স্ত্রী সোনালি আপাতত সুস্থ রয়েছে। অলৌকিকভাবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে।</p>