<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অস্ট্রেলিয়ার অলিম্পিক ব্রেকডান্সার রাচায়েল গুন তার ক্যাঙ্গারু ব্রেকডান্সের জন্য এমনিতেই বিখ্যাত ছিলেন। এবারের অলিম্পিকেও তার ক্যাঙ্গারু ব্রেকডান্স ক্রীড়ামোদীদের নজর কেড়েছে। তার পারফরম্যান্স ইউটিউবে বেশ ভাইরালও হয়েছে। কিন্তু হঠাৎ করেই রেগুন সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আর এই প্রতিযোগিতায় অংশ নেবেন না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো স্পোর্টস ইভেন্ট হিসেবে নাম লিখিয়েছে ব্রেকডান্স। তবে রেগুনের পদত্যাগের কারণটা বেশ আবেগীয়। প্যারিস অলিম্পিকে তিনটি অলিম্পিক ইভেন্টে অংশ নিলেও সফল হতে পারেননি। তবে ৩৭ বছর বয়সী এই ভার্সিটি লেকচারার তার ক্যাঙ্গারু ডান্সের জন্য দৃষ্টি কাড়তে পারলেও সমালোচকদের মুখ বন্ধ করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি পরে দুঃখ প্রকাশও করে বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার ধারণা ছিল, স্পোর্টস ইভেন্ট হিসেবে ব্রেকডান্স নতুন হওয়ার কারণেই হয়তো আমার পারফরম্যান্স নিয়ে সমালোচনা করছে। পরে বুঝতে পারলাম, আমার পারফরম্যান্সটি আসলে ভালো ছিল না। আমি এখনো ব্রেকডান্স অনুশীলন করি। তবে আর কোনো দিন কোনো প্রতিযোগিতায় নাম লেখাব না।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : খালিজ টাইমস</span></span></span></span></span></p>