<p>হবিগঞ্জের চুনারুঘাটে বসতভিটার জায়গা নিয়ে বিরোধের জেরে রাজু মিয়া (৫৫) নামের এক সার বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।</p> <p>নিহত রাজু মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নে হাপ্টারহাওর গ্রামের বাদর আলীর ছেলে।</p> <p>স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাজু মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তার ভাতিজা হাসান মিয়ার পক্ষের লোকদের মারামারি হয়। এ সময় রাজু মিয়াকে পিটিয়ে রক্তাক্ত করা হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।</p> <p>গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, নিহত রাজু মিয়ার স্ত্রী ও তিন ছেলে মেয়ে রয়েছেন। সারের ব্যবসা করে সংসার চালাতেন। হত্যাকাণ্ডের পর পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হবিগঞ্জে কুকুরের কামড়ে ২২ পথচারী আহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731503521-50cfd560ea4c88ce45f730cb1814ac6c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হবিগঞ্জে কুকুরের কামড়ে ২২ পথচারী আহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446241" target="_blank"> </a></div> </div> <p>চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘চাচা ও ভাতিজার মধ্যে বসতভিটার জায়গা এবং গাছ কাটা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি। এর আগেও তাদের মধ্যে কয়েকবার মারামারি হয়েছে। এ নিয়ে একাধিক সালিশও বসেছিল।’</p>