পুরনো ও গুরুত্বপূর্ণ মেইল সহজে খুঁজে বের করবে জিমেইল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুরনো ও গুরুত্বপূর্ণ মেইল সহজে খুঁজে বের করবে জিমেইল
সংগৃহীত ছবি

জরুরি অথচ বেশ পুরনো। এমন ই-মেইল খুঁজতে গিয়ে আমরা প্রায় সময়ই হয়রান হই। তবে এবার আর সে কষ্ট করতে হবে না। জিমেইল নিয়ে এল ফিচার।

‘এআই-পাওয়ার্ড’ সার্চের এই ফিচারটি সহজেই প্রয়োজনীয় অথচ অনেক পুরনো ই-মেইল খুঁজে দেবে।

সার্চ অপশনে কিওয়ার্ডের সাহায্যে পুরনো ই-মেইল খোঁজা বেশ জনপ্রিয় পন্থা। কিন্তু এই নতুন পদ্ধতি আরো আকর্ষণীয়। এখানে মাথায় রাখা হয় ঘনঘন ক্লিক করা ই-মেইল, নিয়মিত মেইল চালাচালি হয় এমন ই-মেইল অ্যাড্রেস ইত্যাদি।

এর সাহায্যে সার্চ করলে সময় বাঁচবে এবং দ্রুত কাঙ্ক্ষিত ই-মেইল খুঁজে পাওয়া যাবে।

‘মোস্ট রিলেভ্যান্ট’ সার্চ রেজাল্ট এবার বিশ্বজুড়েই ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টের জন্য চালু হয়েছে। ওয়েব ও জিমেইলের অফিসিয়াল অ্যাপ সর্বত্রই তা পাওয়া যাবে। অ্যাপের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ও আইওএস, দুই ধরনের ডিভাইসেই এটি পাওয়া যাবে।

ইউজাররা ‘মোস্ট রিলেভ্যান্ট’ এবং ‘মোস্ট রিসেন্ট’ এই দুই অপশন থেকে বেছে নিয়ে সার্চ করতে পারবেন।

আরো পড়ুন
ওয়াই-ফাইয়ের তরঙ্গ কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

ওয়াই-ফাইয়ের তরঙ্গ কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর?

 

কিভাবে এআই-এর সাহায্যে এই সার্চ করা হয়

গুগল জানিয়েছে, মূলত তিনটি বিষয় খেয়ালে রাখা হয়।

  • কারা আপনাকে নিয়মিত মেইল পাঠায়।
  • কোন ইউজারকে আপনি বেশি ই-মেইল পাঠান।
  • আপনার আগের ই-মেইল সার্চ।

কিভাবে এই সার্চ অপশনকে ‘গেম চেঞ্জার’ মনে করা হচ্ছে

দৈনিক শতাধিক মেইল ঢুকতে থাকে ইনবক্সে। ফলে সেখান থেকে গুরুত্বপূর্ণ মেসেজ খুঁজে বের করা দুষ্কর হয়ে ওঠে। এই কঠিন চ্যালেঞ্জ সহজেই সামলে নিতে পারবে এআই-নিয়ন্ত্রিত সার্চ অপশন। এর ফলে জিমেল আরো স্মার্ট হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পুরনো সকল মেইলের তালিকার ভেতর থেকে যা আপনাকে খুঁজে দেবে সেই প্রয়োজনীয় ই-মেইলটি, যেটি আপনি খুঁজতে খুঁজতে ক্লান্ত।

আরো পড়ুন
গরমে হার্ট ভালো রাখতে ৫ টিপস

গরমে হার্ট ভালো রাখতে ৫ টিপস

 

সূত্র : সংবাদ প্রতিদিন

মন্তব্য

সম্পর্কিত খবর

এআই মাস্টারক্লাস : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শেয়ার
এআই মাস্টারক্লাস : কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এক নতুন দিগন্ত

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়োজিত ‘এআই মাস্টারক্লাস ফর কনটেন্ট ক্রিয়েটর’ ব্যাপক সাড়া ফেলেছে। এই মাস্টারক্লাসের জন্য অনলাইনে নিবন্ধন চালু হওয়ার মাত্র তিন দিনের মধ্যেই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫০০ জনের বেশি বাঙালি কনটেন্ট ক্রিয়েটর নিবন্ধন করেন। বিপুল সাড়া পাওয়ার পর নতুন নিবন্ধন বন্ধ করে দেওয়া হয়। ওয়ার্কশপের উদ্যোগ নিয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রবিন রাফান।

গত ২৫ মার্চ এই অনলাইন ওয়ার্কশপটি সফলভাবে সম্পন্ন হয়। লাইভ ক্লাসে প্রায় ৪০০ জন কনটেন্ট ক্রিয়েটর একসাথে উপস্থিত ছিলেন। যারা লাইভ ক্লাসে অংশ নিতে পারেননি, তাদের জন্য রেকর্ডেড ভার্সন সরবরাহ করা হয়েছে।

ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি, ক্যাপশন ও হ্যাশট্যাগ জেনারেশন, ইমেজ থেকে ভিডিও এবং এনিমেশন তৈরি, প্রম্পট জেনারেশন, এআই-জেনারেটেড মিউজিক তৈরি সহ আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করেছেন।

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের অভিজ্ঞতা নিয়ে বেশ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই ধরনের উদ্যোগ এক নতুন দিগন্ত উন্মোচন করেছে বলেই মনে করছেন কনটেন্ট ক্রিয়েটররা।

এ প্রসঙ্গে রবিন রাফান বলেন, ‘আমি প্রথমবার এত বড় সংখ্যক কনটেন্ট ক্রিয়েটরকে একসাথে এআই সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছি, যা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা। ভবিষ্যতে আরও এমন ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা করছি।

প্রথম সিজনের এই আকাশছোঁয়া সাফল্যের পর রবিন রাফান ইতিমধ্যেই দ্বিতীয় সিজনের ঘোষণা করেছেন। এই নতুন ওয়ার্কশপটি আগামী ১৪ এপ্রিলে অনুষ্ঠিত হবে এবং ইতোমধ্যেই ৩০০ জনেরও বেশি কনটেন্ট ক্রিয়েটর এর জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

মন্তব্য

মোবাইলে পানি ঢুকে গেলে করণীয়

শেয়ার
মোবাইলে পানি ঢুকে গেলে করণীয়
সংগৃহীত ছবি

আজকাল স্মার্টফোন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তাই মোবাইলের মধ্যে পানি ঢুকে গেলে তা আমাদের জন্য বিরাট এক সমস্যা হয়ে দাঁড়ায়। 

চলুন, জেনে নিই মোবাইলে পানি ঢুকে গেলে কী করতে হবে এবং কোন ভুল কাজগুলো করবেন না।

মোবাইলে পানি ঢুকে গেলে প্রথমে যা করবেন:

প্রথমে ফোনটি বন্ধ করে দিন, এতে শর্ট সার্কিটের সম্ভাবনা কমে।

যদি সম্ভব হয় ফোনের ব্যাটারি, সিম ও মেমোরি কার্ড বের করে ফেলুন ও শুকনো জায়গায় রাখুন। একটি শুকনো কাপড় দিয়ে ফোনের বাইরের অংশটি আলতোভাবে মুছে ফেলুন। তবে অতিরিক্ত চাপ না দেওয়ার চেষ্টা করুন। 

আপনার ফোনকে চালের পাত্রে রাখুন ২৪-৪৮ ঘণ্টার জন্য।

যাতে পানি শুষে নিয়ে ফোন দ্রুত শুকিয়ে যায়।

যে ভুলগুলো করা উচিত নয়:

ফোন শুকানোর আগে সেটি চালু করার চেষ্টা করবেন না, এতে ফোনটি নষ্ট হয়ে যেতে পারে।

হেয়ার ড্রায়ার দিয়ে ফোন শুকানোর চেষ্টা করবেন না। এটি ফোনের সার্কিটে ক্ষতি করতে পারে।

ফোন ঝাঁকালে পানি আরো গভীরে চলে যেতে পারে, যা ফোনের ক্ষতি বাড়িয়ে দিতে পারে।

আপনার ফোন যদি ৪৮ ঘণ্টায় চালু না হয় তাহলে নিকটস্থ সার্ভিস সেন্টারে নিয়ে যান। ভুল পদক্ষেপ নিলে আপনার ফোন স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। তাই সঠিক উপায়ে মোবাইল শুকিয়ে নিন এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন।

সূত্র : আজতাক বাংলা

মন্তব্য

সাবমেরিন ক্যাবলে সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সাবমেরিন ক্যাবলে সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
সংগৃহীত ছবি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। গতকাল কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড উভয় ক্ষেত্রেই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর খরচ কমবে।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, সরকার ইন্টারনেটের দাম কমানোর জন্য কাজ করছে।

জনগণের যেন সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পায়, সে জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে দাম কমানো এর মধ্যে অন্যতম। এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে।

এ ছাড়া, ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডাব্লিউডিএম (DWDM) সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এর ফলে টেলিকম কোম্পানিগুলোর ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরো বলেন, 'ইতোমধ্যে টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে, অপারেটররা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন।'

ফয়েজ আহমদ তৈয়ব জানান, আগামী বছরের মাঝামাঝি তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঘুমানোর আগে রিলস দেখার অভ্যাস কতটা ক্ষতিকর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঘুমানোর আগে রিলস দেখার অভ্যাস কতটা ক্ষতিকর
সংগৃহীত ছবি

বর্তমানে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিশেষ করে স্বল্প দৈর্ঘ্যের ভিডিও বা রিলস দেখার প্রবণতা দিন দিন বাড়ছে। আমরা অনেকেই রাত জেগে রিলস দেখে সময় কাটাই। কিন্তু জানেন কি, এই অভ্যাস ধীরে ধীরে আমাদের স্বাস্থ্যের ওপর কতটা প্রভাব ফেলছে? চলুন, জেনে নেওয়া যাক।

বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর আগে টানা রিলস দেখা শুধু মানসিক স্বাস্থ্যের ওপরই নয়, প্রভাব ফেলে শারীরিক স্বাস্থ্যের ওপরও। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, রাতে ঘুমানোর আগে টানা রিলস দেখার ফলে বাড়ছে হাইপারটেনশনের ঝুঁকি।

আরো পড়ুন
আমলকী চায়ের যত গুণ

আমলকী চায়ের যত গুণ

 

হাইপারটেনশনের ঝুঁকি

সম্প্রতি চিনের এক মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বয়সের ৪ হাজার ৩১৮ জনের ওপর একটি গবেষণা করা হয়। গবেষকদের মূল লক্ষ্য ছিল, ঘুমাতে যাওয়ার আগে রিলস দেখার সঙ্গে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্ক আছে কি না।

সেই গবেষণাতেই রিলস দেখার সঙ্গে হাইপারটেনশনের ঝুঁকির যোগসূত্র খুঁজে পান তারা। বিশেষ করে তরুণ ও মধ্যবয়সীদের মধ্যে এই ঝুঁকি সবচেয়ে বেশি।

মানসিক চাপ

মানসিক স্বাস্থ্যের ওপর রিলসের নেতিবাচক প্রভাব নিয়ে অনেকদিন ধরেই গবেষণা চালাচ্ছেন গবেষকরা। করোনা সংক্রমণের সময় সামাজিক মাধ্যমে রিলসের জনপ্রিয়তা বৃদ্ধি পায়।

অতিরিক্ত রিলস দেখা মনের ওপর চাপ ফেলে। জেন জি ও জেন আলফার কনসেনট্রেশন ধরে রাখতে না পারার পিছনেও এই রিলসকে দায়ী করেছেন গবেষকরা। পাশাপাশি এর প্রভাবে চিন্তার খোরাক কমে যাওয়া, সৃজনশীল চর্চার পরিধি এবং স্থায়িত্বেরও ব্যাঘাত ঘটে চলেছে ক্রমাগত।

আরো পড়ুন
স্বাস্থ্যকর চিকেন সালাদ, রাখতে পারেন ইফতারে

স্বাস্থ্যকর চিকেন সালাদ, রাখতে পারেন ইফতারে

 

রিলস ও ডুমস্ক্রোলিংয়ের বদ অভ্যাসের জেরে ব্রেন রট হওয়া খুব স্বাভাবিক। আর ঘুমাতে যাওয়ার আগে রিলস দেখার পরিণাম আরো ভয়াবহ।

রিলস দেখার ফলাফল

স্মার্ট ফোন, ল্যাপটপ, টেলিভিশন কিংবা ভিডিয়ো গেম- স্ক্রিনের দিকে একটানা তাকিয়ে থাকা কারো পক্ষেই ভালো নয়। এসব কাজের সময় শরীর যেটুকু নড়াচড়া করে, রিলস দেখার সময় সে সবের কোনো অবকাশই থাকে না। ঘুমাতে যাওয়ার আগে বিছানায় গা এলিয়ে দিয়ে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রিলস দেখেন। দীর্ঘক্ষণ একইভাবে থাকার কারণে শরীর আড়ষ্ট হয়ে পড়ে। ফলে রক্ত চলাচলও স্তিমিত হয়ে পড়ে। এর জেরে শরীরে হাইপারটেনশনের মতো সমস্যা দানা বাঁধে স্বাভাবিক ভাবেই।

আরো পড়ুন
সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে যা করবেন

সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে যা করবেন

 

আবার এইভাবে দীর্ঘক্ষণ রিলস দেখার সময় শরীরের সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম আরো সক্রিয় হয়ে ওঠে। ফলে ভিডিও দেখার সময় হৃৎস্পন্দন তুলনামূলক বেড়ে যায়। টানা একই কাজ করলে এর প্রভাব হতে পারে ভয়াবহ।

প্রতিকার

প্রতিকার হিসেবে গবেষকদের পরামর্শ, যতই রিলস দেখুন না কেন, তাতে আসক্ত হয়ে পড়া চলবে না। ঘুমাতে যাওয়ার আগে স্ক্রিন টাইম ঠিক করে নিন। প্রয়োজনে স্মার্ট দূরে রেখে ঘুমাতে যান। এতে ঘুম যেমন ভালো হবে, শরীরও পর্যাপ্ত বিশ্রাম পাবে।

আরো পড়ুন
আলু-পেঁয়াজ একসঙ্গে রাখলে কী ক্ষতি

আলু-পেঁয়াজ একসঙ্গে রাখলে কী ক্ষতি

 

সূত্র : এই সময়

মন্তব্য

সর্বশেষ সংবাদ