<p>চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। </p> <p>আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।</p> <p>বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় পাঁচ বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।‌</p> <p>বজলু নামের এক শ্রমিক বলেন, ‘৪ বছর ১০ মাস করোনার দোহাই দিয়ে আমাদের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দুই মাসের বেতন ও অন্যান্য ক্ষতিপূরণ মিলিয়ে ২ লক্ষ ৩৫ হাজার টাকা পাওনা হয়েছি। নভেম্বর মাসের ৩০ তারিখে আমাদের বেতন দেওয়ার কথা। এর আগে গত মাসের ১৫ তারিখে বেতনের তারিখ জানিয়ে নোটিশ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনো কোনো প্রকার নোটিশ দেয়নি। তাই বাধ্য হয়ে আমরা সড়কের অবস্থান নিয়েছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৩ দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত জেলা ও আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732596155-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৩ দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্ত জেলা ও আঞ্চলিক রুটে বাস চলাচল বন্ধ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/26/1450764" target="_blank"> </a></div> </div> <p>অপর শ্রমিক জোহরা খাতুন বলেন, ‘আমাদের কম্পানির চারটি কারখানার মধ্যে একটি কারখানা ৮৩ কোটি টাকা বিক্রি হয়েছে। কথা ছিল কারখানা বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে। আমাদের সাড়ে সাত হাজার শ্রমিকের পাওনা ৬১ কোটি টাকা হলেও এখনো তা পরিশোধ করা হচ্ছে না। বিক্রি করা কারখানাটি চালু হয়েছে এবং অন্যান্য শ্রমিকরা কাজ করছে। কারখানা বিক্রির টাকা দিয়ে আমাদের বেতন পরিশোধ করার পরও আরো টাকা বেশি থাকবে। আমরা ৩০ তারিখের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি।’</p> <p>এদিকে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেওয়ার কারণে দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঝামেলায় রাতে কিছু কিছু পরিবহন বিকল্প রাস্তা ব্যবহার করলেও অনেকে যানজটে আটকা পড়ে বসে আছেন। যাত্রীরা নিজেদের সুবিধামতো গন্তব্যের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বেরোবিতে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/26/1732599942-7151184986aed9f8f418938930271d37.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বেরোবিতে শিক্ষক নিয়োগে জালিয়াতির অভিযোগ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/26/1450776" target="_blank"> </a></div> </div> <p>নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিল্পপুলিশ জানায়, ডিইপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা ব্যবসা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে। </p>