বিএমইটি স্মার্টকার্ড তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএমইটি স্মার্টকার্ড তৈরি করে প্রতারণা, গ্রেপ্তার ৩
সংগৃহীত ছবি

ভুয়া ভিসা ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি স্মার্টকার্ড তৈরি চক্তের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি-মিরপুর বিভাগ। গ্রেপ্তাররা হলেন— মো. ওমর ফারুক (৪৬), শিউলি আক্তার (৩২) ও মো. শাকিল হোসেন (২৩)। মঙ্গলবার (২৫ মার্চ) ডিএমপি জানায়, রবিবার মিরপুর এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন একটি ব্যাংকের শাখা থেকে শিউলি আক্তারকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যমতে পুরানা পল্টনের সখ সেন্টারের ৮ম তলায় অবস্থিত মা মনি ওভারসিজ লিমিটেডে অভিযান চালিয়ে ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায়, তিনি অবৈধভাবে বিএমইটি স্মার্টকার্ড ও জাল রাশিয়ান ভিসা তৈরি করে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছে সরবরাহ করে আসছিলো। পরে তার দেওয়া তথ্যমতে মো শাকিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন
দূষণবিরোধী অভিযান : ২৩ কোটি টাকা জরিমানা, ৬২৮ ইটভাটা বন্ধ

দূষণবিরোধী অভিযান : ২৩ কোটি টাকা জরিমানা, ৬২৮ ইটভাটা বন্ধ

 

এ সময় শাকিলের অফিস থেকে একটি কম্পিউটার, ২৩টি বিএমইটি স্মার্টকার্ডের হার্ডকপি, দুটি মোবাইল ফোন ও ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে অবৈধভাবে বিএমইটি স্মার্টকার্ড ও জাল রাশিয়ান ভিসা তৈরিতে ব্যবহুত পিসির স্কিন রেকর্ড এর একটি সিডি জব্দ করা হয়।

এ ছাড়াও সবুজবাগ থানাধীন মানিকনগরে তার ভাড়া বাসা থেকে অসংখ্য ভুয়া ভিসাসহ পাসপোর্ট উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, তরা একটি সংঘবদ্ধ ভিসা প্রতারক চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা ১০-১২ জন এজেন্টের মাধ্যমে ভুয়া বিএমইটি স্মার্টকার্ড ও ভুয়া রাশিয়ান ভিসা দেখিয়ে প্রায় ২০০-২৫০ জন লোকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলেও স্বীকার করেছে। এই ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে প্রি-পেইড গ্রাহকদের ডেসকোর নির্দেশনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে প্রি-পেইড গ্রাহকদের ডেসকোর নির্দেশনা

পবিত্র ঈদুল ফিতরের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড গ্রাহকদের পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে বলেছে ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। 

এক বিজ্ঞপ্তিতে ডেসকো বলেছে, পবিত্র ঈদুল ফিতরের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকোর সম্মানিত প্রি-পেইড গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করতে অনুরোধ করা হচ্ছে।

যে কোন প্রয়োজনে ১৬১২০ বা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে ডেসকো। 

মন্তব্য

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের দোয়া ও ইফতার অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্ত ও তাঁর পরলোকগত পিতা মরহুম দ্বীন মুহাম্মদ লস্কর, মা মরহুমা মাহমুদা খাতুন ও পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যসহ আত্মীয়-স্বজনদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার রাজধানীর কুর্মিটোলায় গলফ গার্ডেনে বিকেল সাড়ে ৫টায় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ও শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবির। 

আরো পড়ুন
গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান

গাজায় হামাসবিরোধী সবচেয়ে বড় বিক্ষোভ, ক্ষমতা ছাড়তে আহ্বান

 

অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোসন্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ও ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টিবৃন্দ ও রেজিস্ট্রারসহ কর্মকর্তাবৃন্দ এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান পুলক ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ তানভীর আহমেদ রনিসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশন পরিচালিত সকল প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ীসহ কূটনৈতিক, বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরিশেষে অনুষ্ঠানের চিফ অর্গানাইজার শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের পরিচালক উইং কমান্ডার (অব.) এম মতিউর রহমান অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনসহ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

মন্তব্য

হা-মীম গ্রুপের জিএমকে হত্যা, নিহতের চালকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
হা-মীম গ্রুপের জিএমকে হত্যা, নিহতের চালকসহ গ্রেপ্তার ২
প্রতীকী ছবি

হা-মীম গ্রুপের মহাব্যবস্থাপক (জিএম) আহসান উল্লাহকে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিহতের গাড়িচালক এবং হত্যাকাণ্ডের মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল ইসলাম। গ্রেপ্তার অপরজনের নাম নুরুন্নবী। বুধবার (২৬ মার্চ) গাইবান্ধায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা গাইবান্ধার সুন্দরগঞ্জে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ঢাকায় র‍্যাব-১-এর কাছে হস্তান্তর করা হয়।

হত্যার ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারের বিষয়ে অভিযান এখনো চলমান।

আরো পড়ুন
ঘন ঘন মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়?

ঘন ঘন মাথা ন্যাড়া করলে কি চুল ঘন হয়?

 

এর আগে মঙ্গলবার সকালে উত্তরা ১৬ নম্বর সেক্টর থেকে আহসান উল্লাহর মৃতদেহ উদ্ধার করে তুরাগ থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী লুৎফুন নাহার বাদী হয়ে গাড়িচালক সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

মন্তব্য

মোহাম্মদপুরে নারীসহ গ্রেপ্তার ১৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোহাম্মদপুরে নারীসহ গ্রেপ্তার ১৬
সংগৃহীত ছবি

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। 

মঙ্গলবার মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন সাহেদ (৩০), সবুজ মুন্সি (৩৪), সবুজ আকাশ (২৫), সাবিনা (২৮), জাবেদ (৩২), বিল্লাল (২৭), বিল্লাল হোসেন (২৩), জুয়েল (২২), বেলাল (৩০), ইব্রাহিম (২২), রনি (১৯), লিটন (৩৪), সাগর (১৮), বিপ্লব রনি (৩৬), জাকির (৩৬) ও ইমাম (২০)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