<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২৪-২৫ সেশনে ভর্তি আবেদনের সময়সীমা বেড়েছে। অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে একদিন ভর্তির আবেদন প্রক্রিয়া বন্ধ থাকায় দুইদিন সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত আবেদন জমা পড়েছে ২ লাখ ৫৬ হাজার ৪৯৬ জন। সিস্টেমের এ সমস্যা ২০২০ সালেও একবার হয়েছিল। শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীরা ২৭ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ঢাবি সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731526990-2a18b0ecd280c574bedad3664baa3acf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ঢাবি সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/14/1446401" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে অনলাইন ভর্তি আবেদন শুরু হয়। এই আবেদন প্রক্রিয়া ২৫ নভেম্বর চলার কথা ছিল।</p>