<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আরবি ভাষা দিবস পালিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। </p> <p>আজ সোমবার (১৮ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন আরবি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে পদযাত্রা শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এরপর অপরাজেয় বাংলায় একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন উপস্থিত শিক্ষকরা। </p> <p>সংক্ষিপ্ত বক্তব্যে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক বলেন, আরবি ভাষাকে পবিত্র কোরআন ও হাদিস চিরজীবী করেছে। এটাই আরবি ভাষা ও সাহিত্যের অনবদ্য স্বীকৃতি। আরবি ও সাহিত্যের ইতিহাস দেড় হাজার বছরের বেশি সময়ের ইতিহাস।</p> <p>আরবি ভাষা বর্তমান বিশ্বের সর্বাধিক প্রচলিত ভাষাগুলো অন্যতম। আরববিশ্বের ২৫টি দেশ ছাড়াও পৃথিবীর অনেক দেশে তা দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়। ইসলাম ধর্মের পবিত্র কোরআন, হাদিস ও মুসলিম মনীষী ও বিজ্ঞানীদের রচনার ভাষা হিসেবে তা ব্যবহৃত হয়। কয়েক হাজার বছর পার হলেও আরবি ভাষা আপন মহিমায় সমুজ্জ্বল হয়ে আছে আজ পর্যন্ত।</p> <p>উল্লেখ্য, ২০১২ সাল থেকে প্রতিবছরের ১৮ ডিসেম্বর বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত হয়। ১৯৭৩ সালের এই দিনে আরবি ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষার মর্যাদা লাভ করে। বহু ভাষা ও সাংস্কৃতিক বৈচিত্র্য প্রচারের অংশ হিসেবে জাতিসংঘের দাপ্তরিক ভাষাগুলোর মধ্যে আরবি ১৮ ডিসেম্বর, চীনা ১২ নভেম্বর, ইংরেজি ২৩ এপ্রিল, ফরাসি ২০ মার্চ, রাশিয়ান ৬ জুন ও স্প্যানিশ ১২ অক্টোবর পালিত হয়।</p>