ভারত-বাংলাদেশ মহারণ

হামজার রসায়ন জানেন না মার্কেস

শেয়ার
হামজার রসায়ন জানেন না মার্কেস

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/25-03-2025/2/kalerkantho-sp-2a.jpgগত কয়েক দিন অনুশীলন নিয়ে লুকোচুরি খেলেছে ভারত জাতীয় দল। অনুশীলনে গণমাধ্যমের প্রবেশ তো নিষিদ্ধ ছিলই, এমনকি স্টেডিয়ামের আশপাশে থাকারও অনুমতি মেলেনি। অবশেষে গতকাল জওয়াহেরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের অনুশীলন দেখার সুযোগ মিলল। সেটাও আবার মাত্র ১৫ মিনিটের জন্য।

এই সময়ে অবশ্য সুনীল ছেত্রী-লিস্টন কোলাসোরা গা গরমেই ব্যস্ত ছিলেন। বাংলাদেশের বিপক্ষে তাঁদের কৌশল কেমন হবে বা কোন ফর্মেশনে খেলবেন, সেটা জানার কোনো সুযোগ হয়নি। খুব বাজে সময় পার করা ভারত দিশা খুঁজে পাওয়ার মিশনে আছে বলেই এমন পন্থা বেছে নিয়েছে।

গত সপ্তাহে প্রীতি ম্যাচে মালদ্বীপকে হারালেও আজ বাংলাদেশের বিপক্ষে আসল পরীক্ষায় নামছে স্বাগতিকরা।

তবে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে তাদের ভীষণ ভাবনায় ফেলে দিয়েছেন বাংলাদেশের হামজা চৌধুরী। ভারতের কোচ মানালো মার্কেস সরাসরি সে কথা স্বীকার না করে নিলেও হামজাকে নিয়ে প্রশংসা https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/03.March/25-03-2025/2/kalerkantho-sp-2a.jpgকরেছেন স্প্যানিশ এই কোচ। শুধু বাংলাদেশ নয়, হামজার আগমন এশিয়ার জন্যও দারুণ সুখবর বলছেন মানালো মার্কেস, আমি মনে করি সে ভালো ফুটবলার। সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তারাও লিগে উঠবে।
আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলা কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ার ফুটবলের জন্যও ভালো।

মাঠের খেলায় হামজা কতটা প্রভাব রাখবেন, সেটা এখনই বলতে পারছেন না মার্কেস। তবে সতীর্থরা নিশ্চিত অনুপ্রেরণা পাচ্ছেন বলছেন তিনি, আমি যেটা অনুভব করতে পারছি, ওর সতীর্থরা তার সঙ্গে খেলতে অনুপ্রেরণা পাবে, মাঠের খেলায় এটার কী প্রভাব পড়বে, তা অবশ্য আমি জানি না। গত বছরের জুনে মার্কেস দায়িত্ব নেওয়ার পর মালদ্বীপ ম্যাচের আগে ভারত গোল করেছে স্রেফ একটি। হেরে যায় তিনটি ম্যাচেই।

আক্রমণভাগে গোলখরা কাটাতেই সুনীল ছেত্রীকে ফেরান মার্কেস। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ ১২ গোল করে দারুণ ছন্দে ছিলেন ছেত্রী। জাতীয় দলের এমন বাজে সময়ে কোচের ডাক আর উপেক্ষা করতে পারেননি ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। কেন তাঁকে ফেরানো হয়েছে তার প্রমাণ দিয়েছেন মালদ্বীপ ম্যাচে গোল করে। ভারতও জিতেছে ৩-০ গোলে। আজও বাংলাদেশের বিপক্ষে পার্থক্য গড়ে দিতে পারেন ছেত্রী।

মন্তব্য

সম্পর্কিত খবর

টিভিতে

শেয়ার
টিভিতে

ক্রিকেট

নিউজিল্যান্ড-পাকিস্তান, পঞ্চম টি-টোয়েন্টি

সরাসরি, দুপুর ১২-১৫ মিনিট, টেন ৫

নিউজিল্যান্ড নারী দল-অস্ট্রেলিয়া নারী দল

তৃতীয় টি-টোয়েন্টি

সরাসরি, সকাল ৭-৪৫ মিনিট, টেন ৫

ফুটবল

মেয়েদের চ্যাম্পিয়নস লিগ

লিওঁ-বায়ার্ন মিউনিখ

সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, ইউটিউব

প্রাসঙ্গিক
মন্তব্য

টি স্পোর্টস

শেয়ার
টি স্পোর্টস

ক্রিকেট

আইপিএল, রাজস্থান-কলকাতা

সরাসরি, রাত ৮টা

প্রাসঙ্গিক
মন্তব্য

হাঙ্গেরিতে খেলছেন তাহসিন

শেয়ার
হাঙ্গেরিতে খেলছেন তাহসিন

ক্রীড়া প্রতিবেদক : প্রয়াত গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের ছেলে তাহসিন তাজওয়ার এই মুহূর্তে ইউরোপ সফরে। সেখানে হাঙ্গেরিতে গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট খেলছেন তিনি। সিক্স ডেস বুডাপেস্ট গ্র্যান্ড মাস্টার্স দাবার প্রথম রাউন্ডে হারলেও পরের রাউন্ডেই জয় তুলে নিয়েছেন এই ফিদে মাস্টার।

দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মাস্টার আলেক্সান্ডার অস্ত্রোভস্কিকে হারিয়েছেন তিনি।

শুরুটা ভালো হয়নি, কারণ ভারতের ফিদে মাস্টার বোরগাওকার অক্ষয়ের কাছে সে ম্যাচটা হেরেছিলেন তিনি। অক্ষয় অবশ্য রেটিংয়ে তাঁর চেয়ে বেশ এগিয়ে ছিলেন। প্রায় সমান রেটিংয়ের অস্ত্রোভস্কির বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন তিনি। বিসিবির আর্থিক সহায়তায় ইউরোপে এই সফরে কয়েকটি গ্র্যান্ড মাস্টার টুর্নামেন্ট খেলবেন তাহসিন।
তাঁর প্রথমটিই এটি।

তাহসিন কিছুদিন বিশ্ব জুনিয়র দাবায় খেলেছেন। গত সপ্তাহে শ্রীলঙ্কায় খেলেছেন এশিয়ান জোনাল দাবা। এর পরই হাঙ্গেরিতে গ্র্যান্ড মাস্টার্স টুর্নামেন্ট খেলার লক্ষ্যে গেছেন তিনি।

হাঙ্গেরিতে এই টুর্নামেন্টগুলোতে নর্মের চেষ্টা করবেন তাহসিন

প্রাসঙ্গিক
মন্তব্য

গফ-উইলসন বাদ

শেয়ার
গফ-উইলসন বাদ

আইসিসি এলিট প্যানেল আম্পায়ারের তালিকা থেকে বাদ পড়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। তাঁদের জায়গায় ঢুকেছেন দক্ষিণ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। পালেকার ৪ টেস্ট, ২৩ ওয়ানডে ও ৬৭টি টি-টোয়েন্টি এবং ওয়ার্ফ ৭ টেস্ট, ৩৩ ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন। আইসিসি

মন্তব্য

সর্বশেষ সংবাদ