ঢাকা, মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫
১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ০৪ মার্চ ২০২৫
১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ রমজান ১৪৪৬
অস্ট্রেলিয়ান ওপেন

ফাইনালে সাবালেঙ্কার সঙ্গী কিস

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফাইনালে সাবালেঙ্কার সঙ্গী কিস
ফাইনালে মুখোমুখি কিস-সাবালেঙ্কা। ছবি : এএফপি

শ্রেষ্ঠত্বের ফাইনালে ওঠার লড়াই বলে কথা! রড লেভার অ্যারেনায় নারী এককের দ্বিতীয় সেমিফাইনালটি তাই রুদ্ধশ্বাস হবে তেমনটাই টেনিস সমর্থকদের আশা। হতাশও করেননি দুই সেমিফাইনালিস্ট ম্যাডিসন কিস ও ইগা সিয়াতেক।

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের আগে ‘ফাইনাল’ এক ম্যাচ উপহার দিয়েছেন কিস ও সিয়াতেক। দুজনের কেউই ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচগ্রে মেদিনীর’ মতে এক লড়াই লড়লেন।

তাতে শেষ হাসি হেসেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কিস। ৫-৭, ৬-১, ৭-৬ (১০-৮) গেমে সিয়াতেককে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে বিদায় করে দিয়েছেন তিনি।

আরো পড়ুন
টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

 

অথচ, কিসেরই বিদায় নেওয়ার কথা ছিল। সিয়াতেক তিন তিনবার ম্যাচ জয়ের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

উল্টো তৃতীয় ও শেষ সেটের টাইব্রেকারে ম্যাচ জয়ের সুযোগ পেয়েই বাজিমাত করলেন কিস। এমনকি টাইব্রেকারেও একটা সময় পিছিয়ে ছিলেন কিস। তবে দিনটা তার হওয়ায় ভাগ্যে পাশেই ছিল তার।

এর আগে সিয়াতেকের কাছে প্রথম সেটে ৭-৫ ব্যবধানে হেরে শুরুটাও হয় মন্দ।

তবে ফিরতি সেটে বিধ্বংসীরূপে ফেরেন কিস। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি তিনি। ৬-১ ব্যবধানে জিতে সমতায়ও ফেরেন ২৯ বছর বয়সী তারকা। আর ম্যাচ নির্ধারণী সেটে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিচ্ছিলেন না। যার ফলে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
১০ পয়েন্টের টাইব্রেকারে তাতে বাজিমাত করেন কিস।

ফাইনালে উঠে একটা দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটিয়েছেন কিস। সর্বশেষ ২০১৭ সালে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন তিনি। ইউএস ওপেনের সেই ফাইনালের পর আবারো সুযোগ পাচ্ছেন প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লাম জয়ের। শিরোপা জয়ের পথে ফাইনালে তার বাঁধা আরিনা সাবালেঙ্কা। বেলারুশ কন্যা টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন।

আরো পড়ুন
অবশেষে রংপুরের জয়রথ থামাল রাজশাহী

অবশেষে রংপুরের জয়রথ থামাল রাজশাহী

 

ফাইনালে উঠেই নিজের কাজ শেষ করেননি সাবালেঙ্কা, সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়নও তিনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের বিপক্ষে লড়াইটা তাই সহজ হবে না। সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানও কিসের পক্ষে নয়। ৫ বারের দেখায় মাত্র একবার সাবালেঙ্কাকে হারাতে পেরেছেন কিস। এবার প্রতিপক্ষকে হারিয়ে গ্র্যান্ড স্লামের স্বপ্ন পূরণ হয় কিনা সেটাই এখন  দেখার অপেক্ষায়।

অন্যদিকে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলে টেনিস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কীর্তি গড়বেন সাবালেঙ্কা। মোট ৫ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন হতে পারলে ৪ গ্র্যান্ড স্লাম জিতবেন সাবালেঙ্কা।

মন্তব্য

সম্পর্কিত খবর

হামজার কাছে শিখতে উন্মুখ মিতুল মারমা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হামজার কাছে শিখতে উন্মুখ মিতুল মারমা
হামজার কাছে শিখতে চান মিতুল মারমা। ছবি : হামজার ফেসবুক থেকে

দুই দিন হামজা চৌধুরীর প্রশংসা করেছেন জামাল ভূঁইয়া। বাংলাদেশি মিডফিল্ডারকে দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার বলে সম্বোধন করেছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার যোগ দিলে বাংলাদেশ দল দারুণ উজ্জীবিত হয়ে।

