<p>গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে পৌরসভার পূর্ব গোমদন্ডী এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল।</p> <p>জানা যায়, অভিযান পরিচালনা করে পূর্ব গোমদন্ডী ৩ নম্বর ওয়ার্ড আব্দুল মোতালেবের ছেলে মো. আরাফাত (৩২) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মহিউদ্দিন হামিম (১৮)-কে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তাদের বাসা তল্লাশি করে একটি অবৈধ দেশীয় ইম্প্রোভাইজড পিস্তল এবং ২৪টি দেশীয় ইম্প্রোভাইজড অস্ত্র পাওয়া যায়। জব্দকৃত অস্ত্র ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।</p> <p>বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, ‘ইতিমধ্যে আমরা যৌথ অভিযান কার্যক্রম শুরু করে দিয়েছি। সন্ত্রাস, মাদক, ছিনতাই ও চাঁদাবাজিসহ সব ধরনের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। এতে সবার সহযোগিতা কামনা করছি।’</p>