<p>এশিয়া মহাদেশের ছোটদের বড় আসর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ বসতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ।</p> <p>মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাওয়াদ আবরার। ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন এ বছর যুব বিশ্বকাপ খেলা মারুফ মৃধা, শিহাব জেমস ও ইকবাল হোসেন ইমনরা।</p> <p>টুর্নামেন্টের প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশের যুবাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অপর দুই সঙ্গী হচ্ছে শ্রীলঙ্কা ও নেপাল। একই দিন একই সময়ে মাঠে নামবে এই দুই দলও। বাংলাদেশের বাকি দুই ম্যাচের একটি হবে ১ ডিসেম্বর, প্রতিপক্ষ নেপাল। আর গ্রুপের শেষ ম্যাচে ৩ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।</p> <p>‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, জাপান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সেমিফাইনাল দুটি হবে ৬ ডিসেম্বর। আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর। এবারের টুর্নামেন্টেও নিশ্চিতভাবেই বাংলাদেশের লক্ষ্য থাকবে ট্রফিটা ধরে রাখার। গত বছর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েই শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা।</p> <p>বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-</p> <p>আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ অধিনায়ক), রিফাত বেগ, সামিউন বশির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান বরেণ্য, সাদ ইসলাম রাজিন।</p> <p><strong>অতিরিক্ত-</strong></p> <p>কালাম সিদ্দিকী, শাহরিয়ার আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।</p>