আজ জামালের সুরেই কথা বলেছেন মিতুল মারমা।

হামজার কাছে শিখতে উন্মুখ আছেন তিনি। হামজার অন্তর্ভূক্তি দলের জন্য অনেক ইতিবাচক বলেও মনে করছেন বাংলাদেশের গোলরক্ষক। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় তৃতীয় দিনের অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক। এটা আমাদের অনেক সহযোগিতা করবে।
কেননা, হামজা ভাই সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়। আমি মনে করি, আমরা যারা এশিয়ান পর্যায়ের আছি, আমাদের জন্য ইতিবাচক দিক যে, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।’

ভারতে খেলতে যাওয়ার আগে ফুটবলারদের নিয়ে সৌদি আরবেও ক্যাম্প করবেন বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা। আগামী ৫ মার্চ সৌদির উদ্দেশে রওনা দেবে দল।

এই ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষকে পাচ্ছে না বাংলাদেশ। সতীর্থকে না পাওয়া নিয়ে মিতুল মারমা বলেছেন, ‘বিশ্বনাথ নেই... ফুটবল হচ্ছে দলগত খেলা, এখানে রোনালদো বা মেসিকে বলেন…যখন একজন খেলোয়াড় খেলতে যাবে আমাদের এই পর্যায়ে, তখন কাজ করবে না। আমি মনে করি, ফুটবল দলগত খেলা, এখানে যদি সবাই একসাথে খেলতে পারে, তাহলে সবাই সবাইকে সমর্থন করতে পারবে।’

আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ভারতকে নিয়ে না ভেবে নিজেদের খেলায় বিশ্বাস রাখছেন মিতুল।

গোলরক্ষক বলেছেন, ‘আসলে শুরু থেকে আমরা ভারতকে নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য আছে নিজেদের খেলা নিয়ে, সেদিকেই আমাদের মনোযোগ। নিজেদের খেলার প্রতিই বিশ্বাস রাখছি। কোচের একটা প্ল্যান আছে। সে অনুযায়ী কাজ করছি। যদি আমরা শতভাগ পারফরম করতে পারি, তাহলে আমি মনে করি, যেকোনো দলের বিপক্ষে যেকোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব।’

মন্তব্য

বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক-ম্যাচ ফি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
বাড়ছে ক্রিকেটারদের পারিশ্রমিক-ম্যাচ ফি
বেতন-ম্যাচ ফি বেড়েছে ক্রিকেটারদের। ছবি : ক্রিকইনফো

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স খুবই হতাশাজনক। একের পর এক দ্বিপক্ষীয় সিরিজ হারা দলটি চলমান চ্যাম্পিয়নস ট্রফি থেকেও ছিটকে গেছে। তবে মাঠের পারফরম্যান্স ভালো না হলেও ঠিকই পকেট ভারী হচ্ছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের।

আইসিসির ‍টুর্নামেন্টে কোনো জয় না পেলেও ক্রিকেটাদের আজ বড় সুখবর দিয়েছে বিসিবি।

আগামীতে যারা কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন তারা পূর্বের থেকে বেশি পারিশ্রমিক ও ম্যাচ ফি পাবেন বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। বিসিবির বোর্ড সভা শেষে এমনটিই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান।

আরো পড়ুন
ভবিষ্যৎ নিয়ে মুশফিক-মাহমুদ উল্লাহর সঙ্গে কথা বলবে বিসিবি

ভবিষ্যৎ নিয়ে মুশফিক-মাহমুদ উল্লাহর সঙ্গে কথা বলবে বিসিবি

 

কেন্দ্রীয় চুক্তির বিষয়ে নাজমুল আবেদীন বলেছেন, ‘পারিশ্রমিকের সঙ্গে ম্যাচ ফিও বেড়েছে। টেস্ট ক্রিকেটারদের অর্থ বৃদ্ধির পরিমাণটা অন্যদের তুলনায় একটু বেশি।

এর মধ্যে দিয়ে ওদের আগ্রহ ধরে রাখতে চাই আমরা।’

কেন্দ্রীয় চুক্তিতে যারা থাকবেন তারা জানুয়ারি থেকেই বৃদ্ধিকৃত বেতন পাবেন বলে জানা গেছে। তবে কতজন ক্রিকেটার চুক্তিতে থাকছেন আর তারা কারা তা এখনো নিশ্চিত করেনি বিসিবি। নাজুমল আবেদীন বলেছেন, ‘একটা সংখ্যা আছে।

সেটা এখন বলতে চাই না। পর্যালোচনা পর হয়তো বাড়তে বা কমতে পারে। তবে অনুমোদন হয়ে গেছে।’

আরো পড়ুন
প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ধরে ফেললেন স্বামী, অতঃপর...

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ধরে ফেললেন স্বামী, অতঃপর...

