ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়ালেন রোহিত, সামনে শুধু আফ্রিদি

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ছক্কার রেকর্ডে গেইলকে ছাড়ালেন রোহিত, সামনে শুধু আফ্রিদি
ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ছবি : বিসিসিআই

কটকে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯০ বলে ১১৯ রানের ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেঞ্চুরির পথে ৭ ছক্কা মেরে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন রোহিত। ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এখন দুইয়ে আছেন ভারতের অধিনায়ক। 

ওয়ানডে ফরম্যাটে ক্রিস গেইল হাঁকিয়েছেন ৩৩১ ছক্কা।

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে গেইলের সঙ্গে সমান ছক্কা ছিল রোহিতেরও। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আটকিনসনকে ছক্কা মেরে রোহিত পেছনে ফেলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তিকে। ৩৩১ ছক্কা মারতে ২৯৪ ইনিংসে ১২ হাজারের বেশি বল খেলেতে হয়েছিল গেইলের। তবে ২৫৮ ইনিংসে ১১ হাজার ৮৫২ বল খেলেই রোহিতের ছক্কা এখন ৩৩৮।

ছক্কা রেকর্ডে রোহিতে সামনে এখন পাকিস্তানের শহীদ আফ্রিদি। তার ছক্কা ৩৫১টি। পাকিস্তানের সাবেক এই ব্যাটারের চেয়ে বর্তমানে মাত্র ১৩টি ছক্কা দূরে আছেন ভারতের অধিনায়ক। ওয়ানডের লম্বা ইতিহাসে কেবল এই তিনজনই ৩০০ এর বেশি ছয় মেরেছেন।

তালিকার চারে থাকা শ্রীলঙ্কান ক্রিকেট কিংবদন্তি সনাৎ জয়সুরিয়া হাঁকিয়েছেন ২৭০টি ছক্কা। পাঁচে থাকা মহেন্দ্র সিং ধোনির ছক্কা ২২৯। 

মন্তব্য

সম্পর্কিত খবর

সেঞ্চুরি করেও ধানমন্ডিকে জেতাতে পারলেন না সোহান

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সেঞ্চুরি করেও ধানমন্ডিকে জেতাতে পারলেন না সোহান
সেঞ্চুরি করার পরেও মুখ নিচু করে মাঠ ছাড়ছেন ধানমন্ডির অধিনায়ক সোহান। ছবি : কালের কণ্ঠ

মুদ্রার উল্টো পিঠটাও দেখলেন নুরুল হাসান সোহান। ডিপিএলের প্রথম সেঞ্চুরিতে পারলেও আজকের তিন অঙ্কের ইনিংসে পরাজয় নিয়েই মাঠ ছেড়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক।

মিরপুরে ২১৭ রানের লক্ষ্যটা খুব বড় ছিল না ধানমন্ডির জন্য। যখন দলের অধিনায়ক সোহান একাই ১০০ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন।

কিন্তু বাকি ১১৭ রান ১০ ব্যাটার মিলেও কতরতে পারেনি ধানমণ্ডি। অন্য ব্যাটারদের ব্যর্থতায় ফল যা হওয়ার তাই হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৯৩ রানে অলআউট হয়ে ২৩ রানের পরাজয় দেখেছে ধানমন্ডি।

শুরুটা ভালোই করেছিল ধানমন্ডি।

ব্যক্তিগত ৩১ রানে ওপেনার হাবিবুর রহমান আউট হলে দলীয় ৩৮ রানে আরো ২ উইকেট হারিয়ে তারা। সেই শুরু এরপর একের পর এক উইকেট হারাতে থাকা দলটির এক প্রান্ত আগলে রাখেন সোহান। ‘নিঃসঙ্গ শেরপার’ মতো লড়ে সেঞ্চুরিটা পেলেন কিন্তু হাসিমুখে মাঠ ছাড়তে পারেননি তিনি। মোহামেডানের সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া পেসার সাইফ উদ্দিনের বলে ধানমন্ডি শেষ ব্যাটার হিসেবে আউট হন উইকেটরক্ষক ব্যাটার।
১০ চার ও ৪ ছক্কায় কাঁটায় কাঁটায় ১০০ রানের ইনিংস খেলেন।

