<p>বরগুনার তালতলীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় সগির হোসেন (৩৪) নামের এক ব্যক্তির পায়ে গুলি করেছেন মাদক ব্যবসায়ী জাকির হোসেন (৪৫)। সোমবার (২৫ নভেম্বর) বড়পাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তাকে গণধোলাই দিয়ে পিস্তলসহ পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।</p> <p>সগির হোসেন ওই এলাকার মন্নান হাওলাদারের ছেলে এবং জাকির একই এলাকার ময়েজ উদ্দিনের ছেলে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জাকির এলাকায় বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক বিক্রি করেন। সগিরসহ এলাকাবাসী জাকিরের মাদক বিক্রিতে বাধা দেয়। সোমবার সকালে সগির তার ভাই কবিরকে নিয়ে স্থানীয় একটি দোকানে চা খেতে গেলে গালাগাল দেওয়া শুরু করেন জাকির। এক পর্যায়ে নাইন এমএম একটি পিস্তল দিয়ে সগিরের পায়ে পাঁচ রাউন্ড গুলি করেন তিনি।</p> <p>তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইমরান আলম বলেন, একটি নাইন এমএম পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ জাকিরকে আটক করা হয়েছে। আহত সগিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরে আরো অস্ত্র থাকার সন্দেহে যৌথ বাহিনী জাকিরের মাদকের আড্ডা খানায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। </p> <p>তিনি আরো বলেন, জাকির এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।</p>