 

বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে ২১ জন ক্রিকেটার আছেন। তারা সংস্করণ অনুযায়ী ভিন্ন ভিন্ন ম্যাচ ফি পাচ্ছেন।

টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাচ্ছেন ২ লাখ টাকা। আর ওয়ানডের ৩ লাখ টাকার বিপরীতে টেস্টে ৬ লাখ টাকা পাচ্ছেন ক্রিকেটাররা।

মন্তব্য

ভবিষ্যৎ নিয়ে মুশফিক-মাহমুদ উল্লাহর সঙ্গে কথা বলবে বিসিবি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ভবিষ্যৎ নিয়ে মুশফিক-মাহমুদ উল্লাহর সঙ্গে কথা বলবে বিসিবি
মাহমুদ উল্লাহ-মুশফিক। ছবি : ক্রিকইনফো

চ্যাম্পিয়নস ট্রফিতে দলের পারফরম্যান্সের মতোই বিবর্ণ ছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদ। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দুই অভিজ্ঞ ব্যাটার। তাই অনেকেই জানিয়েছেন, তাদের ব্যাট-প্যাড তুলে রাখার সময় হয়েছে।

বয়সটাও কম হয়নি দুজনের।

৩৭ বছর বয়সী মুশফিকের বিপরীতে ৩৯ বছর হয়েছে মাহমুদ উল্লাহর। তাই তাদের অবসর নিয়ে আলোচনাটা বেশিই হচ্ছে ক্রিকেটাঙ্গনে। বিসিবি তাদের নিয়ে কোনো পরিকল্পনা করেছে কি না, তা আজ জানতে চাওয়া হয়েছিল নাজমুল আবেদীন ফাহিমের কাছে।

আরো পড়ুন
ছোট তামিমের কাছে বিধ্বস্ত বড় তামিমের দল

ছোট তামিমের কাছে বিধ্বস্ত বড় তামিমের দল

 

মুশফিক-মাহমুদ উল্লাহর অবসরের বিষয়টা তাদের কোর্টেই ঠেলে দিয়েছেন নাজমুল আবেদীন।

আজ বোর্ড সভা শেষে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেছেন, ‘অবশ্যই, ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। সব খেলোয়াড়ের ক্যারিয়ার শেষ করার একটা সময় আসেই। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব। ওদের চিন্তা কী, সেটা নিয়ে আলাপ হবে।

মাহমুদ উল্লাহ-মুশফিককে কেন্দ্র করে আগামীতে আইসিসির কোনো টুর্নামেন্টর পরিকল্পনা সাজানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয়, তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়স, ফিটনেস আর পারফরম্যান্সের দিক থেকেই বলি- এটা আমার কল না, নির্বাচকদের। আমার মন্তব্য করা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।

আরো পড়ুন
উরুগুয়ে-ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী দল মেসিদের

উরুগুয়ে-ব্রাজিলের বিপক্ষে শক্তিশালী দল মেসিদের

 

নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে দুজন থাকবেন কি না, এমন প্রশ্নের উত্তরে নাজমুল আবেদীন বলেছেন, ‘এটা এই মুহূর্তে আলাপ করতে পারছি না।’

মন্তব্য

ছোট তামিমের কাছে বিধ্বস্ত বড় তামিমের দল

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ছোট তামিমের কাছে বিধ্বস্ত বড় তামিমের দল
বিকেএসপির মাঠে গুলশানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ডিপিএলের উদ্বোধনী দিনে ছোট তামিমের কাছে হারল বড় তামিমের দল। বলা যায় তামিম ইকবালের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব উড়ে গেছে গুলশান ক্রিকেট ক্লাবের কাছে। ১০৭ রানের বড় হার তা-ই বলে। সাবেক অধিনায়কের মালিকানাধীন এ দলকে নেতৃত্ব দিচ্ছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রথমে ব্যাটিং করে ২৯৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গুলশান। দলের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান ইফতেখার হোসেন ইফতি। তার ৯ চার ও ৩ ছক্কায় সাজানো ১০৮ রানের ইনিংসটি এবারে টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরি। তবে শুরুতেই ২ উইকেট হারালেও গুলশানকে বড় রানের ভিত গড়ে দেন ওপেনার জাওয়াদ আবরার।

৪ চারের সঙ্গে ৫ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলেন তিনি। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার আবু হায়দার রনি।

তিন শ ছুঁই ছুঁই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৯১ রানে অলআউট হয় মোহামেডান। জাতীয় দলের আদলে গড়া দলটি শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে।

যার ফল বড় ব্যবধানের হার। পরাজয়টা আরো বড় হতে পারত যদি না এক প্রান্ত আগলে রেখে আরিফুল ইসলাম ৭৩ রানের ইনিংস না খেলতেন।

