<p>দক্ষিণ আফ্রিকার সাবেক তিন ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে  দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনে অভিযোগ আনা হয়েছে।</p> <p>গ্রেপ্তার তিন সাবেক ক্রিকেটার হলেন- ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ বোলার লনওয়াবো সতসবে ও সাবেক দুই টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল এবং এলি এমবালাতি। ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং চেষ্টার কারণে যে সাত ক্রিকেটারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দিয়েছিল, এই তিনজন তাদের অন্যতম।</p> <p>ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, গ্রেপ্তার তিন ক্রিকেটারের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের অধীনে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। যে ধারায় অভিযুক্ত করা হয়েছে, সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ড সম্পর্কিত। তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতে। </p> <p>তিনজনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ২০১৫-১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্ট ঘিরে। অভিযোগ তদন্ত করে ২০১৬ ও ২০১৭ সালে ক্রিকেট সাউথ আফ্রিকা ফিক্সিং-চেষ্টার দায়ে ৭ জনকে শাস্তি দিয়েছিল। সতসবে, সোলেকিল ও এমবালাতির নিষেধাজ্ঞার সাজা ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা আছে। </p> <p>সতসবে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬১ ওয়ানডে, ২৩ টি-টোয়েন্টি ও ৫ টেস্ট খেলেছেন। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ম্যাচে আর মাঠে দেখা  যায়নি তাকে। ২০১২ সাল থেকে ২০১৩ সালের মে পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর বোলার ছিলেন সতসবে।</p>