ভুয়া ভিসা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি স্মার্টকার্ড তৈরি চক্তের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি-মিরপুর বিভাগ। গ্রেপ্তাররা হলেন— মো. ওমর ফারুক (৪৬), শিউলি আক্তার (৩২) ও মো. শাকিল হোসেন (২৩)। মঙ্গলবার (২৫ মার্চ) ডিএমপি জানায়, রবিবার মিরপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন একটি ব্যাংকের শাখা থেকে শিউলি আক্তারকে আটক করা হয়।