অধিনায়ক তামিম খেলেছেন ২২ রানের ইনিংস। আর দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম জাতীয় দলের মতো ঘরোয়া টুর্নামেন্টেও ব্যর্থ হয়েছেন। মাহমুদ উল্লাহর ১০ রানের বিপরীতে ৭ রানে আউট হয়েছেন মুশফিক।

সেঞ্চুরিয়ান ইফতি নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।

শামীমের বিধ্বংসী ইনিংসে রুদ্ধশ্বাস জয় প্রাইম ব্যাংকের

লক্ষ্যটা খুব বড় ছিল না। কিন্তু বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের দেওয়া ২১৭ রান তাড়া করতে নেমে ধ্বংসস্তূপে দাঁড়ায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সেখান থেকে কী দুর্দান্ত এক ইনিংসই না খেললেন শামীম হোসেন পাটোয়ারি।

অবশ্য ২ রানের আক্ষেপ থেকে যাবে শামীমের। তবে নিশ্চিতভাবেই ম্যাচের ফল তার কষ্ট লাগব করেছে। কেননা তার ৯৮ রানের অবিশ্বাস্য ইনিংসেই তো রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ১০৪ বল হাতে রেখে ৩ উইকেটের জয় এনে দিয়েছেন বাঁহাতি ব্যাটার।

বিপিএলের আক্রমণাত্মক ব্যাটিংটাই বিকেএসপির মাঠে আরেকবার দেখালেন শামীম। দলীয় ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ হারার শঙ্কায় ভুগতে থাকে প্রাইম ব্যাংক। সেখান থেকে শাহাদাত হোসেন দীপুকে নিয়ে শুরুর ধাক্কা সামলান শামীম। ব্যক্তিগত ৫৪ রানে দীপু ফিরলে আবারও বিপদে পড়ে প্রাইম ব্যাংক। কেননা দলীয় ১১৩ রানের সময়ই ফিরে যান নতুন ব্যাটার নাহিদুল ইসলামও।

পেসার খালেদ আহমেদকে সঙ্গী করে পরে বন্ধুর পথটা পাড়ি দেন শামীম। অষ্টম উইকেটে ১০৭ রানের জুটি গড়ে অবিশ্বাস্য এক জয় এনে দেন তিনি। তাতে খালেদের অবদান ২৮ রান। অন্যদিকে শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করা শামীম অপরাজিত থাকেন ৯৮ রানে। প্রতিপক্ষের দেওয়া লক্ষ্যটা আরেকটু বড় হলে নিশ্চিতভাবেই তার সেঞ্চুরিটা হয়ে যেতো। ৮৩ বলের ঝোড়ো ইনিংসটি সাজিয়েছেন ১০ চার ও ৪ ছক্কায়।

এর আগে রূপগঞ্জকে অল্পতে অলআউট করতে খালেদ ২ উইকেটও নেন। অবশ্য ২১৬ রানে প্রতিপক্ষকে অলআউট করার ম্যাচে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার আরাফাত সানি ও নাহিদুল ইসলাম। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন ওপেনার আব্দুল মজিদ।

ইমরুলের কাছে ধরাশায়ী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী

হার দিয়ে এবারের ডিপিএল শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ইমরুল কায়েসের দুর্দান্ত এক ইনিংসের কাছে ধরাশায়ী হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটের জয় এনে দিলেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন ইমরুল।

মিরপুরে ৬ রানের কারণে যে সেঞ্চুরি মিস হয়েছে ইমরুলের। আবাহনীর দেওয়া ২৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ স্ট্রাইকরেটে ৯৪ রানের ইনিংস খেলেছেন সাবেক বাঁহাতি ওপেনার। ইনিংসটি সাজিয়েছেন ৭ ছক্কার বিপরীতে ৩ চারে। দলের জয় যখন ৬ রান দূরে তখনই আউট হন ইমরুল। দলের আউট হওয়া বাকি তিন ব্যাটারও ত্রিশোর্ধ্ব ইনিংস খেলেছেন। তারা হলেন- ইমরানুজ্জামান (৩৫), সাদমান ইসলাম (৪৬) ও অমিত হাসান (৪৪)।

এর আগে প্রথম ব্যাট করে পারভেজ হোসেন ইমন ও মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৩৪ রানে অলআউট হয় আবাহনী। ওপেনার ইমনের কাঁটায় কাঁটায় ৫০ রানের বিপরীতে সৈকত খেলেছেন ৭৩ রানের ইনিংস। অধিনায়ক শান্ত করেছেন ২০ রান। অগ্রণী ব্যাংকের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার শহিদুল ইসলাম।

মন্তব্য

সর্বশেষ সংবাদ