<p>বলিউডে আবদনময়ী চরিত্রে অভিনয় দিয়েই ক্যারিয়ারের শুরু। একের পর এক সিনেমায় উষ্ণতা ছড়িয়ে গেছেন। ছাড়িয়ে গেছেন নিজেকেই। ‘হট সিম্বল’খ্যাত মল্লিকা শেরাওয়াত বহুদিন ধরেই অভিনয়ে অনুপস্থিত। বলতে গেলে হারিয়েই গেছেন পর্দা থেকে। আগের মতো আর দেখা যায় না তাকে।</p> <p>তবে মল্লিকা ভক্তদের জন্য সুসংবাদ। আবারও অভিনয়ে ফিরছেন অভিনেত্রী। এবার আর বিরতি নয়, আগামী দুই দশক টানা অভিনয় করার ইচ্ছা পোষণ করেছেন মল্লিকা।</p> <p>টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মল্লিকা বলেন, ‘বলিউডে একটা ধারণা আছে একজন অভিনেত্রী যখন তার বয়সের শীর্ষে পৌঁছায়, তখন তার আর দ্বিতীয় সুযোগ থাকে না। সে নতুনদের ভিড়ে হারিয়ে যায়। এই প্রথা আমি ভাঙতে চাই। দুই দশক ধরে আমি এখনো অভিনয়ের জন্য ফিট রয়েছি, পরিচালকরা আমার জন্য চরিত্র লিখছেন। এর পরও যারা বলে মল্লিকা আর ফিট নয়, তাদের চিন্তাধারা পুরোনো।’</p> <figure class="image"><img alt="5" height="253" src="https://images.indianexpress.com/2024/10/Mallika-Sherawat-on-working-with-Anil-Kapoor-and-Nana-Patekar.jpg" width="450" /> <figcaption><sub><em>মল্লিকা শেরাওয়াত</em></sub></figcaption> </figure> <p>৪৮ বছর বয়সী অভিনেত্রী বয়স বৃদ্ধির পরও নিজের বাহ্যিক চেহারা এবং শারীরিক গঠন নিয়ে গর্বিত। এ বিষয়ে তিনি বলেন, “আমি ‘মার্ডার’ সিনেমার সময় যেমন ছিলাম, ঠিক তেমনই আছি। একই শরীর, একই উচ্ছ্বাস এবং এ জন্য আমি গর্বিত। কোনো প্লাস্টিক সার্জারি বা বোটক্স করিনি। আমি খুব শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করি। সময়মতো ঘুমাই, মদপান করি না, সিগারেটও খাই না। তাহলে কেনই বা এসব কৃত্রিম ইনজেকশন বা বোটক্স দরকার? আপনি যদি আপনার চেহারা এসব কেমিক্যালের সঙ্গে মেলান, সেটা আপনার নিজের ভাবমূর্তি নষ্ট করতে পারে। আমি কাউকে বিচার করি না, তবে আমি কখনো এসব করব না।”</p> <p>২০০৩ সালে গোবিন্দ মেননের পরিচালিত ‘খোয়াইশ’ এবং ২০০৪ সালে অনুরাগ বসু পরিচালিত ‘মার্ডার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান মল্লিকা শেরাওয়াত। এরপর বহু সিনেমায় অভিনয় করেছেন, কুড়িয়েছেন প্রশংসাও। তবে আবেদনময়ী ইমেজ থেকে বের হতে পারেননি। তারপর কালের পরিক্রমায় ধীরে ধীরে হারিয়েই যান বলিউড থেকে। দীর্ঘ সময় ছিলেন যুক্তরাষ্ট্রে। বর্তমানে মুম্বাইয়ে ফিরে এসেছেন মল্লিকা। তবে কবে থেকে তিনি কাজে ফিরছেন সে বিষয়ে কিছু জানাননি অভিনেত্রী।</p>