এর আগে দারুণ শুরু পেয়েছিল মোহামেডানও। কিন্তু তিন টপ অর্ডার রনি তালুকদার (৩৯), তামিম ইকবাল (২৬) ও মাহিদুল ইসলাম অঙ্কন (৪৪) দারুণ শুরুর পরও নিজের ইনিংস বড় করতে না পারায় দলও একটা সময় ভুগছিল। শেষ পর্যন্ত অপরাজিত ৫৩ রান করা তাওহিদ হৃদয় দলকে ৬ উইকেটে ২১৬ রানের সংগ্রহ দেন। সেই পুঁজিতেই লড়াই করে দলকে জয় এনে দিয়েছেন মোহামেডানের বোলাররা।

তাদের ৬ বোলারই কমপক্ষে একটি করে উইকেট নিয়েছেন।

নাঈমের সেঞ্চুরিতে উড়ে গেছে শাইনপুকুর

সোহান এবারের ডিপিএলের দ্বিতীয় সেঞ্চুরিতে ধানমন্ডিকে জয় এনে দিতে না পারলেও নাঈম শেখ পেরেছেন। তার দ্বিতীয় সেঞ্চুরিতে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

জয়টিও এসেছে ১৭৯ বল হাতে রেখে। বলা যায় ওপেনিংয়ে নেমে বিধ্বংসী সেঞ্চুরিতে শাইপুকুর ক্রিকেট ক্লাবকে উড়িয়ে দিয়েছেন নাঈম। ৪৭ রান কর তাকে সঙ্গ দিয়েছেন ওপেনিং সঙ্গী সাব্বির হোসেন। দলীয় ১২০ রানে সাব্বির আউট হওয়ার পর জয়ের বাকি কাজটুকু সারেন শাহাদাত হোসেন দীপুকে (৯) নিয়ে। বাঁহাতি ওপেনার অপরাজিত থাকেন ১০৪ রানে। ৬৪ বলের ঝোড়ো ইনিংসটি সাজান ১১ চার ও ৫ ছক্কায়।

অবশ্য প্রাইমের জয়ের কাজ আগেই সেরে রেখেছিল তাদের বোলাররা। প্রতিপক্ষকে মাত্র ১৫৯ রানে অলআউট করে। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ফারজান আহমেদ। প্রতিপক্ষকে অল্প রানে আটকাতে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন শফিকুল ইসলাম ও নাজমুল অপু।

‘ডাবল হ্যাটট্রিক’ জয়ে শীর্ষে আবাহনী

সহজ জয়ই পাওয়ার কথা ছিল আবাহনী লিমিটেডের। কিন্তু মাঝপথে হঠাই খেই হারিয়ে ফেলে দলটি। শেষ পর্যন্ত অবশ্য মুখকালায় নয়, ২ উইকেটের জয়ে হাসিমুখে মাঠ ছেড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

চূড়ায় ওঠার লড়াইয়ে আজ পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়। তাতে ২০০ রানের সহজ লক্ষ্যই পায় আবাহনী। তবে শুরুটা ভালো ছিল না। দলীয় ১৬ রানে ড্রেসিংরুমে ফেরেন দুই ওপেনার জিশান আলম (১০) ও পারভেজ হোসেন ইমন (৬)।

তবে এরপরে শান্ত ও মোহাম্মদ মিঠুন যে জুটিটা গড়েন তাতের সহজ জয়ই পাওয়ার কথা ছিল। তৃতীয় উইকেটের ১৩৩ রানের জুটি তেমনি ইঙ্গিত দেয়। কিন্তু সর্বোচ্চ ৭৬ রানে মিঠুন আউট হওয়ার পরেই ম্যাচের মোড় ঘুঁরে যায়। উইকেটরক্ষক ব্যাটারের আউটের পর শেষ ৫৩ রান করতেই ৫ উইকেট হারায় আবাহনী। তার মধ্যে ৪৩ রানে ফেরেন অধিনায়ক শান্তও।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় শঙ্কা জেগেছিল প্রাইম ব্যাংকের ম্যাচ হারার। তবে মোসাদ্দেক হোসেন সৈকত (১৮) ও মমিনুল হকের (২৪) ছোট ইনিংসে ২ উইকেটের রোমাঞ্চকর জয় পায় প্রাইম।

