ঈদকে সামনে রেখে রাজধানী থেকে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার পালা চলমান। গ্রামে যেতে রাস্তায় যানজট নিত্যদিনের ঘটনা হলেও প্রতি বছরের তুলনায় এবার মহাসড়কে ভোগান্তি অনেকটা কম। লম্বা ছুটি হওয়ায় আগেই মানুষ বাড়ি চলে গেছে। বর্তমানে যানবাহনের চাপ কম থাকায় মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা।
আজ শুক্রবার (২৮ মার্চ) সরেজমিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ঘুরে দেখা যায়, ঢাকার আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন অন্যান্য সময়ের চেয়ে কম। যাত্রীবাহী বাস কম থাকায় ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা বেশি দেখা যাচ্ছে। মাঝে মাঝে পণ্যবাহী গাড়ি চলাচল করলেও মহাসড়ক রয়েছে অটোরিকশার নিয়ন্ত্রণে। একই অবস্থা টঙ্গী- কালিগঞ্জ আঞ্চলিক সড়কের।
অটোরিকশা ও সিএনজির দাপট বেড়েছে এই সড়কে। ঈদকে সামনে রেখে অটোরিকশা ও সিএনজিসহ স্বল্প দূরত্বের যানবাহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।
আরো পড়ুন
নিউ এরা ফাউন্ডেশনের উদ্যোগে ‘উচ্চ শিক্ষাবৃত্তি’ প্রদান
জানা যায়, ঈদের আগে সরকারি মনিটরিংয়ে পোশাক কারখানার গুলোর বেতন-ভাতার বিষয়গুলো সমাধান করা হয়েছে। মহাসড়ক ও ছোট বড় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব কর্মকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনাবাহিনী ২৪ ঘণ্টা নজরদারি করছে।
ফলে এবার ঈদযাত্রায় মহাসড়কে ভোগান্তি কম হওয়ার আশংকা করছেন অনেকেই।
টঙ্গীর মিলগেটে অপেক্ষমান ময়মনসিংহগামী যাত্রী সবুর মিয়া বলেন, ‘রাস্তা ফাঁকা। বাস পাচ্ছি না। গ্রামের বাড়ি যাব কী করে, ভাবছি।’
আরো পড়ুন
কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-মেয়ে নিহত
নরসিংদীগামী একটি যাত্রীবাহী বাসচালক আবুল হোসেন বলেন, ‘মানুষ লম্বা ছুটি পেয়ে চলে গেছে।
এখন জরুরী মানুষ শুধু যাচ্ছে। তাই যাত্রী কম হওয়ায় গাড়ি ছাড়ছেও কম।’
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘মনিটরিংয়ের কারণে যানজট কম। এ ছাড়া লম্বা ছুটিতে মানুষও চলে গেছে। আশা করি যানজট হবে না।’