<p style="text-align:justify">নারীরা যাতে মাত্রাতিরিক্ত ভিড় এড়াতে এবং নিরাপদে যাতায়াত করতে পারেন সে জন্য ভারতের পশ্চিমবঙ্গে চালু আছে নারীদের জন্য ট্রেনের বিশেষ কামরা লেডিস স্পেশাল। নিয়ম অনুযায়ী এই কামরায় পুরুষদের ভ্রমণ নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। তবে তা উপেক্ষা করেই বিশেষ এই ট্রেনে মাঝেমধ্যেই উঠে পড়েন পুরুষ যাত্রীরা। বিষয়টি নিয়ে এবার কঠোর অবস্থানে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ।</p> <p style="text-align:justify">চলতি বছরের অক্টোবর মাসে নারীদের বিশেষ এই কোচে ভ্রমণের জন্য এক হাজার ৪০০-র বেশি পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। </p> <p style="text-align:justify">ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা বলেছে, শুধু অক্টোবর মাসেই ১২০০টির বেশি ঘটনায় এক হাজার ৪০০ জনের বেশি পুরুষ যাত্রীকে নারী কোচে ভ্রমণের জন্য গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হাওড়া বিভাগে ২৬২, শিয়ালদহ বিভাগে ৫৭৪, মালদা বিভাগে ১৭৬ এবং আসানসোল বিভাগে ৩৯২ জন পুরুষ যাত্রীকে গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">খবরে বলা হয়েছে, সব পুরুষ যাত্রীকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে সতর্ক করে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। বলা হয়েছে—কোনো পুরুষ যাত্রী যেন মহিলাদের জন্য সংরক্ষিত কোচে ভ্রমণ না করেন। রেল আইনের ১৬২ নম্বর ধারায় এটি শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়। এর জন্য জরিমানা ও কারাদণ্ড হতে পারে।</p>