এর আগে এনামুল হক বিজয়ের ফিফটিতে ১৯৯ রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ। অধিনায়ক বিজয়ের ৬৮ রানের বিপরীতে অবশ্য দুই শ ছুঁই ছুঁই স্কোরে অবদান রাখেন ৪২ রান করা ওয়াসি সিদ্দিকী। আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার মমিনুল। এ জয়ে ১২ পয়েন্টে শীর্ষে আবাহনী। আর সমান ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে গাজী গ্রুপ, অগ্রণী ব্যাংক ও মোহামেডান।

মন্তব্য

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে রেকর্ড জয় পাকিস্তানের
পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন হাসান নওয়াজ। ছবি : এএফপি

কী দুর্দান্তভাবেই না ঘুঁরে দাঁড়ালেন হাসান নওয়াজ। আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে নেমে প্রথম দুই ম্যাচেই মারলেন ডাক। তাই তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামাটা তার জন্য ছিল আরো ভীষণ চাপের।

কিন্তু আজ সেই চাপকেই শক্তিতে পরিণত করে রেকর্ডই গড়লেন হাসান নওয়াজ।

পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ান তিনি। তার রেকর্ডের দিন বড় ব্যবধানের জয় পেয়েছে পাকিস্তানও। নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজও বাঁচিয়ে রাখল পাকিস্তান। যদিও ২-১ ব্যবধানে এগিয়ে কিউইরা।

প্রথম দুই ম্যাচ হেরে এমনিতেই চাপে ছিল পাকিস্তান। তার ওপর অকল্যান্ডে আজ রেকর্ড ২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে। সবমিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। এমন কঠিন সময়ে কিভাবে ঘুঁরে দাঁড়াতে হয় তারই যেন নজির স্থাপন করল পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়েছে পাকিস্তান। সেটিও ২৪ বল হাতে রেখে।

এর আগে সর্বোচ্চ রান তাড়ার স্কোর ছিল ১৭৪ রান। ২০২০ সারে নেপিয়ারে মোহাম্মদ রিজওয়ানের ৮৯ রানের দুর্দান্ত ইনিংসে ৪ উইকেটে জিতেছিল তারা। সবমিলিয়ে পাকিস্তানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার জয়।

২০২১ সালে ২০৮ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান। শীর্ষে থাকা সেই রেকর্ড জয়েও ৮৭ রানের ইনিংস খেলেছিলেন সেদিনের ম্যাচসেরা রিজওয়ান।

রেকর্ড গড়া জয়ে নেতৃত্ব দিয়েছেন হাসান নওয়াজ। মোহাম্মদ হারিসকে সঙ্গী করে শুরুটাও করেন দুর্দান্ত। ওপেনিং জুটিতে ৭৪ রানের জুটি গড়েন তারা। সেটিও ৫.৫ ওভারে। ৪১ রানে হারিস আউট হওয়ার পর আর কোনো উইকেট হারাতে দেননি হাসান নওয়াজ ও সালমান আগা (৫১*)। দুজনে মিলে অবিচ্ছেদও ১৩৩ রানের জুটি গড়ে রেকর্ড জয় এনে দিয়েছেন।

আজ শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন হাসান নওয়াজ। যেন ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচের ক্ষোভটাই আজ ঝারতে চেয়েছেন নিউজিল্যান্ডের বোলারদের ওপর। সেটা পেরেছেনও ২২ বছর বয়সী ব্যাটার। একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে প্রতিপক্ষের বোলাদের কচুকাটা করেছেন তিনি। ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৫ রানের ইনিংসে গড়েছেন রেকর্ড। পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরিয়ান হয়ে। তার ৪৪ বলের সেঞ্চুরিতে ভেঙে গেছে বাবর আজমের রেকর্ড। 

