<p>চট্টগ্রামের পটিয়ায় ভিক্ষাবৃত্তি দূর করতে ও তাদের স্বাবলম্বী করতে ভিক্ষুকদের মাঝে ছাগল, সেলাই মেশিনসহ নানা সামগ্রী বিতরণ করেছে সমাজ সেবা অধিদপ্তর। ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী করতে তাদের জন্য এ কর্মসূচী গ্রহণ করেছে সমাজ সেবা অধিদপ্তর। এর আওতায় ৮ জন ভিক্ষুকের মধ্যে ছাগলসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।</p> <p>গতকাল সোমবার (২৫ নভেম্বর) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভুঞা জনী আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকদের মাঝে তাদের পুনর্বাসন সামগ্রী প্রদান করেন। তাদের মধ্যে উপজেলার আশিয়া ইউনিয়নের মাছুমা খাতুন, কচুয়াই ইউনিয়নের আশা খাতুন, হাইদগাঁও ইউনিয়নের লায়লা খাতুন, সাইদাইর গ্রামের ফিরোজা বেগমসহ প্রত্যেককে ২টি করে ছাগল দেওয়া হয়।</p> <p>এ ছাড়াও সুচক্রদন্ডী গ্রামের ইয়ারুন্নেছাকে মুদির দোকান সামগ্রী, আজিমপুর গ্রামের মুক্তা রানি দাশকে শুটকি ব্যবসার জন্য ১৬ হাজার টাকা, হাইদগাঁও গ্রামের আমেনা খাতুনকে পান সুপারি বিক্রয়ের জন্য ১৬ হাজার টাকা ও উজিরপুর গ্রামের হালিমা বেগমকে একটি সেলাই মেশিন প্রদান করা হয়।</p> <p>এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পিপলু চদ্র নাথ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. ইলিয়াছ হোসেন প্রমুখ।</p> <p>পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভুঞা জনি বলেন, ‘সরকার ভিক্ষুকদের পুনর্বাসন করে দারিদ্র বিমোচন করতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পটিয়াতে অব্যাহত থাকবে।’</p>