<p>দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বাবা ও তার ২ ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। চাঁদপুর সদরের বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১০টি মুঠোফোনসহ বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এবং মাদক পরিমাণে একটি ডিজিটাল মেশিন।</p> <p>আটককৃতরা হচ্ছেন- শাহজাহান গাজী (৫৫), তার ২ ছেলে ফয়েজ গাজী (২৫) ও পারভেজ গাজী (২২)।</p> <p>জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে সেনা বাহিনী, পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে চাঁদপুর সদর উপজেলার বহরিয়ার শ্রীরামপুরে আলোচিত মাদক কারবারি শাহজাহান গাজীর বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় মাদক কেনাবেচায় বিভিন্নজনের সঙ্গে যোগাযোগ করতে ব্যবহার করা হয় এমন ১০টি মুঠোফোন, বিপুল পরিমাণ গাঁজা ও ১২৮ পিস ইয়াবা জব্দ করা হয়।</p> <p>জানা গেছে, আটক ৩ জনকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে থানায় মামলা দায়ের করের তাদের জেলহাজতে পাঠানো হয়। </p> <p>চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব জানান, শাহজাহান গাজী তার ২ ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ কিংবা অভিযোগ দিতে সাহস পায়নি। তবে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি এই চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়।</p>