২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন বাবর। আজ ক্যারিয়ারের তৃতীয় ম্যাচ খেলতে নেমে রেকর্ডটা নিজের করে নিলেন হাসান নওয়াজ। পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে সংক্ষিপ্ত সংস্করণে সেঞ্চুরি করেছেন ২২ বছর বয়সী ব্যাটার। পাকিস্তানের অন্য দুই সেঞ্চুরিয়ান হচ্ছেন রিজওয়ান ও মোহাম্মদ শেহজাদ।

হাসান নওয়াজের রেকর্ড সেঞ্চুরিতে ভেস্তে গেছে মার্ক চাপম্যানের দুর্দান্ত ৯৪ রানের ইনিংস। অকল্যান্ডে আজ নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারও তাণ্ডব শুরু করে দিয়েছিলেন। ৪৪ বলে ৯৪ রানের ইনিংস সেই সাক্ষ্যই দেয়। ১১ চার ও ৪ ছক্কার ইনিংসটিকে সহজেই সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন তিনি।

কেননা যখন তিনি আউট হন তখন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংস চলছিল ১২.৫তম ওভারের। কিন্তু দলীয় স্কোর বাড়ানোর নেশায় সংক্ষিপ্ত সংস্করণের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হেলায় মিস করেন চাপম্যান। শাহিন শাহ আফ্রিদির বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে শর্ট থার্ডে শাদাব খানের হাতে তালুবন্দি হন। তার ইনিংসেই ভর করে আজ রেকর্ড ২০৫ রানের লক্ষ্য দিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু হাসান নওয়াজের উইলোর সামনে উড়ে গেল কিউইরা।

মন্তব্য

চ্যাম্পিয়নস ট্রফিতে আয় প্রত্যাশার চেয়েও বেশি, দাবি পিসিবির

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
চ্যাম্পিয়নস ট্রফিতে আয় প্রত্যাশার চেয়েও বেশি, দাবি পিসিবির

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে প্রায় ১০ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০৭ কোটি টাকা) মুনাফা অর্জন করবে বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টটি আয়োজন করে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, এমন খবর প্রত্যাখ্যান করে পিসিবির মুখপাত্র আমির মির এবং প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজা সংবাদ সম্মেলনে জানান, এই টুর্নামেন্ট বোর্ডের আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির স্টেডিয়ামগুলোর আপগ্রেডে বিশাল পরিমাণ অর্থ ব্যয় করেছে পিসিবি, এমন খবরকে উড়িয়ে দিয়ে আমির মির জানান, টুর্নামেন্টের সব খরচ আইসিসি বহন করেছে। মির আরো যোগ করেন, পিসিবি গেটমানি এবং টিকিট বিক্রির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে আয় করেছে।

 

মির বলেন, পিসিবি শুরুতে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ২ বিলিয়ন রুপি আয়ের লক্ষ্য রেখেছিল, তবে তারা এই লক্ষ্যটি ছাড়িয়ে গেছে। অডিটের পরে, আমরা আইসিসি থেকে আরো অতিরিক্ত ৩ বিলিয়ন রুপি পাওয়ার প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, পিসিবির মোট রাজস্ব ২০২৩-২৪ অর্থবছরে ১০ বিলিয়ন রুপিতে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। মির বলেন, ‘বর্তমানে আর্থিকভাবে শক্তিশালী হওয়ার কারণে পিসিবি এখন বিশ্বের শীর্ষ তিনটি ধনী ক্রিকেট বোর্ডের মধ্যে স্থান পেয়েছে।

পিসিবি ইতিমধ্যে ৪০ মিলিয়ন রুপি ট্যাক্স পরিশোধ করছে বলেও জানান তিনি। 

পিসিবির প্রধান অর্থ কর্মকর্তা জাভেদ মুর্তজাও মোহসিন নাকভির ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, বোর্ডের অর্থনৈতিক লক্ষ্য পূরণে নকভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আর্থিক কাঠামো পুনর্গঠনেও তার সক্রিয় ভূমিকা ছিল।

তিনি আরো বলেন, পিসিবির বেশ কয়েকটি আর্থিক বিনিয়োগ রয়েছে এবং স্টেডিয়াম আপগ্রেডের জন্য বাজেট ১৮ বিলিয়ন রুপি বরাদ্দ ছিল।

