<p>রাজনৈতিক সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ‘সরকার যতদিন পর্যন্ত নির্বাচনের ব্যবস্থা করবে না ততদিন দেশ স্বাভাবিক অবস্থা ফিরবে না। আইন-শৃঙ্খলার অবনতি দেখে মনে হচ্ছে পতিত সরকার নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’</p> <p>বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিকিৎসক লাঞ্চিতের ঘটনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/21/1732194703-3ffd19597a07d4a0cb4030e9381af31b.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিকিৎসক লাঞ্চিতের ঘটনায় যুবদল-স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/21/1449150" target="_blank"> </a></div> </div> <p>আসাদুল হাবিব দুলু বলেন, ‘আমরা মনে করছি নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে। এই গড়িমসির কারণে পতিত সরকারের নানা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মধ্যে ছাত্র-জনতার আন্দোলন, আত্মত্যাগ যেন বিনষ্ট না হয়।’  </p> <p>দুলু বলেন, ‘দ্রুততম সময়ে সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়া প্রয়োজন, এতে দেশের উন্নয়ন হবে। নির্বাচিত সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়।’<br />  <br /> অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন হোসেন ও লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক।</p>