<p>আগামী ৬ ডিসেম্বর শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট। এর আগেই দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। সাইড স্ট্রেইন ইনজুরিতে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ পেসার জশ হ্যাজলউড। তার পরিবর্তে জায়গা পেয়েছেন টেস্ট ক্রিকেটে দুই নতুন মুখ- শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেট।</p> <p>প্রথম টেস্টে ২৯৫ রানে হেরে সিরিজে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার জন্য হ্যাজলউডের ছিটকে যাওয়া একটি বড় ধাক্কা। </p> <p>অ্যাডিলেডে এই দ্বিতীয় টেস্টটি হবে দিবারাত্রির। এই ম্যাচে  একাদশে নতুনদের বদলে হ্যাজলউডের বদলি খেলার সম্ভাবনা বেশি স্কট বোল্যাল্ডের। ২০২৩ সালের জুলাইয়ে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে তার ইনজুরিতে বদলি হিসেবে খেলেন বোল্যান্ড। </p> <p>প্রথম টেস্টে অতিরিক্ত বোলিং করায় ফিটনেস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে মিচেল মার্শেরও। সতর্কতাসরূপ ডানহাতি পেস অলরাউন্ডারের ব্যাকআপ হিসেবে আনক্যাপড আরো একজন পেস অলরান্ডার বিউ ওয়েবস্টারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।</p> <p>প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), শন অ্যাবট, ব্রেন্ডন ডগেট, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মারনাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।</p>