প্রকল্পের প্রথম পর্বের জন্য ১২ বিলিয়ন রুপি বরাদ্দ করা হয়েছিল, এবং এর মধ্যে ১০.৫ বিলিয়ন রুপি ইতিমধ্যে খরচ করা হয়েছে। বাকি তহবিল এসব স্টেডিয়াম এবং আরো অন্যান্য স্টেডিয়ামের উন্নতির জন্য ব্যবহৃত হবে, যার মধ্যে করাচি, ফয়সালাবাদ এবং রাওয়ালপিন্ডিও রয়েছে।

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের বেতন কমানোর বিষয়ে মির বলেছেন, চেয়ারম্যান নাকভি তাদের বেতন কমানোর সিদ্ধান্তটি প্রত্যাহার করেছেন।

মুরতাজা বলেছেন, খুব শীঘ্রই পিসিবি তাদের চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কিত সব আর্থিক বিবরণ বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে, যাতে স্বচ্ছতা  বজায় থাকে।

মন্তব্য

ফ্রান্সের হার, স্পেনের ড্র, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
ফ্রান্সের হার, স্পেনের ড্র, ঘুরে দাঁড়িয়ে জার্মানির জয়

ফ্রান্সকে হারাল ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। স্বাগতিক ক্রোয়েশিয়ার হয়ে গোল দুটি করেন আন্ত বুদিমির ও ইভান পেরিসিচ। 

ব্যবধান আরো বড় হতে পারত। পঞ্চম মিনিটেই একটি পেনাল্টি পায় ক্রোয়েশিয়া।

কিন্তু আন্দ্রে ক্রামারিচের শট ফ্রান্সের গোলকিপার মাইক মেনিয়ঁ রুখে দেয়। ২৬তম মিনিটে পেরিসিচের ক্রসে হেডে দলকে এগিয়ে নেন আন্ত বুদিমির। প্রথমার্ধের যোগ করা সময়ে বুলেট গতির শটে ব্যবধান দ্বিগুণ করেন পেরিসিচ।

এই হারে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের ফ্রান্স দলে ফেরাটা স্মরণীয় হলো না।

 

রবিবার রাতে প্যারিসে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। 

স্পেন-নেদারল্যান্ড ড্র

একই রাতে অন্য ম্যাচে স্পেনের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস। 

নবম মিনিটে নিকো উইলিয়ামস স্পেনকে এগিয়ে নেওয়ার পর ২৮তম মিনিটে নেদারল্যান্ডকে সমতায় ফেরান কোডি হাকপো।

দ্বিতীয়ার্ধে ৩৯ সেকেন্ডের মাথায় টিয়ানি রেইন্ডার্সের গোলে নেদারল্যান্ডস এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্পেনের হয়ে সমতা টানেন মেরিনো।

 

এ নিয়ে টানা ১৭ ম্যাচে অপরাজিত স্পেন। সবশেষ গত বছরের ২২ মার্চ লন্ডনে প্রীতি ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা।

আগামী রবিবার স্পেনের ভালেন্সিয়ায় হবে ফিরতি লেগ।

ইতালির বিপক্ষে জার্মানির জয়

সান সিরোয় ইতালির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে জার্মানি। জার্মানদের দুটি গোলই দ্বিতীয়ার্ধে।

সান্দ্রো তোনালির করা ৯ মিনিটের গোলে ইতালি এগিয়ে গিয়েছিল। কিন্তু ৪৯ মিনিটে ফরোয়ার্ড টিম ক্লাইনডাইস্ট ও ৭৬ মিনিটে লিয়ন গোরেৎস্কার গোলে জয় তুলে নেয় জার্মানি।২০২৩ সালের নভেম্বরের পর জার্মানি দলে ফিরেই গোল পেলেন গোরেৎস্কা। জাতীয় দলের হয়ে প্রায় চার বছর পর গোল করলেন তিনি।

জার্মানদের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচ হারল ইতালি। ২০২২ সালের জুনে এই প্রতিযোগিতাতেই ৫-২ গোলে বিধ্বস্ত হয়েছিল তারা।

রবিবার শেষ আটের ফিরতি লেগের লড়াইটি ডর্টমুন্ডে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